
ভারতের কাছে আড়াই দিনে দিল্লি টেস্ট হারের পর দেশে ফিরলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এ তথ্য নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম। গতকাল সোমবার সকালে অস্ট্রেলিয়ার গণমাধ্যম জানিয়েছে, পারিবারিক কারণে দেশে ফিরছেন কামিন্স।
আগামী ১ মার্চ ইন্দোরে শুরু হবে বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট। সফরের মাঝপথে ভারত ছাড়লেও দ্রুত আবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হওয়ার পর প্রথমবারের মতো ভারত সফর করছেন কামিন্স; কিন্তু সফরের শুরুটা ভালো হয়নি। নাগপুরে মাত্র আড়াই দিনে প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে হেরে যায় অস্ট্রেলিয়া। দিল্লি টেস্টও শেষ হয় মাত্র আড়াই দিনে। এবার ৬ উইকেটে হারে অজিরা। এই হারের জন্য দলের ব্যাটারদের দায়ী করেন প্যাট কামিন্স। অজি অধিনায়ক বলেছেন, ‘আমাদের আলোচনা করতে হবে। অনেকে সোজা ব্যাটে না খেলে আউট হয়েছে। আমরা উইকেট বিলিয়ে দিয়ে এসেছি। এমনটা করলে হবে না।’
এদিকে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, কামিন্স সময়মতো না ফিরলে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করবেন সহ-অধিনায়ক স্টিভেন স্মিথ। এর আগে কামিন্স না থাকায় দলকে নেতৃত্ব দেন স্মিথ। পরের টেস্টে ডানহাতি এই ফাস্ট বোলার খেলতে না পারলে বিকল্প পেসার তৈরি করে রাখা হয়েছে। তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে শতভাগ সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের। এ ছাড়া বিকল্প হতে পারেন স্কোয়াডে থাকা স্কট বোল্যান্ড ও ল্যান্স মরিস। আঙুল ভাঙার কারণে প্রথম দুই টেস্ট খেলতে না পারা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও সুস্থ হয়ে যাবেন পুরোপুরি।