অস্কারে থাকবে না লালগালিচা

তারাবেলা ডেস্ক
অস্কারে থাকবে না লালগালিচা

অস্কার মানেই চোখ ধাঁধানো লালগালিচা। তবে এবার সেটিতে আসছে পরিবর্তন। ১৯৬১ সালে লালগালিচা প্রথা চালুর পর প্রথমবারের মতো একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ডলবি থিয়েটারে লাল কার্পেট থাকছে না। কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, লাল নয়, এবার সেখানে সাঁটানো হয়েছে শ্যাম্পেইন রঙের কার্পেট। ৯৫তম অস্কার এভাবেই সাজছে, যা দেখা যাবে আগামীকাল।

গত গত অস্কারে একটা বিপত্তি বাধিয়েছিলেন অভিনেতা উইল স্মিথ। স্ত্রীকে নিয়ে হাস্যরস করায় উপস্থাপক ক্রিস রককে চড় মেরে বসেছিলেন। লালগালিচা পরির্বতনে সেই ঘটনা নেপথ্যে আছে বলে মনে করেন অনেকে।

হোস্ট জিমি কিমেল যেমন বলছেন, ‘এমন সিদ্ধান্ত সাধুবাদ জানানোর মতো। আমরা বেশ আত্মবিশ্বাসী যে, আর কোনো রক্তপাত হবে না।’

২০২৩ সালের অস্কার আয়োজনের এই রং পরিবর্তনের বুদ্ধি দিয়েছেন ক্রিয়েটিভ পরামর্শদাতা লিসা লাভ ও রাউল অ্যাভিলা। তবে লিসার মতে অন্য কোনো ঘটনা নয়, সৌন্দর্য বৃদ্ধির জন্যই রঙের লাইট কমানো হয়েছে। আর এই শ্যাম্পেইন রংও প্রতিবার থাকবে এমন ঘোষণা আসেনি। আগামীতে এ রং না-ও থাকতে পারে।

এদিকে জানা যায়, এ বছর লস অ্যাঞ্জেলেসের ঝড়ো আবহাওয়ার কারণে শ্যাম্পেইন কার্পেটটিও ঢেকে রাখা হবে। যখন তারকাদের আগমনের সময় হবে তখনই সরে যাবে কাভার। এবারের অস্কার হোস্ট করবেন জিমি কিমেল। যিনি ২০১৭ ও ২০১৯ সালে একাডেমি পুরস্কার হোস্ট করেছিলেন।

আর অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যাবে একঝাঁক তারকাকে। তালিকায় নাম আছে দীপিকা পাড়ুকোন, এমিলি ব্লান্ট, রাইস আহমেদ, ডোয়াইন জনসন, সালমা হায়েক, নিকোল কিডম্যানসহ প্রায় ৩০ জন।

বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোরবেলা লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে পুরস্কার অনুষ্ঠিত হবে। পরিচালনা, অভিনয়, সংগীত, কস্টিউম, ডিজাইন, এডিটিং এবং মেকআপ-স্টাইলিংয়ের মতো ২৩টি বিভাগে অস্কার পুরস্কার দেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com