বাংলাদেশসহ ৩৩ দেশ থেকে ৮২৭০৫ শ্রমিক নেবে ইতালি

বাংলাদেশসহ ৩৩ দেশ থেকে ৮২৭০৫ শ্রমিক নেবে ইতালি

বৈধ পথে ইতালিতে কর্মসংস্থানের পথ খুলেছে। দেশটির সরকার বাংলাদেশসহ মোট ৩৩ দেশ থেকে ২০২৩ সালে ৮২ হাজার ৭০৫ নতুন শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে সরকারি গেজেটও প্রকাশ করেছে দেশটি। আগামী ২৭ মার্চ থেকে অনলাইনে আবেদন জমা নেওয়া শুরু হবে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

আবেদন করার পর সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ৩০ দিনের মধ্যে শ্রমিকের মূল দেশে পাঠানো হবে, যেখানে স্থানীয় ইতালীয় দূতাবাস বা কনস্যুলেট ২০ দিনের মধ্যে ভিসা জারি করবে।

বাংলাদেশিরা দালালের মাধ্যমে ইতালি যেতে অনেক বেশি টাকা খরচ করেন। অনেক সময় দালালরা মিথ্যা তথ্য দিয়ে অতিরিক্ত টাকা আদায় করে নেয়। অনলাইনে আবেদন করলে এসব ঝুঁকি থাকবে না। কারা আবেদন করতে পারবে এবং কোন কোন খাতে কর্মসংস্থানের সুযোগ পাওয়া যাবে, এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে ইউরো নিউজ।

ইতালির নাগরিক বা প্রতিষ্ঠান দেশটির সরকারের বেঁধে দেওয়া শর্ত মেনে প্রবাসী শ্রমিক নেওয়ার আবেদন করতে পারবে। নিয়োগদাতার বার্ষিক আয়-ব্যয়, কর, ক্রয় ভাউচার, শ্রমিকের থাকার জায়গাসহ বেশ কিছু বিষয় দেখে ইতালি সরকার। শ্রমিকের ক্ষেত্রে শুধু পাসপোর্টের ফটোকপি এবং দক্ষ শ্রমিকের ক্ষেত্রে দক্ষতার সনদ দরকার হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com