
গাজীপুরের শ্রীপুরে একটি শিক্ষা সফরের বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের বাসটিতে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় বাসে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা লাফিয়ে পড়ে আত্মরক্ষা করেন। আগুনে বাসের ভেতরের পুরো অংশ ভস্মীভূত হয়। বাস থেকে লাফিয়ে নামার সময় অন্তত ১০ জন আহত হন। প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী জানান, বাসটিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৭২ জন ছিলেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের স্টেশন অফিসার আব্দুল মান্নান।