বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০২:৩৬ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৯:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

হৃদয়বিদারক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শিশুর ওপর শারীরিক, মানসিক, যৌন নির্যাতন ছাড়াও ধর্ষণ ও হত্যার মতো ঘটনা বাড়ছে। এবার মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই পৈশাচিক এবং হৃদয়বিদারক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রথমে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) রাখা হয়েছিল। এরপর অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। ধর্ষণের ঘটনায় শিশুটির দুলাভাই ও তার বাবাকে আটক করেছে পুলিশ।

খবরে প্রকাশ, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা হাসপাতালে আনা হয়। সেখান থেকে দুপুরেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শিশুটির বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায়। শিশুটি কয়েকদিন আগে তার বড় বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। অভিযুক্তের স্ত্রী জাহেরা বেগম বলেছেন, তিনি মাঠে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন একটি শিশু পড়ে আছে। তাড়াতাড়ি সবাইকে খবর দিয়ে তাকে জরুরি ভিত্তিতে মাগুরা হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। বিকেলে তার অবস্থা আরও সংকটাপন্ন হলে ঢাকায় প্রেরণ করা হয়। তিনি এ ঘটনার নিন্দা জানিয়েছেন ও ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন। তার স্বামী খুবই খারাপ প্রকৃতির একজন মানুষ। তিনি তার সঙ্গেও সব সময় দুর্ব্যবহার করেন। যে কোনো বিষয়ে প্রতিবাদ করলে তার ওপর নেমে আসে নানা ধরনের নির্যাতন। শিশু ধর্ষণের ঘটনায় শুক্রবার দুপুরে শহর ছিল উত্তাল। জুমার নামাজ শেষে শহরের পারনান্দুয়ালী, নিজনান্দুয়ালী চরপাড়া গ্রাম থেকে শত শত যুবক ধর্ষকের ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তারা অবিলম্বে হিটু ও তার ছেলে সজীবের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা খুলনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে। তারপর মিছিল নিয়ে জনতা সদর থানা ঘেরাও করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, ঘটনাটি কোনোভাবেই মেনে নিতে পারছে না তার পরিবারসহ মাগুরাবাসী। নিজনান্দুয়ালী মাঠপাড়া এলাকা পুরোপুরি থমথমে। মাঠপাড়ার মানুষের মুখে নেমে এসেছে বিস্ময়ের ছায়া। নারী-পুরুষ, তরুণ-তরুণী, কিশোর-কিশোরী, কিষান-কিষানি থেকে শুরু করে সব মানুষের একটাই দাবি—এ ঘটনার সঠিক বিচার হোক এবং জড়িতদের ফাঁসি হোক। পবিত্র রমজান মাসে যারা এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা অমানুষ। ২০২৪ সালে শারীরিক নির্যাতন, সহিংসতা, ধর্ষণ, অপহরণ ও নিখোঁজের পর খুনসহ বিভিন্ন কারণে ৪৮২ শিশু হত্যার শিকার হয়েছে। ২০২৩ সালের প্রথম ১০ মাসে এ সংখ্যা ছিল ৪২১ জন।

গত কয়েক দশকে বাংলাদেশ শিশু অধিকার রক্ষায় বেশকিছু পরিকল্পনা গ্রহণ করলেও তাদের পরিস্থিতি আশানুরূপ অগ্রগতি অর্জন করেনি। কেননা, অধিকাংশ ক্ষেত্রে এসব পদক্ষেপের বাস্তবায়ন ঘটেনি। ধর্ষণের ঘটনা কমানোর লক্ষ্য নিয়ে ২০২০ সালের ১৩ অক্টোবর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে গেজেট প্রকাশ করা হয়। তবে বাস্তবে এর প্রভাব দেখা যাচ্ছে না। পরিসংখ্যান বলছে, ধর্ষণ কমেনি, বরং বেড়েই চলছে। এর একটি কারণ হতে পারে বিচারকার্যে জটিলতা, দীর্ঘসূত্রতা এবং অধিকাংশ ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে না পারা। আমার মনে করি, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারলে ধর্ষণের মতো জঘন্য অপরাধ কমিয়ে আনা সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিবিহীন আর্জেন্টিনার ফিফা র‌্যাঙ্কিংয়ে অভিনব কীর্তি

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১০

আবারও বিশ্বকাপ ট্রফির সাথে মেসি

দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো

অনেক ভুল করেও রিয়াল ফাইনালে ওঠায় আনচেলত্তির স্বস্তি

মাকে নিয়ে পার্কে ঘুরলেন তারেক রহমান

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮

ইরান নিয়ে উত্তেজনা / মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম

১০

ঢাকায় ফেরা ‍শুরু

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭

১২

সাতসকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

১৩

দক্ষিণ চীন সাগরে নতুন তেলের খনি আবিষ্কার

১৪

লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু গুলিবিদ্ধ

১৫

মার্কিন-রুশ সম্পর্ক স্বাভাবিকীকরণে দ্বিতীয় বৈঠকের ভেন্যু নির্ধারণ

১৬

গাজায় নিহত আরও ৪২ ফিলিস্তিনি

১৭

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৮

০২ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১৯

০২ এপ্রিল : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২০
X