
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ধানের শীষ পেটের বিষ। ধানের শীষের আরেক নাম পেটের বিষ, মানুষ এখন বলে সাপের বিষ। এই হলো ধানের শীষ। গতকাল শনিবার ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে পথ হারিয়ে দিশেহারা। আন্দোলন করার শক্তি তাদের নেই। দৌড়াতে দৌড়াতে এখন মানববন্ধনে দাঁড়িয়ে গেছে। কী দুরবস্থা! তাদের শক্তি কমে গেছে; কিন্তু মুখের বিষ কমেনি। আরও উগ্র হয়ে গেছে। প্রতিদিন বিএনপি নেতারা গালাগাল করে অশ্রাব্য ভাষায়।
সেতুমন্ত্রী বলেন, ফখরুল (বিএনপির মহাসচিব) ভালো থাকতে দেবেন না, আপনারা খুশি থাকলে বিএনপি বেজার। বিএনপি খুশি নয়, কারণ মানুষ খুশি। মানুষ খুশি হলে বিএনপির ভোট কমে যায়—এজন্য বিএনপি খুশি নয়।
বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ বিএনপির হাতে আমরা বাংলাদেশ ফিরিয়ে দেব না। আমাদের প্রাণ থাকতে, আমাদের জীবন থাকতে, এই দেশের মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে আমরা কখনো এই দেশ বিএনপির অপশক্তি, সাম্প্রদায়িক শক্তির হাতে ক্ষমতা ছেড়ে দেব না। খেলা হবে আরও জোরদার খেলা হবে।
ওবায়দুল কাদের বলেন, অন্তর জ্বালায় মরে বিএনপি, কী করে পদ্মা সেতু মেট্রোরেল, এত উন্নয়ন হলো। আজ জ্বালা আর জ্বালা। মানুষের চোখ জুড়ে যায়; কিন্তু বিএনপির জ্বালা, বুকের ব্যথা বাড়ে। আপনারা ঠিক আছেন? খেলা তাহলে হবে। আন্দোলনে খেলা হবে, নির্বাচনে হবে। দুর্নীতিবাজ, অর্থচুরি, জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে। ময়মনসিংহ প্রস্তুত, শুধু অপেক্ষা শেখ হাসিনার ডাকের।