জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানী ছিলেন মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি। তিনি ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। ওসমানী ১৯৪০ সালে ব্রিটিশ রাজকীয় বাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেন। দেশ ভাগের পর ১৯৪৭ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হন। ১৯৬৭ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। সত্তরের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হলে ওসমানী বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত হন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জেনারেল পদে উন্নীত হন। ১৯৭২ সালে সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণ করেন। এরপর তিনি বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে একদলীয় সরকার ব্যবস্থার বিরোধিতা করে তিনি যুগপৎ সংসদ সদস্য পদ এবং আওয়ামী লীগের সদস্য পদ ত্যাগ করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাক আহমদ তাকে রাষ্ট্রপতির প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা নিয়োগ করেন। কিন্তু ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতার হত্যাকাণ্ডের পর তিনি পদত্যাগ করেন। আজীবন অকৃতদার ওসমানী ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।