জার্মান সাহিত্যিক, কবি, নাট্যকার, ভাস্কর এবং গ্রাফিক ডিজাইনার গুন্টার ভিলহেলম গ্রাস ছিলেন কাশুবিয়ান নৃ-গোষ্ঠীর। জন্ম ১৯২৭ সালের ১৬ অক্টোবর দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে মুক্ত শহর ডানজিগে (বর্তমান দানস্ক, পোল্যান্ড)। তিনি ১৯৫০-এর দশকে লেখালেখি শুরু করেন। গ্রাস তার প্রথম উপন্যাস দ্য টিন ড্রামের জন্য সারা পৃথিবীতে পরিচিতি পান, যা একটি ইউরোপীয় জাদু বাস্তবতার অন্যতম শ্রেষ্ঠ লেখনী। টিন ড্রামের জার্মান নাম ‘রেখস্ট্রোমেল’। প্রকাশের সঙ্গে সঙ্গে জার্মানিসহ ইউরোপে বইটির বিরুদ্ধে অশ্লীলতার অপবাদ ওঠে। টিন ড্রামের বিরুদ্ধে সমালোচনামুখর ছিলেন জার্মান ক্রিটিসিজমের গুরু বলে খ্যাত মার্সেল রাইখ রুনিস্কিই। তিনি প্রচার করেন বইটি হাফ পর্নো। কিন্তু এত সমালোচনার ভেতরেও বইটির প্রচারে বাধা তৈরি করতে পারেনি। এর জনপ্রিয়তা স্পর্শ করে সারা পৃথিবীর মানুষের হৃদয়। পাঠ্য হয় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে। দ্য টিন ড্রাম নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়, যা ১৯৭৯ সালে পাম ডি’অর এবং সেরা বিদেশি চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার অর্জন করে। গ্রাসের মোট উপন্যাস ১০টি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যাট অ্যান্ড মাউস, ডগ ইয়ারস, দ্য র্যাট, মাই সেনসরি। তার লেখা সবসময় বামপন্থি রাজনৈতিক লেখা হিসেবে ধরা হয়ে থাকে এবং তিনি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব জার্মানির একজন সক্রিয় সমর্থনকারী। ১৯৯৯ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। ২০১৫ সালের ১৩ এপ্রিল লুবেক শহরে ৮৭ বছর বয়সে ফুসফুসের সংক্রমণজনিত কারণে তিনি মারা যান।
মন্তব্য করুন