খুলনা ব্যুরো
প্রকাশ : ০৩ মার্চ ২০২৩, ০৯:২০ এএম
প্রিন্ট সংস্করণ

গণপদত্যাগের হুমকি খুলনার আন্দোলনরত চিকিৎসকদের

গণপদত্যাগের হুমকি খুলনার আন্দোলনরত চিকিৎসকদের

ভুল চিকিৎসার অভিযোগ এনে খুলনা নগরীতে চিকিৎসকের ওপর পুলিশের হামলা-মামলার প্রতিবাদ ও নানা দাবিতে কর্মবিরতি পালন করছেন খুলনার চিকিৎসকরা। এবার তারা আরও কঠোর পথে এগোচ্ছেন। ঘোষণা দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতির। অভিযুক্ত পুলিশ সদস্য গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ। পাশাপাশি ডা. নিশাত আব্দুল্লাহর নামে করা মামলা প্রত্যাহার না করা হলে গণপদত্যাগের হুমকিও দিয়েছেন চিকিৎসকরা। এদিকে, তাদের কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। তবে ইতোমধ্যে অভিযুক্ত এএসআই নাঈমকে ক্লোজ করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।

জানা গেছে, দুই দিন ধরে খুলনায় চিকিৎসকরা কর্মবিরতি অব্যাহত রেখেছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার ভোর ৬টা থেকে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। তাদের অভিযোগ, গত ২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলা পুলিশে কর্মরত এএসআই ও কতিপয় সন্ত্রাসী ডা. নিশাত আব্দুল্লাহর ওপর হামলা, শারীরিক নির্যাতন, অপারেশন চলাকালে হক নার্সিং হোমের ওটি ভাঙচুর করে। এই ঘটনার প্রতিবাদে এবং ওই পুলিশ কর্মকর্তার গ্রেপ্তারের দাবিতে ১ মার্চ থেকে কর্মবিরতি পালন আন্দোলনের ঘোষণা দেয় বিএমএ। বুধবারের মতো বৃহস্পতিবারও একমাত্র জরুরি সেবা ছাড়া কোনো রোগী দেখেননি চিকিৎসকরা।

এদিকে খুলনা মহানগরীর সাতরাস্তা মিলন চত্বরে গতকাল বৃহস্পতিবার সমাবেশ করেন আন্দোলনরত চিকিৎসকরা। সেখান থেকে জানানো হয় এই আন্দোলন অব্যাহত থাকবে। অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা পর্যন্ত কোনোভাবেই তারা কর্মবিরতি স্থগিত করবেন না। পাশাপাশি নুশরাত আরার করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্র উল্লেখ করে অবিলম্বে এটি প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় চিকিৎসকরা গণপদত্যাগ করবেন বলে হুমকি দেন।

খুলনা বিএমএর সভাপতি ডা. শেখ বাহারুল আলম জানান, গত ২৫ ফেব্রুয়ারি চিকিৎসক নিশাত আব্দুল্লাহর ওপর হামলা করে ও শারীরিকভাবে লাঞ্ছিত করে সাতক্ষীরা জেলা পুলিশের এএসআই নাঈম ও তার কয়েক সহযোগী। এ সময় তারা অপারেশন বন্ধ করে দেন। এই ঘটনার প্রতিবাদে এবং পুলিশের এএসআই নাঈমসহ হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি চলবে। আমরা অবিলম্বে ওই পুলিশ কর্তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে; অন্যথায় গণপদত্যাগ করবেন চিকিৎসকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

বিশ্বজয়ী অধিনায়কের সংগ্রহে ‘১০০০’ ব্যাট

মার্ক জাকারবার্গকে টপকে গেলেন ইলন মাস্ক

থাইল্যান্ডের কাছে চিকিৎসা খাতে বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

আমার দেখা ভিয়েতনাম

মানুষের কষ্টে যুবলীগ ঘরে বসে থাকে না: পরশ

মার্কিন সহায়তায় কি বাঁচবে ইউক্রেন?

গরমে গরিবের এসি যেন মাটির ঘর

টানা তাপপ্রবাহে পুড়ছে দেশ, ভাঙল ৭৬ বছরের রেকর্ড

বিদেশি ভাষা হিসেবে বাংলা ভাষাকে প্রতিষ্ঠাকরণে বাজেটে বরাদ্দ প্রয়োজন

১০

দলবদলে সরগরম থাকবে বার্সা!

১১

থাইল্যান্ডের সঙ্গে ৫ সমঝোতা ও চুক্তি সই

১২

ফ্লোরিডায় কনসাল জেনারেল হলেন সেহেলী সাবরীন

১৩

গুরুদাসপুরে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ

১৪

ভোজ্যতেলে নতুন স্বপ্ন দেখাচ্ছে এসিআইয়ের সূর্যমুখীর হাইসান-৩৬ জাত

১৫

দেশের উন্নয়নে বাস্তুচ্যুতদের অংশগ্রহণ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর : ত্রাণ প্রতিমন্ত্রী

১৬

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার

১৭

ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল আইডিয়াল ছাত্রের

১৮

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

১৯

চিকিৎসার জন্য সন্তান বিক্রি করলেন বাবা

২০
*/ ?>
X