শাহনেওয়াজ খান সুমন
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

আতিকের ‘ইচ্ছায়’ পার্ক দখল

শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক
আতিকের ‘ইচ্ছায়’ পার্ক দখল

রাজধানীর গুলশানে শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের মাঠে কয়েক বছর আগেও শিশু-কিশোরদের হৈ-হুল্লোড় লেগে থাকত। সরকারি পার্কটিতে স্বস্তির নিঃশ্বাস নিতেন স্থানীয়রা। অনেকেই হাঁটাহাঁটি ও গল্প করতেন। প্রায় আড়াই বছর ধরে পার্কটি আর আগের মতো নেই। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের ইচ্ছায় পার্কটি দখল করেছে বেসরকারি প্রতিষ্ঠান গুলশান ইয়ুথ ক্লাব। এর পরই রাজউকের মালিকানাধীন পার্কটি মানুষের নাগালের বাইরে চলে যায়। এতে ক্ষুব্ধ নগরবাসী নামেন আন্দোলনে। তাতেও দখলমুক্ত হয়নি। তবে ডিএনসিসি বলছে, চলতি মাসেই পার্কট দখলমুক্ত করে সবার জন্য উন্মুক্ত করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ডিএনসিসির সঙ্গে ক্লাবের চুক্তির সময় মাঠ ব্যবহারের জন্য নামমাত্র একটি ফি নির্ধারিত হয়। পরবর্তী সময়ে ইচ্ছামতো ফি বাড়ানো হয়েছে। প্রায় দেড় বছর ধরে ক্রিকেট খেলার জন্য পরিশোধ করতে হয় দুপুরে ৫ হাজার টাকা আর বিকেলে ৮ হাজার টাকা। দেড় ঘণ্টা ফুটবল খেলার জন্য একই পরিমাণ টাকা লাগে। ৪৫ মিনিট টেনিস খেলার জন্য দুপুরে ৮ হাজার এবং বিকেলে ১০ হাজার টাকা।

স্থানীয় বাসিন্দারা জানান, মাঠটি মেয়র আতিকুল ইসলামের যোগসাজশে ইয়ুথ ক্লাবের কাছে চলে যায়। ক্লাবের ডোনারের তালিকায় নাম রয়েছে দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসের। এখন বিনামূল্যে মাঠের একাংশে সকাল-সন্ধ্যার হাঁটাহাঁটি ছাড়া সাধারণের জন্য কোনো সুযোগ নেই। প্রায়ই করপোরেট উৎসব আয়োজনের কারণে জুন সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

রাজউক ও ডিএনসিসি সূত্রে জানা যায়, ৮ দশমিক ৮৭ একর আয়তনের পার্কটির অবস্থান গুলশান ২ নম্বরের ১৩০-এ প্লটে। আগে নাম ছিল গুলশান সেন্ট্রাল পার্ক। ২০১২ সালে পার্কটি দখলমুক্ত করে রাজউক। ২০১৭ সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে রাজউক ডিএনসিসির কাছে পার্কটি হস্তান্তর করে। বর্তমানে পার্কের ৫ দশমিক ৫৪ একর জায়গা ইয়ুথ ক্লাবের দখলে। সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন-সংস্কারের পর পার্কের নাম পরিবর্তন করে বাকি ৩ দশমিক ৩৩ একর অংশ উন্মুক্ত করে ডিএনসিসি। মাঠে দেখা যায় টেনিস কোর্ট, ইনডোর ব্যাডমিন্টন কোর্ট, বাস্কেটবল মাঠ, জিমনেশিয়াম, স্কেটিং জোন, লেডিস কর্নার ও অ্যাডভেঞ্চার হাট। তবে সেগুলো সাধারণ মানুষের জন্য নয়। মাঠ চলছে ইয়ুথ ক্লাবের নিয়মে; খেলতে হয় টাকা দিয়ে ক্লাবে ভর্তি হয়ে।

