স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৩, ১০:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

ইসরায়েল ইস্যুতে বিপাকে ইন্দোনেশিয়া

ইসরায়েল ইস্যুতে বিপাকে ইন্দোনেশিয়া

ইসরায়েলকে আতিথ্য দেওয়া সংক্রান্ত জটিলতার কারণে ইন্দোনেশিয়ার কাছ থেকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব কেড়ে নিয়েছে ফিফা। জটিলতার উৎপত্তি প্রতিযোগিতার ড্র অনুষ্ঠান স্থগিত করার বিষয় নিয়ে। এ সম্পর্কে ইন্দোনেশিয়া ফুটবল সংস্থা জানিয়েছে, হিন্দু অধ্যুষিত দ্বীপ বালির গভর্নর ইসরায়েল দলকে আতিথ্য দিতে অস্বীকৃতি জানান। ইন্দোনেশিয়ার ফুটবল সংস্থা জানায়, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ড্র অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

এ সংক্রান্ত বিবৃতিতে বিশ্ব ফুটবল সংস্থা উল্লেখ করেছে, বর্তমান পরিস্থিতিতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব ইন্দোনেশিয়ার কাছ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। শিগগিরই নতুন আয়োজকের নাম ঘোষণা করা হবে। প্রতিযোগিতা শুরুর তারিখ অপরিবর্তিই থাকবে। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ইন্দোনেশিয়া ফুটবল সংস্থার প্রধান এরিক তোহিরের মধ্যকার বৈঠকের পরই আয়োজক স্বত্ব কেড়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক রাজনীতিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ার ফিলিস্তিনের প্রতি ব্যাপক সমর্থন রয়েছে। ইসরায়েলের সঙ্গে দেশটির কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই। ২০ মে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ইসরায়েলের অংশগ্রহণ ইস্যুতে জাকার্তায় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে আসরে ইসরায়েলকে খেলার অনুমতি না দেওয়ার দাবি জানান।

স্বত্ব হারানোর পাশাপাশি শাস্তির শঙ্কায় রয়েছে ইন্দোনেশিয়া। ফিফার অধীন প্রতিযোগিতায় অংশগ্রহণ ইস্যুতে আশঙ্কা প্রকাশ করছেন খোদ ইন্দোনেশিয়া ফুটবল সংস্থার কর্মকর্তারাই। স্বত্ব কেড়ে নেওয়ায় আর্থিক ক্ষতির মুখেও পড়তে হবে দেশটিকে। এ অবস্থায় জরিমানা করা হলে সেটা হবে গোদের ওপর বিষফোঁড়ার মতো অবস্থা।

ইন্দোনেশিয়া বিশ্ব ফুটবলে খুব একটা ভালো অবস্থায় নেই। তার পরও দেশটিতে খেলাটি ব্যাপক জনপ্রিয়। গত বছর আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়ার মধ্যকার ম্যাচে সমর্থকরা মাঠে ঢুকে গেলে ১৩৩ জন নিহত হন। ঘটনা সম্পর্কে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ওটা ছিল ফুটবলের কালো দিন।’ দুর্ঘটনার পর জাকার্তা সফরে এসে ইন্দোনেশিয়া ফুটবল সংস্থার পাশে দাঁড়ান ফিফা সভাপতি। সফরে ইন্দোনেশিয়ানদের উদ্দেশে ইনফান্তিনো বলেন, ‘আমি আশ্বস্ত করতে চাই যে, ফিফা আপনাদের পাশে আছে। আপনাদের পাশেই থাকবে। নানা ইস্যুতে সরকারের সঙ্গে কাজ করবে।’ ভূরাজনৈতিক ইস্যুতে সেই ফিফাই এবার ইন্দোনেশিয়ানদের বিপক্ষে দাঁড়িয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দুর্ঘটনার কবলে ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী

প্রেমের জন্য দিনটি ভালো

নরসিংদীতে হিটস্ট্রোকে শিশুর মৃত্যু 

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

বৃষ্টিতে ভিজল সিলেট

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২৭ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১০

গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ

১১

নাটোরে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৭

১২

ছাত্র ইউনিয়নের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

১৩

ভোটদানের শর্তে কোরআন ছুঁয়ে টাকা নেওয়ার কল রেকর্ড ভাইরাল

১৪

‘বাংলাদেশের গণমাধ্যম ভয়াবহ সঙ্কটকাল পার করছে’

১৫

 ছেলের কিল-ঘুষিতে শিক্ষক পিতার মৃত্যু

১৬

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ১০ বছর আজ

১৭

‘ভয়াল ২৯ এপ্রিল, ১৯৯১ স্মরণ ও প্যারাবন নিধন প্রতিবাদ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

১৮

শাহ আমানতে ৯০ হাজার দিরহামসহ যাত্রী আটক

১৯

আবুধাবিতে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি, ৩০ মিনিটেই দুবাই

২০
*/ ?>
X