দুলাল হোসেন
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ১২:০৮ পিএম
প্রিন্ট সংস্করণ

ইটিপি না থাকলে লাইসেন্স বাতিলের সুপারিশ দুদকের

ইটিপি না থাকলে লাইসেন্স বাতিলের সুপারিশ দুদকের

দেশের হাসপাতাল-ক্লিনিক, হোটেল-মোটেল ও শিল্পকারখানাসহ প্রতিষ্ঠান স্থাপনে ঘুষের বিনিময়ে পাওয়া যাচ্ছে পরিবেশ ছাড়পত্র। আবার ঘুষ দিয়েই ছাড়পত্র নবায়ন করা হচ্ছে। এতে ওই প্রতিষ্ঠানের উৎপাদিত বর্জ্য পরিবেশ ধ্বংস করছে। যারা পরিবেশ রক্ষার দায়িত্বে, তারাই পরিবেশ ধ্বংসের পথ প্রশস্ত করছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিষ্ঠানিক টিমের অনুসন্ধানে এ তথ্য উঠে আসে। দেশের পরিবেশ রক্ষায় হাসপাতাল, হোটেল-মোটেল ও শিল্পকারখানাসহ বড় প্রতিষ্ঠানের নামে পরিবেশ ছাড়পত্র প্রদানের আগে ইফলুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) স্থাপন নিশ্চিত করা এবং ইটিপি না থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিবেশ ছাড়পত্র লাইসেন্স বাতিলের সুপারিশ করে সংস্থাটি। দুদকের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

জানা গেছে, দুদকের প্রতিষ্ঠানিক টিমের দীর্ঘ অনুসন্ধানে পরিবেশ অধিদপ্তরের ৫টি দুর্নীতির উৎস চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে- প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি; ইটভাটার লাইসেন্স প্রদানে দুর্নীতি; পরিবেশগত ছাড়পত্র ও নবায়নে ঘুষ গ্রহণ; পরিবেশ ধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং কর্মকর্তাদের যোগসাজশে হিডেন ইকোনমির আওতায় শিল্পপ্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ দূষণ। হয়েছে। পরিবেশ অধিদপ্তরের দুর্নীতি বন্ধে ১৯ দফা সুপারিশ রয়েছে দুদকের প্রতিবেদনে। প্রতিবছরের ন্যায় এবারও প্রতিবেদনটি রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদ সচিবের কাছে হস্তান্তর করা হবে।

দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তরের সবচেয়ে দুর্নীতি সংঘটিত হয় পরিবেশ ছাড়পত্র প্রদান ও নবায়নের ক্ষেত্রে। পরিবেশ ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে বিধি-বিধান না মেনে বড় অঙ্কের ঘুষের বিনিময়ে হাসপাতাল-ক্লিনিক, হোটেল-মোটেল, কল-কারাখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ছাড়পত্র দেওয়া হয়। আবার প্রতিষ্ঠানের ছাড়পত্র নবায়নকালেও মোটা অঙ্কের ঘুষ নেওয়া হয়। এ কারণে দেশের বেশির ভাগ বড় প্রতিষ্ঠান ইটিপি ছাড়া চলছে। আর এসব প্রতিষ্ঠানের বর্জ্য পরিবেশ ধ্বংস করছে। যারা এটি দেখভালের দায়িত্বে তাদের ব্যবসায়ীরা আর্থিক সুবিধা দিয়ে নিষিদ্ধ ইটাভাটা স্থাপন করে পরিবেশের ধ্বংস করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন ২০১০ রয়েছে। আইনের বিধান থাকা সত্ত্বেও কিছু অসাধু মালিক ইটভাটা নির্মাণ করে কৃষি জমি, পাহাড়, টিলা, মজা পুকুর, চরাঞ্চল ও পতিত জায়গার মাটি কেটে ইট প্রস্তুত করছে। ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার করছে। আইনে নিষিদ্ধ এলাকায় ইটভাটা নির্মাণের লাইসেন্স দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গবেষণায় দেখা গেছে বাংলাদেশের মতো মধ্যম আয়ের দেশগুলোতে প্রতিষ্ঠানিক সক্ষমতা ও বেআইনি সুবিধার মাধ্যমে এক শ্রেণির মানুষ দেশের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে শিল্প-কারখানা স্থাপন করে হিডেন ইকোনমি শক্তিশালী করছে। হিডেন ইকোনমির আওতাধীন শিল্প-কারখানায় গাছ, কাঠ, গ্যাস, কয়লা, বিদ্যুৎ, মাটিসহ প্রাকৃতিক পরিবেশের অনেক উপাদান ব্যবহার করা হয়। হিডেন ইকোনমির সুবিধা কখনো দেশের মানুষ ও সরকার ভোগ করে না। পরিবেশ অধিদপ্তরসহ সরকারের অন্যান্য সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে স্বার্থন্বেষী মহল বিধি-বহির্ভূত যত্রতত্র শিল্প-কারখানা গড়ে তুলছে। এসব শিল্প-কারখানা থেকে সৃষ্ট বর্জ্য ও নির্গত বিষাক্ত গ্যাস-ধোঁয়া পরিবেশ ধ্বংস করছে। যারা পরিবেশকে রক্ষার দায়িত্বে তারা পরিবেশ বিধ্বংসী বিভিন্ন কর্মকাণ্ডের ঘটনায় নোটিশ দিয়ে ব্যবস্থা না নিয়ে ঘুষ গ্রহণ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ব জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশবান্ধব জাতীয় ও আন্তর্জাতিক প্রকল্প পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। এ খাতে সরকার কর্তৃক বড় অঙ্কের বরাদ্দও দেওয়া হয়। কিন্তু প্রকল্পগুলো বাস্তবায়নের গরমিল পাওয়া যায়। উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়– নির্মল বায়ু ও টেকসই প্রকল্পের জন্য ৪০০ কোটি টাকার প্রাক্কলন তৈরি করা হয়; কিন্তু প্রকৃতপক্ষে কোনো কোনো ক্ষেত্রে নিম্নমানের কাজ করে, কোনো কাজ না করে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে অর্থ আত্মসাতের অভিযোগ আছে।

