কমরেড জ্যোতি বসু ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি কমিউনিস্ট জননেতা। ১৯৭৭ থেকে ২০০০ সাল পর্যন্ত একটানা ২৩ বছর তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনিই ছিলেন ভারতের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী। তার বাবার নাম নিশিকান্ত বসু ও মা হেমলতা বসু। তাদের পরিবারের আদি নিবাস ছিল তৎকালীন ঢাকা জেলার সোনারগাঁয়ে। তিনি ছিলেন ভারতের সিপিআই (এম) দলের প্রতিষ্ঠাতাদের একজন এবং প্রথম পলিট ব্যুরোর সদস্য। ১৯৬৪-২০০৮ সাল পর্যন্ত তিনি ছিলেন সিপিআই (এম) দলের পলিট ব্যুরো সদস্য। ১৯৯৬ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তার নাম বিবেচিত হলেও তিনি পার্টির সিদ্ধান্তে সে পদ প্রত্যাখ্যান করেন। দীর্ঘদিন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের পর শারীরিক অসুস্থতার কারণে বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব অর্পণ করে অবসর নেন। জ্যোতি বসুর জন্ম ১৯১৪ সালের ৮ জুলাই, কলকাতায়। ১৯৬২ সালে সিপিএমে যোগদান করেন। ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। জীবনে একবারই ১৯৭২ সালে বরানগর কেন্দ্রে তিনি পরাস্ত হন। ১৯৭৭ সালে প্রথম বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবদান কৃতজ্ঞচিত্রে স্মরণ করা হয়। গঙ্গার পানি বণ্টন চুক্তিতে তার প্রচেষ্টা অনস্বীকার্য। রাজনীতিতে তার বিশাল ব্যক্তিত্ব ও দূরদর্শিতার কাছে বাম ঘরানার কেউ এখনো পৌঁছাতেই পারেননি। জ্যোতি বসু ২০১০ সালের ১৭ জানুয়ারি দীর্ঘ রোগভোগের পর কলকাতায় মারা যান।