খায়রুল আনোয়ার
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০২:৩৮ এএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০২:২২ পিএম
প্রিন্ট সংস্করণ

নতুন চেহারায় রাজনীতি

নতুন চেহারায় রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র নেতৃত্বের উদ্যোগে রাজনৈতিক দলের আসন্ন আত্মপ্রকাশ, জুলাই ঘোষণাপত্র, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘিরে বিতর্ক, বিএনপির সঙ্গে তার দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীর বাহাস—এসব কিছু নিয়ে নতুন বছরে নতুন চেহারায় দেশের রাজনীতি। শুধু বিএনপি-জামায়াত বাহাস নয়, ‘কিংস পার্টি’ নিয়ে বিতর্ক চলছে বিএনপি ও জাতীয় নাগরিক কমিটির মধ্যে। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের আকস্মিক সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এদিকে বেগম জিয়া সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চিকিৎসার জন্য ৭ জানুয়ারি রাতে লন্ডন গেলেন। সাত বছর পর বিমানবন্দরেই দেখা হয়েছে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। চিকিৎসার উদ্দেশ্যে হলেও বেগম জিয়ার সঙ্গে তারেকের সাক্ষাতের বিষয়টি ছাত্র-জনতার সফল অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি এবং আগামী নির্বাচন ইত্যাদি প্রেক্ষাপটে দলের জন্য অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধ এবং গুমের মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দেয় কি না, তা যেমন দেখার বিষয়, তেমনি তার দল আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কী দাঁড়ায়; তা নিয়েও রয়েছে অনেক প্রশ্ন।

তবে রাজনৈতিক দল ও অংশীজনসহ বিভিন্ন মহলের নজর এখন মূলত তিনটি বিষয়ের ওপর কেন্দ্রীভূত হয়ে আছে। সংবিধান সংস্কার ও নির্বাচন সংস্কার কমিশনসহ পাঁচটি কমিশন ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদনে কী সুপারিশমালা জমা দেয় এবং তা কতটা গ্রহণযোগ্য ও আশু বাস্তবায়নযোগ্য হবে, তা দেখার অপেক্ষায় আছে সংশ্লিষ্ট সবপক্ষ। জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকার কীভাবে অগ্রসর হচ্ছে, ঘোষণাপত্রের মূল উদ্যোক্তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আকাঙ্ক্ষা ও অভিপ্রায় এতে কতখানি প্রতিফলিত হবে এবং রাজনৈতিক দল ও অংশীজনের মতামতের সমন্বয় এতে কীভাবে ঘটানো হবে, সেটি একটি বড় প্রসঙ্গ। বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দ ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে ঘোষণাপত্র ঘোষণার সময়সীমা বেঁধে দিয়েছে। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ৫ জানুয়ারি সাংবাদিকদের জানিয়েছেন, ‘ঘোষণাপত্র নির্ধারিত সময়ে চূড়ান্ত নাও হতে পারে।’ তবে সবকিছু ছাপিয়ে বর্তমান সময়ে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল গঠনের ঘোষণা।

আগামী মাসে রাজধানীতে সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণা দিয়ে রেখেছে জাতীয় নাগরিক কমিটি। পত্রিকান্তরের খবর থেকে জানা যায়, ২৪ দফার ইশতেহার (মেনিফেস্টো) নিয়ে তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। ইশতেহারে রাজনৈতিক-অর্থনীতি ও সাংস্কৃতিকভাবে দেশকে কীভাবে গড়ে তোলা হবে, তার উল্লেখ থাকবে। আরও থাকবে নতুন রাষ্ট্রবিনির্মাণের পথরেখা। দলের মূল আদর্শ হবে জাতীয় ঐক্য। দলে এক ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বের বদলে বহুব্যক্তির নেতৃত্বকে ‘প্রমোট’ করা হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন, এমন তরুণরাই দলের নেতৃত্বে আসবেন (সমকাল, ৬ জানুয়ারি)। তবে দলের নাম কী হবে, নেতা কে হবেন, তা এখনো ঠিক হয়নি।