এ ছাড়া কক্সবাজার ও হাকালুকি হাওরে কোস্টাল ম্যানেজ প্রকল্প, ঢাকা ও চট্টগ্রাম ২২ কোটি টাকার ‘থ্রি আর’ প্রকল্পে ঠিকাদার নিয়োগ, বুড়িগঙ্গাসহ বিভিন্ন নদীর বর্জ্য অপসারণ, বরিশাল-খুলনাসহ বিভিন্ন ঘূর্ণিঝড় সহনীয় গৃহ নির্মাণ প্রকল্পের ১০০ কোটি টাকার প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়।

প্রতিবেদনের উল্লেখযোগ্য সুপারিশের মধ্যে রয়েছে- বিভিন্ন শিল্প-কারখানা হোটেল-মোটেলসহ বড় প্রতিষ্ঠানের নামে পরিবেশ ছাড়পত্র প্রদানের আগে ইটিপি স্থাপন নিশ্চিত করতে হবে। ইটিপি না থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিবেশ ছাড়পত্র লাইসেন্স বাতিল করতে হবে। সব ইটভাটা নির্মাণ, ইট বা ব্লক প্রস্তুতের ক্ষেত্রে লাইসেন্স গ্রহণের বিধান রাখতে হবে। পরিবেশ অধিদপ্তরে অসাধু কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মনিটরিং কার্যক্রম জোরদার করা; বিধি বহির্ভূত শিল্প-কারখানা স্থাপন প্রতিহত করতে শক্তিশালী মনিটরিং টিম গঠন করা; পরিবেশ বিপর্যয়ের ক্ষেত্রগুলো যথাযথভাবে চিহ্নিত করে তা প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করা; পরিবেশ রক্ষায় পর্যাপ্ত গবেষণা কার্যক্রম গ্রহণের মাধ্যমে আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা; টেন্ডার মূল্যায়ন কমিটিতে নিরপেক্ষ পরিবেশ বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করা; পরিবেশ রক্ষায় আধুনিক প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আন্তর্জাতিকমানের পরিবেশবিদদের মতামত ও সুপারিশ গ্রহণ; পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত প্রকল্পসমূহ বাস্তবায়নের পরে পরিমাপ গ্রহণের সুযোগ থাকে না। তাই বাস্তবায়নকালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সরেজমিনে পরিদর্শন করে সুষ্ঠু ও সঠিকভাবে বাস্তবায়ন নিশ্চিত করা; পরিবেশ রক্ষায় প্রচলিত আইন ও বিধিমালার শর্তাবলির যথাযথ প্রয়োগ সাপেক্ষে এ খাতে অনিয়ম, অপরাধ ও দুর্নীতি দ্রুত চিহ্নিত করতে হবে। অনিয়মে ও অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুধু জরিমানা নয়, দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহের ৩ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত যারা

কম খরচে লাভ বেশি হওয়ায় বাদাম চাষে ঝুঁকছে কৃষকরা

বিপুল ভোটে বিজয়ী হলেন সেই প্রতিবন্ধী সুইটি

মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

পরিবেশ দূষণ / টায়ার গলিয়ে তেল উৎপাদন

ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে অন্তঃসত্ত্বা শিক্ষিকা

ছায়ানট মিলনায়তনে রবীন্দ্রসন্ধ্যা

‘মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ব্যবসায় মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার’

নানা আয়োজনে ‘বিশ্ব রেড ক্রস ও রেড সেন্ট দিবস’ পালিত

ফের বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হলেন ছালিমা হোসেন

১০

ভাত রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

১১

বিয়ের দাবিতে জুয়েলের বাড়িতে ২ সন্তানের জননীর অনশন

১২

অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ

১৩

এইডস ছড়িয়ে দিতে বহুজনের সঙ্গে যৌনকর্ম, অতঃপর...

১৪

২ হাজার কোটি টাকা পাচার মামলার আসামি হলেন উপজেলা চেয়ারম্যান

১৫

সিএনজিতে ধর্ষণের অভিযোগ, অতঃপর...

১৬

৩৪০ টাকার জন্য লাথি মেরে গর্ভের সন্তান হত্যা

১৭

রবীন্দ্র পুরস্কার পেলেন অধ্যাপক ভীষ্মদেব এবং অধ্যাপক লাইসা

১৮

ইউরোপীয় স্টাইলে ভিসা আনছে আরব দেশগুলো

১৯

অর্থনীতি উত্তরণে গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান

২০
X