ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আব্দুল হক সবুজ (৬৮) মারা গেছেন। গত রোববার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান তিনি।
সবুজের দ্বিতীয় পুত্র আশরাফুল হক জানান, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন তার বাবা। আব্দুল হক সবুজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কিডনি জটিলতায় ৮ জুন সবুজকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে নেওয়া হয় আইসিইউতে। তিনি ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্র সংসদের দুইবার নির্বাচিত সহসভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন