ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ০১:২৮ পিএম
প্রিন্ট সংস্করণ

স্বাধীনতা পেয়েই বদলে গেলেন মিরাজরা

স্বাধীনতা পেয়েই বদলে গেলেন মিরাজরা

চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের একটি দৃশ্যই বলে দেবে সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত সংস্করণে কতটা স্বাধীনতা নিয়ে খেলছেন লিটন দাস, তাওহিদ হৃদয়রা। ম্যাচের চতুর্থ ওভারের কথা; ২৪ রান তুলতেই তিন উইকেট নেই। চাপের মুহূর্তে উইকেটে এসে প্রথম বলেই শট খেলার চেষ্টা করেন হৃদয়। বল ব্যাটের কানায় লেগে বেঁচে যান তরুণ এ ব্যাটার। পরের দুই বল চার ও ছক্কায় বাউন্ডারি পার করেন তিনি। ভয়ডরহীন যে মানসিকতা, সেটার বাস্তব রূপই যেন মিলেছিল হৃদয়ের ব্যাটিংয়ে। ম্যাচটি হারলেও ব্যাটারদের মাঝে ছিল ভয়ডরহীন মানসিকতা। টিম ম্যানেজমেন্ট থেকে পাওয়া স্বাধীনতা থেকেই নাকি এসেছে তা। গতকাল বিকেএসপিতে ডিপিএলের খেলা শেষে এমনটাই বলেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের পর আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। দুই সিরিজেই বাংলাদেশের দাপুটে ক্রিকেট দেখেছে ইংলিশ ও আইরিশরা। বিশেষ করে আইরিশদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে রান বন্যা বয়ে দিয়েছিলেন লিটন, রনি তালুকাদাররা। হঠাৎ এমন বদলে যাওয়ার রহস্য যে ‘স্বাধীনতা’। মিরাজ বলেছেন, ‘যখন ম্যানেজমেন্ট থেকে স্বাধীনতা দেওয়া হয়, তখন একটা খেলোয়াড়ের পারফর্ম করার জন্য ভালো হয়।’ মিরাজের চোখে এর বাস্তব উদাহরণ সতীর্থ নাজমুল হোসেন শান্ত। সময়ের সঙ্গে সঙ্গে শান্ত এখন ভক্তদের সবচেয়ে বড় আস্থাও। মিরাজ বলেছেন, ‘শান্ত খুব ভালো টাচে আছে। ও যেভাবে খেলছে, খুবই ভালো খেলছে এবং ওকে নিয়ে তো অনেক সমালোচনা হয়েছে। ও যেভাবে কামব্যাক করেছে এবং ওকে সবাই সাপোর্ট করেছে, এ জিনিসটা খুব ভালো লেগেছে। আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই ওকে সাপোর্ট করেছে। হয়তো সেজন্য ও ভালো ক্রিকেট খেলছে এবং তরুণ যে খেলোয়াড়রা আছে, ওরাও খুব ভালো ক্রিকেট খেলছে। ওরা স্বাধীনতা নিয়ে ক্রিকেট খেলছে।’

স্বাধীনতা পেয়েই এমন বদল বলে মনে করেন মিরাজ, ‘হ্যাঁ নিশ্চিতভাবে। কারণ, আপনি স্বাধীনতা না থাকলে কোনো কাজই ভালোভাবে করতে পারবেন না। কাজে যদি চাপ থাকে, তাহলে আপনি স্বাভাবিকভাবে করতে পারবেন না। সুতরাং আমি মনে করি, স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’ মিরাজদের মধ্যে এ স্বাধীনতার বিজ বপন করেছেন খোদ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মিরাজই জানালেন সে কথা, ‘কোচ যখন একজন খেলোয়াড়কে মোটিভেট করে। যখন বলে যে তুমি খারাপ খেললেও সমস্যা নেই, আমি তোমাকে ব্যাক করব এবং সাপোর্ট করব।

