মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৩:২০ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১২:১৫ পিএম
প্রিন্ট সংস্করণ

বীরেন শিকদার ও সাকিবের মনোনয়নে মাগুরায় উৎসবের ঢেউ

বাঁ থেকে ড. বীরেন শিকদার ও সাকিব আল হাসান। পুরনো ছবি
বাঁ থেকে ড. বীরেন শিকদার ও সাকিব আল হাসান। পুরনো ছবি

দ্বাদশ জাতীয় নির্বাচনে পঞ্চমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। প্রথমবার মনোনয়ন পেলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল রোববার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মুখে এই ঘোষণা শুনেই উৎসবের ঢল নামে মাগুরায়। আনন্দ-উল্লাসে ফেটে পড়েন কর্মী-সমর্থক ও শুভান্যুধ্যায়ীরা। রাত অবধি প্রার্থীদের বাড়ির আঙিনায় দাঁড়িয়ে স্লোগান দেন তারা।

বিকেলে আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণার পর বীরেন শিকদারের নির্বাচনী আসন মহম্মদপুর-শালিখায় আনন্দ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। দলের ত্যাগী ও পরীক্ষিত এই নেতাকে আবারও মনোনয়ন দেওয়ায় দলের সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান আওয়ামী লীগের স্থানীয় নেতারা। মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান বলেন, বীরেন শিকদারকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রধানমন্ত্রীর আস্থার জবাবে আমরা মাগুরা-২ আসনে বিজয় উপহার দেব।

মাগুরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম বলেন, আমরা যারা মাগুরা-২ আসনের ভোটার তারা বীরেন শিকদারের মনোনয়নে দারুণ খুশি। বীরেন শিকদার একজন কর্মীবান্ধব নেতা, সদা হাস্যোজ্জ্বল ও পরিশ্রমী মানুষ। তিনি বিগত সময়ে তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে ব্যাপক ভূমিকা রাখবেন তিনি।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান বলেন, ড. বীরেন শিকদার একজন জনপ্রিয় নেতা। তিনি তার আসনে ব্যাপক উন্নয়ন করেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে তার। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে বীরেন শিকদারকে এ আসনের ঐক্যবদ্ধ নেতাকর্মীরা সর্বোচ্চ ভোটে বিজয়ী করবেন।

এদিকে মাগুরা-১ আসন থেকে নৌকার মনোনয়ন পাওয়ায় সাকিব আল হাসানের নিজ বাড়ি কেশব মোড় এলাকায় আনন্দ-উল্লাস করেন তার সমর্থকরা। মনোনয়ন নিশ্চিত হলে ‘সাকিব সাকিব’ বলে তার বাড়ির গেটে স্লোগান তোলেন বন্ধুরা। সাকিবের বাবা মাশরুল রেজা বলেন, ‘সাকিব ক্রিকেট খেলে দেশের নাম উজ্জ্বল করেছে। এখন মানুষের সেবা করবে নৌকার একজন জনপ্রতিনিধি হয়ে। সে এখন ঢাকায়। মাগুরা এলে আমরা পরবর্তী বিষয় জানাতে পারব।’

রাশেদুজ্জামান রনি বলেন, সাকিব মনোনয়ন পেয়েছে, আমরা খুশি। শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে তাকে ধন্যবাদ জানাই।

রিকশাচালক সালমান মিয়া বলেন, ‘আমি খুব খুশি। সাকিব অলরাউন্ডার, সে খুব ভালো করবে মাগুরায়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু শতাধিক, চাপা পড়া জীবিতদের নিয়ে উদ্বেগ

অনৈতিক কাজে বাধা দেওয়ায় স্ত্রীকে অ্যাসিড মেরে হত্যা

ফেনীতে অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই ১৭ ঘর

খালেদা জিয়ার গাড়িবহরে আহত বিএনপি নেতা সোহেল

ঢাকার বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’

খালেদা জিয়ার লন্ডনযাত্রা / দেশবাসীর কাছে দোয়া চাইলেন কায়কোবাদ

প্রবাসীদের পাসপোর্ট নিয়ে যে সুখবর দিল সরকার

আসছে সপ্তাহব্যাপী শৈত্যপ্রবাহ, শীতের দাপট থাকবে যেসব অঞ্চলে

যৌতুকের শিকলে বন্দি গৃহবধূ তানিয়া

৮ জানুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

সিরিয়ার সঙ্গে হাত মেলাল ইসরায়েলের মিত্র দেশ

১১

৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১২

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৩

গোয়াইনঘাট সীমান্তে বিজিবি সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা

১৪

‘আ.লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছিল’

১৫

কর্ণফুলীতে জেলের জালে মর্টার শেল

১৬

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য বিএনপির দোয়া কর্মসূচি

১৭

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া : বিমানবন্দরে মির্জা ফখরুল

১৮

ছাত্র-জনতার ওপর হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার

১৯

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুলকে ছুরিকাঘাত

২০
X