২০২৪ সালের শুরুতে ইয়ুথ ক্লাবের সঙ্গে তিন বছরের চুক্তি হয় ডিএনসিসির। এরপর ক্লাব কর্তৃপক্ষ তা সংরক্ষিত এলাকায় পরিণত করে। পার্কের ঘাসে আচ্ছাদিত খোলা জায়গা নষ্ট করে সেখানে ফুটবল খেলার জন্য একটি কৃত্রিম মাঠ তৈরি করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, পার্কটি রাজউকের কাছ থেকে সিটি করপোরেশনে হস্তান্তরকালে কিছু শর্ত ছিল। শর্তের মধ্যে ছিল এই মাঠ, পার্ক ও উদ্যান কোনো অবস্থাতেই তৃতীয় পক্ষের কাছে ইজারা, ভাড়া বা হস্তান্তর করা যাবে না। খেলার মাঠ ও পার্ক সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। কোনো স্থায়ী অবকাঠামো নির্মাণ করা যাবে না। মাঠের চারপাশে গাড়ি পার্কিং, স্থাপনা নির্মাণ না করে ওয়াকওয়ে করতে হবে। কিন্তু এসব শর্ত মানা হয়নি।

অভিভাবকরা জানান, সরকারি খেলার মাঠে টাকা দিয়ে সন্তানদের আসতে হবে, এটা রীতিমতো অন্যায়। অনেক কিছু করা হলেও শেষ পর্যন্ত মাঠটি আর শিশুদের নেই। কারণ এত টাকা দিয়ে খেলতে পাঠানোর মতো অবস্থা অনেক পরিবারেরই নেই। অথচ এই মাঠ ছেড়ে দিতে উচ্চ আদালতের নির্দেশ রয়েছে।

মাঠে খেলতে আসা এক যুবক বলেন, ‘একে তো ইচ্ছামতো টাকা নিচ্ছে; আবার টাকা দিয়েও সবসময় মাঠে যাওয়া যাচ্ছে না। ক্লাবের নির্বাহী সদস্যদের নামে নানাভাবে বুকিং দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। মাঠটি পুরোপুরি ইয়ুথ ক্লাবের লোকজনের ইচ্ছামতো চলছে।’

মাঠটি নিয়ে উচ্চ আদালতে তিনটি মামলা হয়। আপিল বিভাগ রাজউককে দখল উচ্ছেদের এবং সিটি করপোরেশনকে কোনোভাবে ইজারা বা দখল দেওয়া বন্ধের নির্দেশনা দেন। আপিল বিভাগের রায়ে বলা হয়, পার্কটি শুধু পার্ক হিসেবেই থাকবে, কোনো অজুহাতেই কোনো স্থাপনা তৈরি করা যাবে না। এই পার্ক কারও কাছে ইজারা দেওয়ার কোনো অধিকার সিটি করপোরেশনের ছিল না, এখনো নেই। কিন্তু ডিএনসিসি উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের কথা বলে ইয়ুথ ক্লাবকে ‘অপারেটর’ হিসেবে নিয়োগ দেয়, যা আসলে ইজারাই।

সরেজমিন দেখা গেছে, ইয়ুথ ক্লাব সাধারণ মানুষকে মাঠে প্রবেশ করতে দেয় না। মাঠ ব্যবহারের জন্য তারা ট্রেনিং একাডেমি করেছে। টাকা দিয়ে ভর্তি হয়ে খেলতে হয়। খেলার জন্য আছে নির্ধারিত পোশাক, যা সাধারণ মানুষের জন্য ব্যয়বহুল। মাঠের চারদিক গ্রিল দিয়ে ঘেরাও করা। শিশুরা মাঠে ঢুকে পড়লে তাদের বের করে দেওয়া হয়। ভেতরে বিভিন্ন স্থাপনা তৈরি করে মাঠটি এখন বাণিজ্যিক স্টেডিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা কমিউনিটি মাঠের নীতির বিপরীত। পার্ক কমিউনিটির দুই ভবনও ইয়ুথ ক্লাবের দখলে। একটি তাদের অফিসকক্ষ হিসেবে ব্যবহার করছে।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান ও পরিবেশবিদ অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার বলেন, ‘আমাদের প্রত্যাশা ঢাকার মাঠ ও পার্কগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকুক। গত সরকারের আমলে অধিকাংশ পার্কই বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন রাখা হয়েছিল। গুলশানের তাজউদ্দীন স্মৃতি পার্কটি এখনো সবার জন্য উন্মুক্ত করা হয়নি। সেখানে সাধারণ মানুষ ঢুকতেও ভয় পায়। পার্কের অপারেটর ইয়ুথ ক্লাব বাণিজ্যিকভাবে স্থানটি ব্যবহার করছে। মাঠের মধ্যে অনেক বেশি পাকা করা হয়েছে। বৃষ্টির পানি নিষ্কাশনের সুযোগ নেই। অনেক গাছ কেটে ছোট গাছ লাগানো হয়েছে। বাউন্ডারি দেওয়া হয়েছে।’