এটা অবশ্যই একটা খেলোয়াড়ের জন্য অনেক বড় সুবিধা। সুতরাং এগুলো একটা খেলোয়াড়ের মাথায় কাজ করে, এভাবেই কিন্তু স্বাধীনতাটা আসে।’ বাংলাদেশি ক্রিকেটারদের পাওয়ার হিটিং দক্ষতা নিয়েও অনেক কথা হয়েছে। মিরাজ মনে করেন, দক্ষতা সবারই ছিল, কিছু উন্নতিতেই এখন সেটাও পাওয়া যাচ্ছে, ‘সব সময় আমাদের বলা হতো আমরা বিগ হিটার না, নেতিবাচক কথা বলা হতো। কিন্তু আমাদের সামর্থ্য আছে, আমাদের প্রত্যেক খেলোয়াড়ের সামর্থ্য আছে। টেকটিক্যালি এবং মেন্টালি কিছু কিছু জায়গায় উন্নতি করায় আরও ভালো হয়েছে।’ মিরাজ এখানেও ব্যাখ্যাটা করেছেন স্বাধীনতাকে এগিয়ে রেখে, ‘একটা খেলোয়াড় যখন স্বাধীনতা নিয়ে খেলে, আসলে ভালো খেলার সুযোগ বেশি থাকে। ওইটাই আমরা চেষ্টা করছি যে স্বাধীনতা নিয়ে খেলার জন্য এবং বেশি কিছু চিন্তা না করা এবং দিনের পর দিন উন্নতি করতে। উন্নতির তো শেষ নেই, ব্যাটাররা উন্নতি করছে তাদের নির্দিষ্ট জায়গাগুলোতে। তাই দলও ফল পাচ্ছে।’ মিরাজের ভাষ্যমতে, স্বাধীনতাই বদলে দিয়েছেন তাদের। টি-টোয়েন্টিতে উন্নতি করতে এটাই তাদের বড় টোটকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ এসএসসি ৯৮ ফ্রেন্ডস ফাউন্ডেশন যাত্রা শুরু

চিকিৎসার জন্য আমেরিকায় গেলেন আমির খসরু 

উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়ে চীনা বন্দরে রুশ জাহাজ

বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় নিহতের ঘটনায় ব্যবস্থা : তাপস

বর্ণিল আয়োজনে রূপায়ণ সিটি উত্তরায় সামার ফেস্ট-২০২৪ অনুষ্ঠিত

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

বিসিএস পরীক্ষার্থীর আঁকুতি / ‘পরীক্ষা দিতে না পারলে আমি মরে যাব স্যার’

শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইউরোপজুড়ে চীন-রাশিয়া ও আরব রাষ্ট্রের ফাঁদ

বাংলাদেশের ধুলায় মাইক্রোপ্লাস্টিক, বেশি স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

১০

এবার মিল্টন সমাদ্দারের আরেক প্রতারণা ফাঁস!

১১

বগুড়া জার্নালিস্ট ফোরামের সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক হাবিব

১২

গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে : জাতিসংঘ

১৩

নিয়োগ পরীক্ষার আগেই প্রার্থী চূড়ান্তের অভিযোগ

১৪

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে : সংসদ সদস্য কল্পনা

১৫

৪৬তম বিসিএসে ‘ভয়াবহ’ প্রশ্ন আসছে

১৬

রাজশাহীগামী ট্রেনে আগুন,  আহত ১০

১৭

মুক্তিযোদ্ধা বাবার ঋণ পরিশোধে কিডনি বিক্রি করতে চান ছেলে

১৮

বিদ্যুৎ বিল বেশি আসায় টেকনিশিয়ানকে হত্যা

১৯

ঢাকায় অনুষ্ঠিত হলো অষ্ট-পরিষ্কার-সংঘদান সূত্রপাঠ ও জ্ঞাতিভোজন 

২০
*/ ?>
X