শহীদুল্লা কায়সার শহীদ বুদ্ধিজীবী, প্রখ্যাত সাংবাদিক ও লেখক। তিনি ১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৪২ সালে প্রবেশিকা শেষ করার পর ভর্তি হন ‘প্রেসিডেন্সি কলেজে’। অর্থনীতি পড়েন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ‘রিপন কলেজে’ পড়েন আইন বিষয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে এমএ ভর্তি হলেও তা শেষ করতে পারেননি। শহীদুল্লা কায়সার ১৯৫৬ ‘সাপ্তাহিক ইত্তেফাক’ পত্রিকায় যোগদান করেন। ১৯৫৮ সালে ‘দৈনিক সংবাদ’-এর সম্পাদকীয় বিভাগে যোগ দেন। ১৯৫৮ সালের ১৪ অক্টোবর জননিরাপত্তা আইনে গ্রেপ্তার করার পর তাকে ১৯৬২ সাল পর্যন্ত আটক রাখা হয়। ‘সাপ্তাহিক ইত্তেফাক’ পত্রিকা থেকে সাংবাদিক জীবনের হাতেখড়ি হলেও তার সাংবাদিক জীবনের সমস্ত কৃতিত্ব ও পরিচিতি ‘দৈনিক সংবাদ’-কে ঘিরে আবর্তিত। শহীদুল্লা কায়সার সমসাময়িক রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে তিনি একাধিকবার কারাবরণ করেন। পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি। সারেং বৌ, সংশপ্তকসহ বেশকিছু কালজয়ী উপন্যাসের রচয়িতা তিনি। বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আলবদর বাহিনীর কজন সদস্য তাকে বাসা ২৯ বি কে গাঙ্গুলী লেন থেকে ধরে নিয়ে যায়। তারপর আর ফেরেননি তিনি।