সিমাস হিনি আইরিশ কবি, নাট্যকার ও অনুবাদক। তার জন্ম ১৯৩৯ সালের ১৩ এপ্রিল আয়ারল্যান্ডে। তিনি ১৯৫৩ সালে যান বেলফাস্টে, কুইন্স ইউনিভার্সিটিতে ইংরেজি ভাষা ও সাহিত্য পড়তে। টেড হিউজেসের একটি কাব্যগ্রন্থ হাতে এলে ভাবলেন, তিনিও তো এমন কবিতা লিখতে পারেন। শুরু তখনই। কিন্তু টেক্সট বই ছেড়ে বোহেমিয়ান জীবনে প্রবেশ করে নয়। ১৯৬১ সালে বিশ্ববিদ্যালয়ের ‘অসাধারণ ছাত্র’ বিবেচিত হন। প্রথম শ্রেণির অনার্স ডিগ্রি নিয়ে পেশা হিসেবে বেছে নেন শিক্ষকতা। স্কুলেই লাতিন ও আইরিশ ভাষাচর্চা শুরু করেন। সিমাস হিনির প্রথম প্রধান কাব্যগ্রন্থ ডেথ অব আ ন্যাচারালিস্ট। তিনি ছয় বছর কুইন্স ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে সাহিত্য পড়াতে চলে যান হার্ভার্ডে। পাঁচ বছর মেয়াদি গৌরবজনক পদ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘প্রফেসর অব পোয়েট্রি’ হিসেবে ১৯৮৯-৯৪ অধিষ্ঠিত থাকেন। ‘গীতিময় সৌন্দর্য ও নৈতিক গভীরতাসম্পন্ন যে রচনা নিত্যকার দৈব এবং যাপিত অতীতকালকে উদযাপিত করে’ সেজন্য সিমাস হিনি নোবেল সাহিত্য পুরস্কার পান ১৯৯৫ সালে। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ডেথ অব আ ন্যাচারালিস্ট, ডোর ইনটু দ্য ডার্ক, উইন্টারিং আউট, স্টেশনস, নর্থ, ফিল্ড ওয়ার্ক, স্টেশন আয়ল্যান্ড, দ্য হ ল্যান্টার্ন, সিয়িং থিংগস, দ্য স্প্রিং লেভেল, ইলেকট্রিক লাইট, ডিস্ট্রিক্ট অ্যান্ড সার্কেল, হিউম্যান চেইন। গ্রিক নাট্যকার সফোক্লেস ফিলোকটেটস অবলম্বনে তার নাটক দ্য কিউর অ্যাট ট্রয় এবং অ্যান্টিগোন অবলম্বনে দ্য বেরিয়াল অ্যাট থেবস। প্রায় সত্তরটি পুস্তিকাও প্রকাশিত হয় তার। তিনি ২০১৩ সালের ৩০ আগস্ট ডাবলিনে মারা যান।
মন্তব্য করুন