সৈয়দ আমির আলী ভারতীয় মুসলিম আইনজ্ঞ; যিনি কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি হয়েছিলেন। তিনি ছিলেন একাধারে আইনজ্ঞ, সমাজ সংস্কারক ও লেখক। ১৮৪৯ সালের ৬ এপ্রিল ওড়িশার কটকে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা ছিলেন সৈয়দ সা’দত আলী। সৈয়দ আমির আলী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৮৬৭ সালে স্নাতক ও ১৮৬৮ সালে ইতিহাসে সম্মানসহ এমএ ডিগ্রি লাভ করেন। ১৮৬৯ সালে এলএলবি ডিগ্রি নেন। এলএলবি সমাপ্ত হওয়ার পর ব্রিটেনে পড়াশোনার জন্য সরকারি বৃত্তিলাভ করেন। লন্ডনে তার প্রথমবার বসবাসের সময় তিনি আইন ব্যবসায় যোগ দেন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংস্কারমূলক কর্মকাণ্ডে গভীরভাবে জড়িয়ে পড়েন। তার কর্মকাণ্ড ছিল ভারতীয় মুসলমানদের নানা সমস্যা নিয়ে। সেইসঙ্গে ব্রিটিশ নারীদের সম্পত্তিতে অধিকার এবং নাগরিক অধিকার আদায়ের জন্য সদ্য শুরু হওয়া ভোটাধিকার আন্দোলনের পক্ষে প্রচার অভিযান চালানো। তিনি ইসলামের ইতিহাস নিয়ে কয়েকটি বিখ্যাত বই লিখেছেন। তার বইগুলোর মধ্যে অন্যতম হলো দ্য স্প্রিট অব ইসলাম। এ বইটিই পরে ব্রিটিশ রাজার সময় ভারতের আইনে মুসলিম আইন প্রবর্তন করার পেছনে ভূমিকা রেখেছিল। তিনি অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। উনিশ শতকের আশির দশকে ভারতীয় মুসলমানদের রাজনৈতিক জাগরণের উদ্যোক্তাদের অন্যতম একজন ছিলেন। সৈয়দ আমির আলী ১৯২৮ সালের ৩ আগস্ট ইংল্যান্ডে মারা যান।
মন্তব্য করুন