তরুণদের আত্মপ্রকাশের অপেক্ষায় থাকা রাজনৈতিক দলকে ‘কিংস পার্টি’ আখ্যা দিচ্ছে বিএনপি। আর এ নিয়ে বাহাস চলছে নতুন দলের উদ্যোক্তা সংগঠন জাতীয় নাগরিক কমিটির সঙ্গে। বিএনপি নেতাদের অভিযোগ, রাষ্ট্রীয় মদদে নাগরিক কমিটি রাজনৈতিক দলে পরিণত হতে যাচ্ছে। বিএনপি নেতারা তরুণদের দল গঠনকে সন্দেহের চোখে দেখছেন। তারা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের কেউ কেউ এই দল গঠনে সমর্থন জোগাচ্ছেন। আগামী নির্বাচনে তরুণদের দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সরকার নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে বলেও বিএনপি অভিযোগ করছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সম্প্রতি বলেছেন, বিএনপি ভাঙার জন্য অন্তর্বর্তী সরকারের ভেতরে প্রচেষ্টা কাজ করছে কি না, তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে। নাগরিক কমিটির নেতারা এই বক্তব্যের জবাবে বিএনপিকে ‘সফল কিংস পার্টি’ হিসেবে উল্লেখ করছেন। তাদের বক্তব্য হচ্ছে, ‘ক্ষমতায় থেকে বিএনপি গঠন করা হয়েছে।’ কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সম্প্রতি বলেছেন, ‘বাংলাদেশের সবচেয়ে সফল কিংস পার্টি হচ্ছে বিএনপি। সবচেয়ে নিপীড়িত দলেরও একটি বিএনপি।’ শুধু বিএনপি নয়, সমমনা আরও কয়েকটি দল বামদলের নেতাদের কেউ কেউ জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে প্রায় অভিন্ন মনোভাব প্রকাশ করেছেন। তাদের বক্তব্য হচ্ছে, সরকারের অংশ হয়ে রাজনৈতিক দল গঠন অন্তর্বর্তী সরকারকে সমালোচনার মুখে পড়ার সুযোগ করে দেবে। তারা উপদেষ্টা পরিষদে তিনজন ছাত্র প্রতিনিধির দিকে ইঙ্গিত করে বলছেন যে, এতে করে স্বার্থের সংঘাত তৈরি হবে।

তবে সরকারের নেপথ্য আনুকূল্যে অথবা ‘কিংস পার্টির’ তকমা না নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতৃত্ব রাজনৈতিক দল গঠন করলে হয়তো অনেকেই তাদের স্বাগত জানাবে। ফ্যাসিবাদী শাসনের অবসানকল্পে রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আন্দোলন এবং ছাত্র-গণঅভ্যুত্থানের সফল পরিণতির পর রাজনীতির গুণগত পরিবর্তনের আকাঙ্ক্ষা এখন তীব্র হয়ে উঠেছে। স্বাধীনতার ৫৩ বছর পরেও গণতান্ত্রিক ধারাবাহিকতা আজও প্রতিষ্ঠিত হয়নি। একদলীয় শাসন, সামরিক শাসন, সেনা সমর্থিত সরকারের শাসনের মধ্যে দুই দশক বা তার চেয়ে কিছু বেশি সময় ধরে দেশ গণতন্ত্রের অভিমুখে যাত্রা শুরু করে। তবে এ যাত্রা অব্যাহত থাকেনি। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি; মানবাধিকার, সুশাসন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা দূরে থাক বরং দেশে কায়েম হয় ফ্যাসিবাদী শাসন। নির্বাচনের নামে তিনটি কলঙ্কিত নির্বাচন অনুষ্ঠান, গুম-খুন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, ব্যাংক সেক্টরে লুটপাট, পুলিশ বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করা, প্রশাসনকে দলীয় প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। যার মাশুল এখন দেশের মানুষকে দিতে হচ্ছে। অন্তর্বর্তী সরকারকেও এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অগ্রসর হতে হচ্ছে। এসব বিষয় সামনে এনে নাগরিক কমিটির নেতারা রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলছেন। তারা আগামীতে ফ্যাসিবাদ আর কখনোই যাতে ফিরে আসার সুযোগ না পায়, তার জন্য রাজনীতিতে ‘নতুন বন্দোবস্তের’ ঘোষণা দিচ্ছেন। তবে রাজনৈতিক দল গঠনের মাধ্যমে নাগরিক কমিটি ক্ষমতার অংশীদার হতে চায় নাকি তাদের ‘রাজনৈতিক বন্দোবস্ত’ বাস্তবায়নে ‘প্রেশার গ্রুপ’ হবে, তা হয়তো আরও কিছুদিন পর স্পষ্ট হবে। তবে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কিছু কিছু বক্তব্য রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল ভালোভাবে নিচ্ছে না। ‘মুজিববাদী সংবিধানের কবর রচনা করা হবে’, ‘বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলা হবে’—এ ধরনের বক্তব্য যথেষ্ট সমালোচনার জন্ম দিয়েছে। তাদের ‘সংস্কার ও বিচারের আগে কোনোভাবেই নির্বাচন দেওয়া যাবে না’—এ বক্তব্যও রাজনৈতিক দলগুলো সন্দেহের চোখে দেখছে। বিভিন্ন রাজনৈতিক দল মনে করছে, নতুন দল গঠন করে নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতির সময় নেওয়ার জন্য নির্বাচনের আগে সংস্কার ও বিচারের কথা বলা হচ্ছে।

