আবদুস সালাম একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা আন্দোলনের অন্যতম শহীদ। তিনি১৯২৫ সালের ২৭ নভেম্বর ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মুনশি আবদুল ফাজেল মিয়া, মাতা দৌলতেরনেছা। মুনশি আবদুল ফাজেল মিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেন এবং ইরাকের বসরায় কর্মরত ছিলেন। আবদুস সালামের শিক্ষাজীবন শুরু হয় কৃষ্ণরামপুর প্রাইমারি স্কুলে। প্রাথমিক শিক্ষা শেষে ভর্তি হন মাতুভূঁইয়া কলিমুল্লাহ মাইনর স্কুলে (বর্তমানে মাতুভূঁইয়া হাই স্কুল)। দশম শ্রেণিতে ওঠার পর আর্থিক অভাব-অনটনের কারণে লেখাপড়া বন্ধ হয়ে যায়। সংসারের দৈন্যদশা লাঘবের উদ্দেশ্যে কলকাতায় মেটিয়াবুরুজে তার জ্যাঠাতো বোনের স্বামী আবদুল কাদেরের আশ্রয়ে আসেন। আবদুল কাদের কলকাতা বন্দরে কাজ করতেন। সেখানে তিনি সালামকে একটি কাজ জুটিয়ে দেন। ভারত বিভাগের পরপরই সালাম ঢাকায় আসেন এবং আজিমপুরে (পলাশী ব্যারাক) বসবাস শুরু করেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সামনের রাস্তায় সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সেই বিক্ষোভে আবদুস সালামও যোগ দেন। ওইদিন আন্দোলনকারীদের ওপর পুলিশ বর্বরোচিতভাবে গুলিবর্ষণ করলে বরকত, জব্বার, রফিক, শফিউরসহ অনেকের সঙ্গে তিনিও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় দেড় মাস পর ৭ এপ্রিল হাসপাতালে তার মৃত্যু হয়।
মন্তব্য করুন