বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
মোস্তফা কামাল
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

প্যারালাল রাজনীতিতে সতর্ক বিএনপি

প্যারালাল রাজনীতিতে সতর্ক বিএনপি

সংস্কারে বেশি সময় নিলে সামনে গোলমাল পাকতে পারে—এটি বিএনপির ধারণা নয়, বিশ্বাস। তাই বিএনপির চাওয়া, যত দ্রুত সম্ভব মিনিমাম সংস্কার সেরে নির্বাচন। আর সংস্কারের পরিপূর্ণতা দেবে নির্বাচিত সরকার। এগারো দিন যুক্তরাজ্য সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে বিষয়টি আরও পরিষ্কার করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, বিএনপি মোটেই সংস্কারবিরোধী নয়, অন্তর্বর্তী সরকারকেও সময় দিতে চায়। তাহলে আর সমস্যা কোথায়?

সমস্যা অন্যখানে। দেশে যেন আরেকটি ওয়ান ইলেভেন আনার চেষ্টা করা না হয়, মাইনাসের চিন্তা করা না হয়। বিএনপিকে না জানিয়ে কিছু করার অপচেষ্টার বিরুদ্ধেও হুঁশিয়ারি দেওয়া হয়। তার ওপর বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের কয়েকজনকে ইঙ্গিত করে বাপের আগে ছেলেকে না হাঁটার সতর্কতাও দেওয়া হয়। এ ছাড়া সুনির্দিষ্ট আরও কিছু তথ্য ও আলামত দৃষ্টেই ছিল বিএনপির এ ওয়ার্নিংগুলো। এর পূর্বাপর সংস্কার বনাম নির্বাচন নিয়ে ছাত্রনেতাদের পক্ষ থেকে বিএনপি মহাসচিবকে লক্ষ্য করে ‘আপনি কী বলতে চান পরিষ্কার করে বলুন’ মন্তব্যও ছোড়া হয়। এর মাঝেই গণমাধ্যমে আসে তথ্য উপদেষ্টা নাহিদের ‘অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো’ মর্মে দেওয়া মন্তব্য।

তার এমন বক্তব্যকে রাজনীতিবিরোধী উল্লেখ করে বিরক্তি প্রকাশ করে লন্ডন থেকেই তীব্র প্রতিক্রিয়া দেন মির্জা ফখরুল। নাহিদের বক্তব্যে সরকার বা তার নিজের কোনো অবস্থান জানান না দিয়ে পদক্ষেপ নেওয়া হয় আইসিটি মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা-পিআরও জসিম উদ্দীনের ওপর। তথ্য উপদেষ্টার বক্তব্য ভুলভাবে গণমাধ্যমে পাঠানোর অভিযোগে আইসিটি মন্ত্রণালয়ের পিআরও জসিম উদ্দীনকে প্রত্যাহার করে পিআইডি। এর আগপর্যন্ত বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের তারকা নেতা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য নিয়ে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল অনেকটা হতভম্ভ হয়ে যায়। তার বরাতে গণমাধ্যমে বুধবারের খবর ছিল, নাহিদ বলেছেন—রাজনৈতিক দলগুলো চাইছে না অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার হোক। তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। সেদিন সচিবালয়ে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্ন্যান্স প্রতিনিধিদল তার সঙ্গে দেখা করেছে। এ সময় চিলির সাবেক সামাজিক উন্নয়নমন্ত্রী জর্জিও জ্যাকসন সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

এখন পিআরও প্রত্যাহারের মধ্য দিয়ে আপাতত এ জটিলতা ও বিভ্রান্তির একটা অবসান হলেও ফয়সালা কিন্তু হয়নি। এরও আগে, একটি টকশোতে নিজের কান্না থামাতে না পেরে সমন্বয়ক হান্নান বলেছেন, ছাত্ররা যেন আর কোনোদিন আন্দোলনে না নামে। এরও আগে ‘রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে’ বলে ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এর মাঝে আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভাজনের খবরও চাউর হয়েছে। এ তথ্যের সঙ্গে দ্বিমত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেছেন, তাদের মধ্যে কোনো বিভাজন বা বিরোধ নেই। এ নিয়ে তারা বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে অভ্যন্তরীণ মিটিংও করেছেন। পরে আবদুল হান্নান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোনো বিভাজন নেই। সরকারের ভালো কাজের পাশে থাকবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে সরকারের পাশে থেকে ভুল সিদ্ধান্তের সমালোচনা করা হবে বলেও জানান তিনি। ১২ ডিসেম্বর তার সর্বশেষ বক্তব্য হচ্ছে, নতুন বাংলাদেশ গঠনে তারা ড. ইউনূসের হাতকে শক্তিশালী করবেন। ড. ইউনূস তাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, সে স্বপ্ন তারা নিজেরাও দেখবেন। যেখানে চাঁদাবাজি-সন্ত্রাস থাকবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। পীরের আসনে বসানো নেতাদের ভুলও ধরিয়ে দেবেন যাতে তারা ভবিষ্যতে ভুল করার সাহস না পান। দিনটিতে নিজ এলাকা হাতিয়ায় এক অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর কঠোর সমালোচনা করে মাসউদ বলেন, ‘মোহাম্মদ আলীর আমলে কাউকে বিএনপির কর্মসূচিতে যেতে দেওয়া হতো না। সে সময় কেউ ফেসবুকে পোস্ট দিলে বাধার সৃষ্টি করা হতো। বিএনপির প্রোগ্রামে যেতে চাইলে হাঁটু ভেঙে দেওয়ার কথা বলা হতো। অনুষ্ঠানে আবদুল হান্নান মাসউদের বাবা আবদুল মালেক, চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ রিটনের বাবা আবুল কালামও ছিলেন।

