
চাকরিতে আবেদন ও অবসরের বয়সসীমা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। গতকাল শনিবার রাজধানীর নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন।
শিক্ষার্থীরা জানান, করোনা মহামারির সময়ে প্রায় সব ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ ছিল। অনেক দেশ চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর বা তার বেশি থাকা সত্ত্বেও করোনার কারণে চাকরিতে আবেদনের বয়সসীমা আরও ২-৩ বছর পর্যন্ত বাড়িয়েছে। কিন্তু সংসদে এখন পর্যন্ত ৭১ বার সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবি উত্থাপন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সুপারিশ করলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি। তাই চাকরিপ্রার্থীদের দাবি, অবিলম্বে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা বৃদ্ধি করা হোক।
সমাবেশে সংগঠনের আহ্বায়ক শরিফুল হাসান শুভ বলেন, ২০১১ সালে সরকারি চাকরি থেকে অবসরের বয়স দুই বছর বৃদ্ধি করে ৫৭ থেকে ৫৯ বছর করা হলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হয়নি এবং চাকরি শেষে চুক্তিভিত্তিক নিয়োগ স্বাভাবিক চাকরি প্রক্রিয়ার ক্ষেত্রে অন্তরায়।