কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০১:৫২ পিএম
প্রিন্ট সংস্করণ

বছরে ৮-১০ বিলিয়ন ডলার হারাচ্ছে দেশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মতে, গুণগত শিক্ষা ব্যবস্থার অনুপস্থিতি ও দক্ষ জনশক্তির অভাবে আমাদের দেশ থেকে প্রতিবছর ৮-১০ বিলিয়ন ডলার বিদেশে চলে যাচ্ছে। আমাদের শিল্প খাত পরিচালনায় বিদেশি কর্মীদের বেতন-ভাতা পরিশোধে এই অর্থ ব্যয় করা হচ্ছে।

গতকাল রোববার ডিসিসিআই অডিটোরিয়ামে ‘শিল্প-শিক্ষা খাতের সমন্বয় : পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি’ শীর্ষক সেমিনারে ডিসিসিআই সভাপতি মো. সামীর সাত্তার এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং সম্মানিত অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ।

স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের ব্যারিস্টার মো. সামীর সাত্তার বলেন, শিল্প খাতের প্রয়োজনের নিরিখে দক্ষ মানবসম্পদ তৈরিকল্পে শিক্ষা ও শিল্প খাতের সমন্বয় আরও জোরদারের বিকল্প নেই। বাংলাদেশে এ সমন্বয়ের অভাব অত্যন্ত প্রকট, যার ফলে আমাদের তরুণ জনগোষ্ঠীকে শিল্প খাতের জন্য দক্ষ করে গড়ে তোলা সম্ভব হচ্ছে না এবং এর প্রভাব প্রতিফলিত হচ্ছে সামগ্রিক অর্থনীতিতে। তিনি শিক্ষা খাতে বাজেট বরাদ্দের পাশাপাশি বিশেষ করে গবেষণা ও উন্নয়ন খাতে বরাদ্দ আরও সম্প্রসারণের আহ্বান জানান। সামীর সাত্তার বলেন, সরকারের ‘স্মার্ট বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জন এবং ক্রমাগত পরিবর্তনশীল চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শিক্ষা ও শিল্প খাতের সমন্বয় নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, এখন সময় এসেছে সেটিকে বাস্তবে রূপ দেওয়ার এবং এজন্য সরকারি-বেসরকারি উদ্যোগ অতি জরুরি। তিনি বলেন, দেশে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে একটি ইকো-সিস্টেম প্রণয়ন করতে হবে, যাতে করে ম্যাপিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নির্ধারণ ও বাস্তবায়ন সম্ভব হবে। সরকার দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বেশকিছু হাই-টেক আইটি পার্ক গঠন করছে, তবে কাঙ্ক্ষিত বিনিয়োগ বৃদ্ধিতে স্থানীয়ভাবে দক্ষ মানবসম্পদের কোনো বিকল্প নেই এবং এ জন্য সমন্বিত উদ্যোগ ও তার যথাযথ বাস্তবায়ন জরুরি।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ বলেন, পরিবর্তনশীল সময়ের প্রেক্ষাপটে আমাদের শিক্ষার্থীদের উপযোগী এবং দক্ষ করে তুলতে শিক্ষা ও শিল্প খাত এবং সরকারের সমন্বয় একান্ত অপরিহার্য। এ লক্ষ্যে এনএসডিতে ১৪টি পরিষদ গঠন করা হয়েছে, যেখান থেকে সমসাময়িক বিষয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

সানেমের গবেষণা পরিচালক ড. সায়েমা হক বিদিশা মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, ক্রমাগত পরিবর্তনশীল এ বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় আমরা বেশ পিছিয়ে রয়েছি এবং এটিকে মোকাবিলায় শিক্ষা ও শিল্প খাতে প্রয়োজনীয় সমন্বয় এখনো পরিলক্ষিত হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগাল-বাংলাদেশ চেম্বার অব কমার্সের জমকালো উদ্বোধন

সাকিবরা আইপিএলে দল না পাওয়ায় ফাহিমের ‘দুখ’

পাকিস্তানের সামনে বাংলাদেশ

আইনজীবী হত্যার প্রতিবাদে ঢাবিতে সমাবেশ ও মশাল মিছিল

ফ্যাসিবাদী রাজনীতি চিরতরে নির্মূল করতে হবে : জুয়েল

ইসকনকে নিষিদ্ধ ও সাইফুল হত্যার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টার ঘটনায় ঢাবিতে বিক্ষোভ

বিএনপির বিরুদ্ধে কালিমা লেপনের ষড়যন্ত্র চলছে: আজাদ

‘প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিতে ব্যবহারিক জ্ঞান প্রয়োজন’

হত্যাচেষ্টার পর হাসনাত-সারজিসের ফেসবুক স্ট্যাটাস

১০

যে কারণে মিরপুর থেকে সরে গেল এনসিএল

১১

আইনজীবী হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজনসহ অংশ নেয় ১৫ জন

১২

জন্মস্থান সৈয়দপুর যাচ্ছেন বেবী নাজনীন

১৩

কাউকে আর রাষ্ট্র নিয়ে খেলা করতে দেওয়া হবে না : জেএসডি 

১৪

ফেসবুক লাইভে দুর্ঘটনার বর্ণনা দিলেন রাফি

১৫

আন্দোলনে নিহত শ্রমিক দল নেতার মরদেহ কবর থেকে উত্তোলন

১৬

কাবাডি বিতর্কের মূলে ‘৮ কোটি’!

১৭

আ.লীগের ‘গুজব সন্ত্রাসের’ বিরুদ্ধে মানববন্ধন

১৮

ডিআরইউ সাহিত্য পুরস্কার পেলেন কালবেলার জাকির হোসেন

১৯

চীন সফরে গেলেন জামায়াতসহ কয়েকটি ইসলামি দলের নেতারা

২০
X