সমন্বয়কদের মধ্যে সারজিস, নাহিদ, আসিফসহ প্রায় সবাই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ছিলেন। তারা একটি দল করবেন বলে গুঞ্জন কয়েক মাস ধরেই। হাল কানাঘুষা হচ্ছে, ভাষার মাস ফেব্রুয়ারিতে হতে পারে দল ঘোষণার কাজটি। এ নিয়েও তথ্য কচলানির ধুম। একাংশের তথ্য, আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের। আরেকাংশের ভিন্ন কথা। ডান-বাম কোনো দিকে না ঝুঁকে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখবে এই রাজনৈতিক দল। কাজ করবে ‘প্রেশার গ্রুপ’ হিসেবে। হাসনাত আবদুল্লাহ, আরিফ সোহেল, আবদুল হান্নান মাসউদ ও উমামা ফাতিমাকে নিয়ে চার সদস্যের একটি উইং তাদের রয়েছেই। নির্বাচনে বেশ কিছু এলাকায় গ্রহণযোগ্য জাতীয় ব্যক্তিত্বদের প্রার্থী হিসেবে দাঁড় করানোর একটি মিশন রয়েছে তাদের। এ দেশে বহু বছর ধরে প্রচলিত বিভাজনের রাজনীতি এবং পাল্টাপাল্টি বয়ানের বাইরে যেতে সক্ষমদের বাছাইয়ের কাজ অনেকদূর এগিয়েও গেছে। মূলত এজেন্ডাভিত্তিক রাজনীতি এবং বেকারত্ব, অর্থনৈতিক উন্নয়ন ও জাতীয় ঐক্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে চান তারা। এত তথ্যের মধ্যে আসল তথ্য ধোঁয়াশাচ্ছন্ন।

এই ধোঁয়াশার মাঝেই আরেক আলোচনা জুলাই-আগস্ট বিপ্লবে জীবনবাজি রাখা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে। অদূরভবিষ্যতে তারা কার জন্য আশীর্বাদ হবে, কার জন্য হবে অভিশাপ—প্রশ্ন ও আলোচনাটি বিশেষ বিশেষ জায়গায়। রাজনীতিকরা মুখে মুখে রাজনীতির বহুমত বহুস্বরের গুরুত্ব-আবশ্যকতা স্বীকার করলেও, ভেতরে ভেতরে তা অনেকের কাম্য নয়। তবে রাজনৈতিক পালাবদলে বিশেষ করে ওয়ান ইলেভেন স্টাইলে এবার এখন পর্যন্ত কিংস পার্টির উৎপাত নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে কি না, তা নিয়ে দিন কয়েক নানা গুঞ্জনের পর শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মের অগ্রভাগে থাকা সমন্বয়কদের কেউ বলছেন, রাজনৈতিক দল গঠনের বিষয়ে তারা এখনো সিদ্ধান্ত নেননি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন ‘পরিস্থিতি অনুযায়ী’। এর বিপরীতে কেউ বলছেন, আপাতত ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ’ ও একটা ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ জন্য কাজ করছেন তারা। আবার এও বলেছেন, দল গঠন হোক, না হোক; বৈষম্যবিরোধী ছাত্ররা সরকার বা ক্ষমতার স্টিয়ারিংয়েই আছেন। তারা কিংস হয়েই আছেন। জোর করে তাদের কিংস পার্টি হওয়া এখনই জরুরি নয়। বিএনপিসহ কয়েকটি দলের কাছে তথ্য আছে, মিষ্টি মিষ্টি কথায় কিংস পার্টি বিস্তারের কাজ চলছে। একটা জগদ্দল পাথর সরাতে গিয়ে মানুষের যূথবদ্ধতার হিডেন পলিটিকস নিয়েও নানা কথা হচ্ছে।

