বিমানবিহারী মজুমদার বিংশ শতকের প্রথমার্ধে একাধারে ইতিহাস ও অর্থনীতির পণ্ডিত, অন্যদিকে বৈষ্ণব সাহিত্যের অন্যতম লেখক ও কবি। বিমানবিহারী মজুমদার ১৯০০ সালের ৭ জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের নদিয়া জেলার কুমারখালীতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অধিকার করেন এবং পরে অর্থনীতিতেও এমএ পাস করেন। পাটনার বিএন কলেজে ইতিহাস ও অর্থনীতির অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন। চৈতন্যচরিতের উপাদান গবেষণা-গ্রন্থ বাংলায় রচনা করে ১৯৩৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার বাংলায় রচিত গবেষণা-গ্রন্থ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম এই সম্মান লাভ করে। কর্মজীবনে বিমানবিহারী ইতিহাস ও অর্থনীতিতে পাণ্ডিত্য এবং প্রতিষ্ঠা অর্জন করলেও বৈষ্ণব সাহিত্যের ওপর মূল্যবান গ্রন্থ রচনা করেন। কালক্রমে বৈষ্ণব সমাজে শীর্ষস্থানীয় শ্রদ্ধেয় ব্যক্তির স্থান অর্জন করেন এবং ‘ভাগবতরত্ন’ উপাধিতে ভূষিত হন। বিমানবিহারী বৈষ্ণব সাহিত্য ছাড়া অন্যান্য বিষয়ের ওপরও গ্রন্থ রচনা করেছেন। তার রচনাবলির মধ্যে ‘চৈতন্যচরিতের উপাদান, চণ্ডীদাসের পদাবলী, ষোড়শ শতাব্দীর পদাবলী সাহিত্য, পাঁচশত বৎসরের পদাবলী, জ্ঞানদাস ও তাঁহার পদাবলী, রবীন্দ্রসাহিত্যে পদাবলীর স্থান, গোবিন্দদাসের পদাবলী ও তাঁহার যুগ, ভারতের শাসন পদ্ধতি’ উল্লেখযোগ্য। তিনি ১৯৬৯ সালের ১৮ নভেম্বর মারা যান।