কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪০ এএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৬ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

দাবি নয়, পাওনা

দাবি নয়, পাওনা

সমাজের সব স্তরে এখন এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এর দায় পুরোপুরি সমাজের নয়, সময়ের। কেননা আমরা একটি অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা গত ৫ আগস্ট ভারতে পালিয়ে গেছেন। শেখ হাসিনার এ পলায়নপর রাজনীতির পরিপ্রেক্ষিতে আত্মগোপনে চলে গিয়েছিল দেশের পুলিশ বাহিনী। কোনো সরকারপ্রধানের পালিয়ে যাওয়ার পর সেই দেশের পুলিশ বাহিনীর আত্মগোপনে চলে যাওয়ার ঘটনা আধুনিক বিশ্বের রাজনীতির ইতিহাসে একটি বিরল ঘটনা। কারণ শেখ হাসিনা দেশটিকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করেছিলেন। ফলে তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে যাওয়া ছাড়া পুলিশের সামনে আর কোনো পথ খোলা ছিল না। পুলিশ আবার ফিরে এসেছে। তবে এখনো ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো খানিকটা ভারসাম্যহীন অবস্থায় রয়েছে। এজন্যই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) কড়া নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বা শান্তিশৃঙ্খলা বজায় রাখা মস্ত বড় ইস্যু। এটা আমাদের এখন এক নম্বর বিবেচ্য বিষয়। এখানে যেন আমরা বিফল না হই। কারণ এটাতেই আমাদের সব অর্জন। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন মুহাম্মদ ইউনূস। এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ডিসি সম্মেলন-২০২৫-এর উদ্বোধন করেন ড. ইউনূস। এরপর দুপুর ১২টা থেকে টানা ৪৫ মিনিট প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন ডিসি ও বিভাগীয় কমিশনাররা। এ সময় সরকারপ্রধানের সামনে মাঠ প্রশাসনের সুবিধা-অসুবিধা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন ডিসিরা। মাঠ প্রশাসনে কাজ করতে গিয়ে নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া প্রসঙ্গে প্রধান উপদেষ্টাকে নিজেদের অবস্থান জানান তারা। প্রধান উপদেষ্টা তাদের সবার বক্তব্যই মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের নানা পরামর্শ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডিসিদের উদ্দেশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা এখন থেকে যেসব কর্মসূচি গ্রহণ করব, সেখানে সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও দেশের সব মানুষকে সুরক্ষা প্রদান করা। নারী ও শিশু এবং সংখ্যালঘুসহ সব নাগরিকের সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। কে কোন মতবাদে বা রাজনৈতিক চেতনায় বিশ্বাসী সেটা বিবেচ্য নয়। কারণ সরকার দেশের সব মানুষের সরকার। তাই তাকে সুরক্ষা দেওয়া আমার কাজ।’ সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে মাঠপর্যায়ের প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া মস্ত বড় দায়িত্ব। এই ইস্যুতে সারা দুনিয়া নজর রাখছে আমাদের ওপর। একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়ায় চাউর হয়ে যায়। আমি সংখ্যালঘু সম্প্রদায়কে বলেছি, আপনারা সংখ্যালঘু হিসেবে কোনো কিছু দাবি করবেন না, দেশের নাগরিক হিসেবে দাবি করবেন। কারণ দেশের নাগরিক হিসেবে সংবিধান আপনাকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার রাষ্ট্রের কাছে আপনার প্রাপ্য। এটা দাবি নয়, আপনার পাওনা।’

প্রধান উপদেষ্টার মতো আমরাও মনে করি, প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা বিধান রাষ্ট্রের দায়িত্ব। যে কোনো মূল্যে এটা নিশ্চিত করা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমসটেক সম্মেলন / পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক, সমঝোতা স্মারক স্বাক্ষর

ট্রেবল স্বপ্নে বিভোর বার্সা, কোপা ফাইনালে রিয়াল চ্যালেঞ্জ

রাজনীতি থেকে অবসর নিচ্ছেন মোদি, শিবসেনার দাবি

ঋণের টাকা পরিশোধ কেন্দ্র করে প্রবাসীর পরিবারে ওপর হামলা

দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ

মোটরসাইকেল-মাহিন্দ্রার সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের

ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের ঈদ উদযাপন, অতিথি ছিলেন যারা

মার্কিন শুল্কারোপের পরবর্তী পদক্ষেপ কী হবে, জানালেন প্রেস সচিব

প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলের দুই আরোহীর

জাতিসংঘের ক্লিনিকে বোমা হামলা

১০

ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

১১

থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

১২

গোপন বৈঠক থেকে শ্রমিকলীগ-ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক

১৩

‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস 

১৪

আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১৫

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে

১৬

০৩ এপ্রিল : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৭

০৩ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১৮

বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক বসাল যুক্তরাষ্ট্র

১৯

যুদ্ধ প্রস্তুতি? ভারত মহাসাগরে ৬ মার্কিন বোমারু বিমান

২০
X