বিএনপির আধা পছন্দ, আধা অপছন্দের ব্যক্তি বিশিষ্ট লেখক ও গবেষক ফরহাদ মজহারের বক্তব্যও কারও কারও কাছে গোলমেলে। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সংকট কাটবে না বলে অভিমত তার। তিনি পরিষ্কার করে বলেছেন, নির্বাচন দিলে লুটপাটকারীরাই ক্ষমতায় আসবে। সেনা সমর্থিত ও উপদেষ্টানির্ভর অন্তর্বর্তী সরকার চান না জানিয়ে সংবিধানের অধীনে পূর্ণ ক্ষমতাসম্পন্ন অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি করেন তিনি। গণঅভ্যুত্থানের প্রতিনিধিরা প্রশাসন ঢেলে সাজাবে, পরে গণপরিষদের মাধ্যমে নির্বাচন দিতে হবে। সেই পর্যন্ত বিএনপিকে নির্বাচনের জন্য অপেক্ষা করার আহ্বানও জানিয়েছেন তিনি। খালেদা জিয়া আপস না করায় গণঅভ্যুত্থানের যাত্রা সৃষ্টি হয়েছে উল্লেখ করে খালেদা জিয়াকে সম্মান দেওয়ার তাগিদ দিয়েছেন ফরহাদ মজহার।

বিএনপিসহ আরও কিছু দল এ ধরনের কথার মাঝে বেশ ফের দেখছে। তারা এর নেপথ্য আঁচ করছে ভিন্নভাবে। এ ধরনের কথার মানে তাদের কাছে অন্যরকম। বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে কয়েকজন সমন্বয়ক যে ভাষায় কথা বলেছেন, একে চরম অসৌজন্যমূলক ও শিষ্টাচার বর্জিত বলে কড়া ভাষায় মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এই ছাত্রদের বয়স-অভিজ্ঞতার পাশাপাশি কীসের দ্বিতীয় স্বাধীনতা—এ প্রশ্নও ছোড়া হয়েছে। এর মধ্যবর্তী একটি গ্রুপ সরকারকে মতাদর্শিক সাপোর্ট দিচ্ছে। ঠিক বিরাজনীতিকরণ নয়, প্যারালাল রাজনীতি প্রতিষ্ঠিত করতে চায় তারা। জাতীয় নির্বাচনের আগে কখনো স্থানীয় সরকার নির্বাচন, কখনো আবার হঠাৎ ছাত্র সংসদ নির্বাচন দাবি করার পেছনে বিএনপির সন্দেহ জাগাই স্বাভাবিক। এর জেরেই বিএনপির ঠান্ডা মেজাজের মহাসচিব চড়া ভাষায় বলেছেন, আবারও চক্রান্ত করে বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করলে দেশের মানুষ মেনে নেবে না। মোটকথা বিএনপির মেসেজ পরিষ্কার। সদা সতর্কতার বার্তাও পরিষ্কার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বক্ষণিক মনিটরের পাশাপাশি তার সোর্সও অ্যাকটিভ।

লেখক: সাংবাদিক-কলামিস্ট; ডেপুটি হেড অব নিউজ, বাংলাভিশন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা ও মারধরের অভিযোগে মামলা

রাণীশংকৈলে সহকারী অ্যাটর্নি জেনারেল মুকুলকে গণসংবর্ধনা

দুর্ঘটনায় নিহত বৈষম্যবিরোধী আন্দোলনের সহ-মুখপাত্র

প্রধান উপদেষ্টার প্রতিনিধিকে মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে

সভাপতিকে মারধর করায় ছাত্রদল নেতা বহিষ্কার

কাল বিটিভিতে রশীদ সাগরের উপস্থাপনায় ‘প্রিয় শিল্পীর প্রিয় গান’

দুর্ঘটনা প্রতিরোধে স্পিড গান ব্যবহার করছে হাইওয়ে পুলিশ

ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী নিয়ে জামায়াতের বিবৃতি

আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকি : যুবদল নেতা আমিন

১০

ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আবারো রাজপথে নামতে হবে : বকুল 

১১

ফুচকা খেয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩

১২

বিএনপি নেতা খুনে গ্রেপ্তার ৪, পুলিশের সংবাদ সম্মেলন 

১৩

মসজিদের সাইনবোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা’ স্লোগান

১৪

চট্টগ্রামে বিএনপি নেতাদের ঈদ পালনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি

১৫

মামলা নেন না ওসি, বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন কৃষক

১৬

অবসরের পর কী করবেন, জানালেন প্রেস সচিব শফিকুল আলম

১৭

উৎপাদন খরচ উঠছে না পোলট্রি খামারিদের : বিপিএ

১৮

‘স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করেছিল’

১৯

ধানক্ষেতে পানি দেওয়া নিয়ে কোন্দল, কৃষককে পিটিয়ে হত্যা

২০
X