আমরা এখন টেকসই উন্নয়নের কথা বেশ গুরুত্ব দিয়েই বলি। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আজ থেকে প্রায় ৪৫ বছর আগেই জিয়াউর রহমান টেকসই, পরিবেশবান্ধব, উন্নয়নদর্শন বাস্তবায়ন করেছিলেন। জিয়াউর রহমান স্বল্প সময় রাষ্ট্র পরিচালনা করেছিলেন। কিন্তু ওই সময়ে তিনি দেশের মাটি, পানি, পরিবেশকে অক্ষত রেখে অর্থনীতি, উন্নয়ন ও নাগরিক জীবন একসুতোয় গেঁথেছিলেন। ওই সময়ে বিভিন্ন দেশেই সামরিক বাহিনীর লোকজন ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তাদের মধ্যে খুব বেশি শাসক জনপ্রিয় হতে পারেননি। রাষ্ট্র পরিচালনায় জিয়াউর রহমান অনেক দক্ষ ও জনপ্রিয় রাজনৈতিক নেতাদেরও ছাপিয়ে গেছেন। এক বিশৃঙ্খল পরিস্থিতিতে দেশের শাসনভার গ্রহণ করে সার্বিকভাবে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন সর্বত্র। জিয়াউর রহমান বিশ্বাস করতেন, ‘The Beauty of Diversity’ মতবাদে। তাইতো বাকশালে বিলীন হওয়া আওয়ামী লীগ তার শাসনামলেই আবার নিজ নামে রাজনীতির নতুন সুযোগ পায়। অনেকের মতে, এটা ছিল আওয়ামী লীগের রাজনীতির দ্বিতীয় জন্ম। জিয়াউর রহমান ধারণ করতেন গণতন্ত্রের মর্মবাণী। একজন অকুতোভয় মেজর (স্বাধীনতাকালীন সময়), যিনি হঠাৎ করেই পাদপ্রদীপের আলোয় চলে এসেছিলেন কালুরঘাটের সেই বেতারকেন্দ্রের ‘I, major Zia...’ ঘোষণার মাধ্যমে এক দিশেহারা জাতির কাণ্ডারিরূপে, তিনি যে রাজনীতি, দেশ পরিচালনায় এতটা দক্ষ হয়ে উঠবেন, তা হয়তো তার অনেক শুভাকাঙ্ক্ষীও ভাবতে পারেননি। গবেষক মহিউদ্দিন আহমেদ তার ‘বিএনপির সময় অসময়’ বইয়ে লিখেছেন, ‘বিএনপির জন্ম স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় হয়নি। এই অঞ্চলের দলগুলো সাধারণত রাজপথে, আলোচনার টেবিলে ক্ষমতার মঞ্চের বাইরে থেকে তৈরি হয়েছে। বিএনপি সেদিক থেকে ব্যতিক্রম। ক্ষমতার শীর্ষে থাকা এক অরাজনৈতিক ব্যক্তি মনে করলেন তিনি রাজনীতি করবেন এবং দল গঠন করলেন।’ কালচক্রে সে দলটিই বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দল। জিয়াউর রহমান তার বহুত্ববাদী রাজনৈতিক দর্শনের চরম উৎকর্ষতার বিকাশ পর্যায়ে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ তত্ত্বের অবতারণা করেন এবং এ তত্ত্ব প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অনেককে আকৃষ্ট করেছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আলী আহসান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ বিভিন্ন সময় জিয়াউর রহমানের সঙ্গে কাজ করেছেন। দেশের প্রধান বাম দল সিপিবি খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছে। ড. ইউনূসকে ক্ষুদ্র ঋণ কর্মসূচি শুরু করতে সহায়তা করেছিলেন জিয়া। আইসিডিডিআর,বি প্রতিষ্ঠিত হয় সে সময়।
জিয়াউর রহমানের আমলে ব্যক্তি মালিকানাধীন পুঁজির পরিবর্তে বেসরকারি প্রাতিষ্ঠানিক খাতের বিকাশ ঘটে। ব্র্যাক, প্রশিকাসহ বিভিন্ন প্রতিষ্ঠান বড় পরিসরে কাজ শুরু করে। মজার বিষয় হচ্ছে, যারা জিয়াউর রহমানের সঙ্গে বিভিন্নভাবে কাজ করেছেন, বিভিন্ন কর্মসূচিতে ছিলেন, পরবর্তী সময়ে সবাই জিয়াউর রহমানকে এড়িয়ে চলার চেষ্টা করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদে মূল আলেখ্য ছিল অনেকটা তার পছন্দের সে গানের মতো—‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ অর্থাৎ ‘দেশ ও দেশের মানুষ’ ছিল জিয়ার রাজনীতির মূল উপাদান। তার রাজনৈতিক প্রজ্ঞা ও আদর্শের পরিচয় একটা বক্তৃতার মাধ্যমে তিনি তুলে ধরেছিলেন। ১৯৭৬-এর ১৩ মার্চ রামপুরা টেলিভিশন ভবনে বেতার ও তথ্য বিভাগের পদস্থ অফিসারদের এক সভায় জেনারেল জিয়াউর রহমান বলেছিলেন, ‘আমরা সকলে বাংলাদেশি। আমরা প্রথমে বাংলাদেশি এবং শেষেও বাংলাদেশি। এই মাটি আমাদের, এই মাটি থেকে আমাদের অনুপ্রেরণা আহরণ করতে হবে। জাতিকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। ঐক্য, শৃঙ্খলা, দেশপ্রেম, নিষ্ঠা ও কঠোর মেহনতের মাধ্যমেই তা সম্ভব।’ (দৈনিক বাংলা, ১৪ মার্চ, ১৯৭৬)
সাম্যের প্রতীক জিয়া মূলত তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে দেশকে মুক্ত করার সংগ্রামে নেমেছিলেন। দৈনিক ইত্তেফাকে, ৪ নভেম্বর ১৯৭৯ সালে মালয়েশিয়ার দৈনিক ‘বিজনেস টাইমে’ প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে বলা হয়—‘অতীতে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত করেছিল যে মহামারি সমস্যাগুলো, রাষ্ট্রপতি জিয়া কার্যত সেগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।’
দক্ষিণ এশীয় আঞ্চলিক স্বাধিকারের প্রতীক সার্কের স্বপ্নদ্রষ্টা জিয়াউর রহমানের সময়কালেই ‘আল কুদস’ কমিটিতে বাংলাদেশকে স্থান দেওয়া হয়। ১৯৮১ সালের ইরাক-ইরান যুদ্ধের মধ্যস্থতাকারী কমিটির সদস্য করা হয় বাংলাদেশকে। এ ধরনের তৎপরতার ফলে মুসলিম বিশ্বের সঙ্গে ক্ষয়িষ্ণু সম্পর্ক আবার নতুন দিগন্তে ধাবিত হয়। যার ফলে বৃদ্ধি পায় শ্রমবাজার, দেশের রেমিট্যান্সে আসে নতুন মাত্রা। জিয়াউর রহমান সরকার সমাজতান্ত্রিক মেরূকরণকৃত একমুখী নীতি কৌশল থেকে সরে এসে অর্থনীতি, শিল্পনীতিতে গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক নীতিপদ্ধতির মাঝামাঝি একটা মধ্যপন্থি ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরি করে। এ সময় গুরুত্বপূর্ণ প্রায় সব নাগরিক সেবাকে সরকারি খাতে রেখেই বেসরকারি শিল্প বিকাশের পথে হাঁটা হয়।
দ্রুত দেশের আর্থসামাজিক উন্নয়নের জিয়াউর রহমান জনপ্রিয় করেছেন তিনটি উৎপাদনমুখী অর্থনৈতিক ধারা। এক. কৃষির সবুজ বিপ্লব; দুই. গণশিক্ষা ও গণসাক্ষরতা অভিযান; তিন. শিল্প উৎপাদন। এ সময় সম্পূর্ণ নতুন ধরনের দুটি শ্রমবাজার তৈরি হয় বাংলাদেশে। এক. তৈরি পোশাক শিল্পের অভ্যন্তরীণ শ্রমবাজার; দুই. মধ্যপ্রাচ্যকেন্দ্রিক প্রবাসী শ্রমবাজার।
আজন্ম স্মার্ট ধ্যানধারণার পৃষ্ঠপোষক জিয়াউর রহমান মনোযোগী ছিলেন এ দেশের শিল্প, সংস্কৃতির বিকাশে। নতুন কুঁড়ির আসরসহ অন্যান্য কিছু পদক্ষেপ শিশুদের মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে কাজ করে। প্রখ্যাত চিত্রপরিচালক কাজী হায়াৎ এক স্মৃতিচারণে বলেন, ‘রাষ্ট্রপতি থাকা অবস্থায় এক আলোচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাকে ভারতীয় সিরিয়ালের আদলে টিভি নাটক নির্মাণ করতে বলেন। ওই সময়ে বসে, এ ধরনের আধুনিক চিন্তাধারা ধারণ করেন একজন মানুষ, যা ছিল আমার ধারণার অতীত।’
সর্বোপরি, বাংলাদেশের ইতিহাসের বরপুত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তার পাঁচ বছরের অল্প সময়ের শাসনকালে নানা, ঘাত, প্রতিঘাত, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছিল, তথাপি ‘দেশটাকে গড়বই’ এ অটল মনোভাব তাকে একজন দৃঢ়চেতা, স্বপ্নদ্রষ্টা হিসেবে আবির্ভূত করেছিল।
লেখক: সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক;
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