আইনজীবী ও নীতি বিশ্লেষক সৈয়দ মাহবুবুল আলম তাহিন বলেন, ‘দখলের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। আদালতের নির্দেশনা অমান্য করে কোন প্রক্রিয়ায় অপারেটর নিয়োগ হয়েছে এবং এতে সিটি করপোরেশনের কত ক্ষতি হয়েছে, তা জানতে হবে। বারবার আন্দোলনের পরও এখনো যারা পার্কটি উদ্ধার করছে না, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা দরকার।’

ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক ড. ওয়াহিদুজ্জামান কালবেলাকে বলেন, ‘পার্কটি পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য দরপত্রের মাধ্যমে আমাদের ক্লাবকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে সিটি করপোরেশন। এজন্য সিটি করপোরেশনকে কোনো জামানত বা ইজারা মূল্য দেওয়া হয়নি। এক বছর আগে আমরা এই দায়িত্ব পেয়েছি। মেয়াদ শেষে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন হবে। এরপর সিটি করপোরেশন আবার দরপত্র আহ্বান করবে।’

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ কালবেলাকে বলেন, ‘পার্ক নিয়ে অভিযোগ আগেও ছিল, আমি দায়িত্ব নেওয়ার পরও অভিযোগ পেয়েছি। একতরফা চুক্তি বাতিল করতে এরই মধ্যে আমরা নোটিশ দিয়েছি। এই মাস (এপ্রিল) পর

এই পার্কে আর ক্লাব থাকবে না। জনগণের কাছে এই পার্ক ফিরিয়ে দেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ধর্ষণে ব্যর্থ হয়ে ছাত্রীকে হত্যা করে বেলাল

পাকিস্তানে বিক্ষোভ / ‘ভারত আক্রমণ করলে কাশ্মীরিরাই প্রথম সারিতে লড়বে’

কাশ্মীর সীমান্তে দুপক্ষের গোলাগুলি

রাজধানীতে ঝুটের গুদামে আগুন

বার কাউন্সিল পরীক্ষা আজ, ভুয়া প্রশ্নপত্র ছড়ানোয় গ্রেপ্তার ১

ধৈর্য ধরবে কি ভারত-পাকিস্তান?

৯ মাস পর শহীদ মিঠুর মরদেহ উত্তোলন

২৫ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

সামরিক শক্তি দেখাতে নেমেছে ভারত-পাকিস্তান

১০

ভারত-পাকিস্তান / পাল্টাপাল্টি পদক্ষেপ, সব কিছুতেই নিষেধাজ্ঞা

১১

সিলেট মেডিকেলের সাবেক উপাচার্যসহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১২

টিভিতে আজকের খেলা

১৩

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪

নারায়ণগঞ্জে টাকা নেওয়া সেই ওসিকে বদলি

১৫

জানাজায় গিয়ে ভাতিজার মৃত্যু, খবর শুনে মারা গেলেন চাচাও

১৬

স্বাস্থ্য পরামর্শ / একচেটিয়া মাতৃদুগ্ধ পান শিশু পুষ্টির স্বর্ণমান

১৭

ডামুড্যায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

১৮

ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

১৯

জাবিতে সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিয়ে আসছে আইসিসি

২০
X