হাসান আজাদ
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৯:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

অগ্রগতিহীন সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিলের উদ্যোগ

বাতিলের নির্দেশ
অগ্রগতিহীন সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিলের উদ্যোগ

দফায় দফায় সময় নিয়েও বেসরকারি খাতে যেসব সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজের অগ্রগতি হয়নি, সেগুলো বাতিলের উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। এরই মধ্যে এমন বেশ কয়েকটি প্রকল্প চিহ্নিতও করা হয়েছে। গত বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে বেসরকারি খাতে নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অগ্রগতিহীন এসব প্রকল্প বাতিলের নির্দেশনা দেন তিনি। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন এক কর্মকর্তা এসব তথ্য জানান।

এ প্রসঙ্গে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন কালবেলাকে বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী বেসরকারি খাতে সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো দেওয়া হয়েছে। কোন প্রকল্প কোন সময় আসবে, সেটার পরিকল্পনাও রয়েছে। এ অবস্থায় যে প্রকল্পগুলো একাধিকবার সময় নেওয়ার পরও কাজ এগিয়ে নিতে ব্যর্থ হয়েছে, সেগুলো বাতিল করা হবে। এ নিয়ে কাজ শুরু হয়েছে।

বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এখন পর্যন্ত বেসরকারি খাতে মোট ২৪টি সৌরবিদ্যুৎ প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে ১১টি প্রকল্পের বিপরীতে পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ) ও ইমপ্লিমেন্টেশন অ্যাগ্রিমেন্ট (আইএ) স্বাক্ষর হয়েছে। বাকি ১৩টি প্রকল্পের বিপরীতে লেটার অব ইনটেন্ট (এলওআই) বা সম্মতিপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে ৭টির কোনো অগ্রগতি নেই।

অগ্রগতিহীন প্রকল্পগুলোর মধ্যে সিলেট (গোয়াইনঘাট) ৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প অন্যতম। প্রকল্পটির এলওআই ইস্যু করা হয় ২০১৬ সালের ৬ আগস্ট। কাজের কোনো অগ্রগতি না থাকায় এবং সরেজমিন পরিদর্শন শেষে কাজ সন্তোষজনক না হওয়ায় চুক্তি বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নীলফামারীর ৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের এলওআই ইস্যু করা হয় ২০১৯ সালের ২৭ জানুয়ারি। এটিরও কোনো অগ্রগতি নেই। শেষ পর্যন্ত গত ৩০ মার্চ প্রকল্পটি বাতিলের আবেদন করে উদ্যোক্তা প্রতিষ্ঠান। পাশাপাশি প্রকল্পের বিপরীতে জমা করা ব্যাংক গ্যারান্টিও ফেরত চেয়েছে তারা।

এ ছাড়া ২০২২ সালের ৩০ জানুয়ারি পাবনা ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের এলওআই ইস্যু করা হয়। এরপর উদ্যোক্তা কোরিয়ান কোম্পানিকে কেন্দ্রটির জন্য নিরাপত্তা জামানত জমা দেওয়ার জন্য ৫ দফায় চিঠি দিলেও কোনো সাড়া পায়নি বিদ্যুৎ বিভাগ। ২০২০ সালের ৬ সেপ্টেম্বর চাঁদপুর ৭ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের এলওআই ইস্যু করা হয়। প্রকল্পটির কোনো অগ্রগতি না থাকায় গত ২১ ডিসেম্বর এলওআই বাতিল করা হয়েছে। পরে উদ্যোক্তা কোম্পানি ৯০ দিনের মধ্যে নিরাপত্তা জামানত ও জমির কাগজ জমাদানের প্রতিশ্রুতি দিলে এলওআই বাতিলের সিদ্ধান্ত স্থগিত করা হয়; কিন্তু গতকাল এই ৯০ দিন শেষ হয়েছে। এ সময়ের মধ্যে কোম্পানিটি বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জামানত প্রদান ও জমির কাগজ জমা দেয়নি।

সুনামগঞ্জ (ধর্মপাশা) ৩২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ২০১৫ সালের ১৭ ডিসেম্বর এলওআই ইস্যু করা হয়। পরের বছর ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি পিপিএ স্বাক্ষর করা হয়। প্রকল্পটি বাস্তবায়নের সময় কাজ অনেক আগেই শেষ হয়েছে। পরে বিদ্যুৎ বিভাগে সময় বাড়াতে উদ্যোক্তা প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে জরিমানার শর্তে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়; কিন্তু এটির অগ্রগতি খুবই সামান্য। লালমনিরহাট (পাটগ্রাম) ৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প, জামালপুর জেলার ২২টি সরকারি ভবনে ৮ হাজার ২৩৭ বর্গমিটার ভবনের ছাদে ৮৫২ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পেরও কোনো অগ্রগতি না থাকায় বাতিল হতে পারে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

ওই কর্মকর্তা জানান, এলওআই দেওয়ার পর দীর্ঘসময় পার হলেও ওইসব প্রতিষ্ঠান পিপিএ কিংবা আইএ স্বাক্ষরে আগ্রহ দেখাচ্ছে না। এমনকি দফায় দফায় চিঠি দিলেও অনেকে জামানত জমা দিচ্ছে না। অনেকে আবার এলওআই নেওয়ার পর ব্যাংক ঋণ নিয়ে অন্য খাতে বিনিয়োগ করছে। এ বিষয়গুলো খতিয়ে দেখব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যাকবলিত সিলেটে ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

ঝালকাঠি সদর হাসপাতালে পানির সংকট চরমে 

রোনালদোদের বিদায় করে সেমিতে ফ্রান্স

যে কারণে স্পেনের বিপক্ষে জার্মানিকে পেনাল্টি দেওয়া হয়নি

সিলেটে সাড়ে ২৮ লাখ টাকার মাদক জব্দ

দল সেমিতে গেলেও ইউরো শেষ পেদ্রির

জনগণের সেবক হয়ে উন্নয়নের কাজ করতে চাই : জনপ্রশাসনমন্ত্রী 

বগুড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ছয়টি পয়েন্টে ১০৬২ মিটার ঝুঁকিপূর্ণ

বেলাবতে চায়না কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬

ক্রুসকে অবসরে পাঠিয়ে সেমিফাইনালে স্পেন

১০

তিস্তার ভাঙনে দিশেহারা মানুষ, শতাধিক বসতভিটা বিলীন

১১

কোটার বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষার্থীদের মশাল মিছিল

১২

কোটাবিরোধী আন্দোলন / ক্লাস বর্জনের ডাক দিচ্ছে জবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা 

১৩

ওয়ান বাংলাদেশের সন্মিলনে জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়

১৪

দাবাকে ভালোবেসে, দাবার কোর্টেই প্রাণ

১৫

নিষিদ্ধ ভয়ংকর অস্ত্র বানাচ্ছেন পুতিন, টার্গেট কে?

১৬

চিনিকলের আধুনিকায়নে সরকারের সঙ্গে যৌথ উদ্যোগ এস আলম গ্রুপের

১৭

আ.লীগ নেতা বাবুল হত্যা, বাঘার পৌর মেয়র ঢাকায় গ্রেপ্তার 

১৮

বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর

১৯

মহাকাশেও থামানো যাচ্ছে না ইরানকে

২০
X