আসন্ন মাহে রমজান কেন্দ্র করে দফায় দফায় অস্বাভাবিক হারে টিকিটের দাম বাড়ছে। দুই মাস ধরে ওমরাহযাত্রী ও বিদেশগামী কর্মীদের বাড়তি দামে টিকিট কেনার অভিযোগ উঠেছে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা মাহে রমজানে ওমরাহ পালনের প্রস্তুতি নিয়ে থাকেন, এ সুযোগকে কেন্দ্র করেই কিছু অসাধু এয়ারলাইন্স ভুয়া যাত্রী দেখিয়ে টিকিট সংকট সৃষ্টি করে সিন্ডিকেট গড়ে তুলেছে। যার ফলে ওমরাহযাত্রী ও বিদেশগামী কর্মীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। টিকিটের বাড়তি টাকা জোগাতে হিমশিমে পড়ে যাচ্ছেন যাত্রীরা। এ নিয়ে কিছুদিন আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের গন্ডগোল করতে দেখা যায়।
জানা যায়, বিদেশি এয়ারলাইন্সগুলোর নাম ছাড়া বুকিং দিয়ে ওমরাহ টিকিট বিক্রির সেলস পলিসির দরুন সিন্ডিকেট চক্র ওমরাহ টিকিটের দাম দফায় দফায় বাড়ানোর সুযোগ পাচ্ছে। সিন্ডিকেটের কবলে বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্সে ওমরাহ টিকিট পাওয়া যাচ্ছে না। বিমানের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সিন্ডিকেট চক্র ওমরাহ টিকিট ব্লক করে রাখার অভিযোগ উঠছে। ওমরাহ টিকিটের জন্য হাহাকার অবস্থা বিরাজ করছে। এক মাস ধরনা দিয়ে বিমানের মতিঝিল অফিস থেকে একটি ওমরাহ টিকিট কিনতে সক্ষম হননি একাধিক হজ এজেন্সির মালিক। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিস্টেমে টিকিট বিক্রির ঘোষণা দিলেও ওমরাহ এজেন্সিগুলো মাসের পর মাস ঘুরেও কোনো টিকিট পাচ্ছে না। আবার বেশি টাকা দিলে চিহ্নিত এজেন্সি থেকে বিমানের টিকিট মিলছে।
এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং ভুক্তভোগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করার পরও যেন কেউ দেখার নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক বিদেশি এয়ারলাইন্সগুলোর টিকিটের ভাড়া নিয়ন্ত্রণের কোনো কার্যকরী পদক্ষেপ না থাকায় দফায় দফায় ওমরাহ টিকিটের দাম বাড়ানো হচ্ছে। টিকিটের এমন আকাশচুম্বী দাম স্বাভাবিক পর্যায়ে এনে ওমরাহযাত্রী ও বিদেশগমনেচ্ছু কর্মীদের ভোগান্তি কমিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ রইল।
আলতাফ হোসেন হৃদয় খান
পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড, চট্টগ্রাম