বিএনপি ও নতুন দল গঠনের উদ্যোক্তাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে যেমন ‘বাহাস’ চলছে, তেমনি জামায়াতের সঙ্গেও বিএনপির কথার ঠোকাঠুকি শুরু হয়েছে। কখনো কখনো তা রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা বিএনপির প্রতি ইঙ্গিত করে বলছেন, ‘আওয়ামী লীগের জায়গায় এখন কারা টার্মিনাল, ঘাট দখল করছে? কারা চাঁদাবাজি করছে?’ এর জবাবে বিএনপি ‘রগকাটার রাজনীতি’ এবং একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াতের বিরোধিতার স্মরণ করিয়ে দেয়। এ ছাড়া দুই দল পরস্পরকে ‘মোনাফেক’ হিসেবেও উল্লেখ করে বক্তব্য দিয়েছে। একসময়ের জোটসঙ্গী বিএনপি ও জামায়াতের দূরত্ব আগামী দিন আরও বাড়বে বলে মনে হয়।

লন্ডনে যাওয়ার আগে বেগম জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ৪৩ মিনিটের সাক্ষাৎ, লন্ডনে তারেক রহমানের সঙ্গে বিএনপির চেয়ারপারসনের সাক্ষাৎ—রাজনীতিতে নানা আলোচনা এবং গুঞ্জনের জন্ম দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে কী থাকছে এবং সংস্কার কমিশনের সুপারিশমালায় কী সন্নিবেশিত হচ্ছে, এই মুহূর্তে তা নিয়েও চলছে জোর আলোচনা।

সবকিছু মিলে নতুন চেহারার রাজনীতি কোন পথে যাচ্ছে, কণ্টকিত পথ অতিক্রম করে সংস্কার কীভাবে গন্তব্যে পৌঁছাবে—এসব প্রশ্নই এখন রাজনীতিকে ঘিরে আছে।

লেখক: সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে রেকর্ড ৪৩ হাজার ২৩৬ বাংলাদেশির আশ্রয় আবেদন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়ন ঘোষণা দিলেও দৃশ্যমান উন্নয়ন হয়নি

লাশ দাফনের কথা বলে টাকা হাতিয়ে নিতেন মিল্টন সমাদ্দার

‘শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়’

সীমান্তে ভয়ংকর ট্যাংক নিয়ে ভারতীয় সেনাদের মাসব্যাপী মহড়া

‘২০ হাজার টাকায় শিশু বিক্রি করতেন মিল্টন সমাদ্দার’ 

রমজানে কখন চিয়া সিড খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন?

আজ কায়রোয় আরব সম্মেলন, হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা

ঢাকায় আজ বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর সেই সমাজসেবা কর্মকর্তা বরখাস্ত

১১

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা 

১২

ঢাকায় কেমন থাকবে আজকের আবহাওয়া

১৩

০৪ মার্চ : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

যুবলীগ নেতা কুদ্রত আলী গ্রেপ্তার

১৫

০৪ মার্চ : আজকের নামাজের সময়সূচি

১৬

কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

১৭

রমজান ঘিরে তৃণমূলে পাঁচ নির্দেশনা বিএনপির

১৮

সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২, গুলিবিদ্ধ ৪

১৯

বৈষম্যবিরোধী নেতা নাহিদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

২০
X