বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিরাজগঞ্জ জেলা কমিটির সদস্য এবং রায়গঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ ভৌমিককে বিএনপি-জামায়াতের দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে দলটি। সিপিবি বলছে, একই সময়ে দলের জেলা কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জামায়াত-শিবির কর্মীরা।
এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গতকাল যুক্ত বিবৃতিতে বলেন, হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এদিকে প্রদীপ ভৌমিককে হত্যার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। সমিতির কেন্দ্রীয় সভাপতি ডা. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন, অবিলম্বে এই হত্যার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে।