বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন আজ মঙ্গলবার। ১৯৪৫ সালের এ দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান খালেদা জিয়ার জন্মদিন উদযাপনে কয়েক বছর ধরে কেককাটাসহ কোনো আনুষ্ঠানিকতা করছে না বিএনপি। মিলাদ মাহফিলের মধ্য দিয়েই দিনটি পালন করে আসছেন নেতাকর্মীরা। এবারও ব্যতিক্রম হচ্ছে না। তার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় আগামীকাল দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গতকাল দলের এক বিজ্ঞপ্তিতে বলা হয় আগামীকাল সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান সাবেক এ প্রধানমন্ত্রী। ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাজা স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। এরপর কয়েক দফা এর মেয়াদ বাড়ানো হয়েছে।
কেবিনে রেখে চলছে চিকিৎসা : এদিকে গুলশানের বাসা ‘ফিরোজা’য় অসুস্থতা বেড়ে যাওয়ায় গত বৃহস্পতিবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে কেবিনে রেখে তাকে চিকিৎসা দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তার চিকিৎসক বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন গতকাল কালবেলাকে বলেন, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে ম্যাডামের চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা সবসময় সবকিছু মনিটরিং করছেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদরোগ, ডায়াবেটিস, ফুসফুস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।
মন্তব্য করুন