দেবব্রত বিশ্বাস গায়ক। ১৯১১ সালের ২০ আগস্ট কিশোরগঞ্জে তার জন্ম। ছেলেবেলায় তিনি মায়ের কাছে প্রধানত ভক্তিমূলক রবীন্দ্রসংগীত শেখেন। পরে পড়াশোনার জন্য কলকাতায় গেলে হিমাংশু দত্ত, অনাদিকুমার দস্তিদার, পঙ্কজ মল্লিক এবং ধীরেন্দ্রনাথ দত্তের মতো প্রখ্যাত গায়ক ও সুরকারের কাছে আনুষ্ঠানিকভাবে সংগীত শিক্ষার সুযোগ পান। গম্ভীর ও উদাত্ত কণ্ঠের অধিকারী ব্যতিক্রমী গায়কীর অধিকারী ছিলেন তিনি। এভাবে বহু অপরিচিত রবীন্দ্রসংগীত তার কণ্ঠে জনপ্রিয় হয়ে ওঠে। দেবব্রত বিশ্বাস ১৯৩০-এর দশকের প্রথমদিকে কনক বিশ্বাসের সঙ্গে দ্বৈতকণ্ঠে দুটি দেশাত্মবোধক রবীন্দ্রসংগীতের গ্রামোফোন রেকর্ড প্রকাশ করেন। ১৯৩৫ সালে স্বয়ং কবির নির্দেশনায় তিনি দুটি নজরুলগীতি রেকর্ড করেন। পরে হিজ মাস্টার্স ভয়েস-এর জন্য রবীন্দ্রসংগীতের বেশকটি ডিস্ক প্রকাশ করেন। প্রচলিত রীতি অগ্রাহ্য করে দেবব্রত বিশ্বাস গাইতেন নিজস্ব ভঙ্গিতে। তার আত্মজীবনী ব্রাত্যজনের রুদ্ধ সংগীত গ্রন্থে দেখা যায়, তিনি দেশি-বিদেশি বাদ্যযন্ত্র ব্যবহার করতেন বলে রক্ষণশীল সংগীতশিল্পীরা তার কঠোর সমালোচনা করেন। ফলে বিশ্বভারতীর সংগীত পর্ষদ থেকে তার রেকর্ড অনুমোদন বন্ধ হয়ে যায়। এর প্রতিবাদে তিনি রবীন্দ্রসংগীত রেকর্ড করা থেকে বিরত থাকেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে দেবব্রত বিশ্বাস শরণার্থীদের নানাভাবে সহায়তা করেন। এমনকি মুক্তিযুদ্ধবিষয়ক তার গানের রয়্যালটির পুরো অর্থ তিনি বঙ্গবন্ধুর হাতে তুলে দেন। তিনি ১৯৮০ সালের ১৮ আগস্ট মারা যান।