মাওলানা মিজানুর রহমান
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

শাওয়াল মাসের ফজিলত ও আমল

শাওয়াল মাসের ফজিলত ও আমল

শাওয়াল মাসের প্রথম তারিখে পালিত হয় পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর দয়াময় প্রতিপালকের কাছে প্রতিদান লাভের আশায় মুসলমানরা ঈদুল ফিতরের নামাজ আদায় করে। ধনী-গরিব, বাদশাহ-ফকির একই কাতারে দাঁড়ায়। ঈদুল ফিতরের দিনে সদকাতুল ফিতর আদায় করা ও ঈদের সালাত আদায় করা ওয়াজিব। এ মাসে নফল রোজা পালন করা অন্যান্য আমল যেমন, দান-সদকা করা, অসহায় ও দুর্বলদের সাহায্য করা, অভুক্তকে খাদ্য দান করা, অসুস্থ মানুষের সেবা করা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এক কথায় এই মাস নফল ইবাদত-বন্দেগির জন্য খুবই উপযোগী।

শাওয়াল শব্দের তাৎপর্য: হিজরি বারো মাসের নামগুলোর মতো ‘শাওয়াল’ শব্দটিও আরবি। এর অর্থ হলো উঁচু করা, উন্নত করা, পূর্ণতা লাভ করা, বিজয়ী হওয়া ইত্যাদি। কারণ, এ মাসের নেক আমলের মাধ্যমে মানুষের উন্নতি হয়, অপূর্ণ মানুষ আল্লাহর কাছে পূর্ণতা লাভ করে; ফলে আল্লাহর কাছে মকবুল হয়। কেউ কেউ বলেন, শাওয়াল শব্দটি ‘শাওল’ মূলধাতু থেকে নির্গত। এর অর্থ বাইরে গমন করা। এ মাসে আরববাসী ঘরবাড়ি ত্যাগ করে বাইরে ভ্রমণ করত। তাই এর শাওয়াল নামকরণ করা হয়ে থাকে। এক মাস রোজা পালন করার পর আল্লাহর বান্দারা পুনরায় শাওয়াল মাসে ছয়টি রোজা পালন করে। এ মাসের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গেই ঈদুল ফিতরের আনন্দ শুরু হয়। বছরের মধ্যে যে পাঁচটি রাতে দোয়া কবুল হয়, তন্মধ্যে ঈদুল ফিতর অন্যতম। অন্য চারটি হলো— জুমার রাত, ঈদুল আজহার রাত, রজব মাসের প্রথম রাত, শাবানের চৌদ্দ তারিখ দিবাগত রাত। (সুনানে বায়হাকি: ৩/৩১৯)।

শাওয়ালের ছয়টি রোজা সুন্নত: এ মাসে ছয়টি রোজা রাখা সুন্নত এবং অতীব বরকতপূর্ণ আমল। এ রোজাগুলো লাগাতার অথবা ভেঙে ভেঙে আদায় করা যায়। হজরত আবু আইয়ুব আনসারি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখল অতঃপর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল, সে যেন বছরজুড়ে রোজা রাখল। (মুসলিম: ২৮১৫; তিরমিজি: ৭৫৯)। আল্লাহতায়ালা প্রতিটি নেকির বিনিময়ে দশগুণ দান করেন। আল্লাহ বলেন, ‘কেউ সৎকাজ করলে সে তার দশগুণ পাবে এবং কেউ অসৎকাজ করলে তাকে শুধু তারই প্রতিফল দেওয়া হবে। আর তাদের প্রতি জুলুম করা হবে না।’ (সুরা আনআম: ১৬০)। সুতরাং রমজানের ফরজ রোজার সঙ্গে শাওয়ালের ছয় রোজা মিলে হয় ৩০+৬=৩৬। আর প্রতিদান হিসাব করলে ৩৬ গুণ ১০=৩৬০। অর্থাৎ, বছরের প্রতিদিন রোজার সাওয়াব দেওয়া হবে। বাকি পাঁচ দিন রোজা রাখা নিষিদ্ধ। হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখে অতঃপর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখে, সে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো পাপমুক্ত হয়ে যায়। (আল মুজামুল আওসাত: ৮/২৭৫, ৮৬২২)।

শাওয়ালের ছয় রোজা রাখার নিয়ম: রাসুল (সা.) শাওয়ালের ছয়টি রোজা পালন করতেন এবং সাহাবাদের আমলের নির্দেশ দিতেন। সফরের কারণে মুসাফিরকে রমজান মাসের রোজা ছাড় দেওয়া হয়েছে, অনুরূপভাবে ঋতুবর্তী স্ত্রী লোকদের বেলায়ও ওই দিনসমূহের রোজা ছাড় দেওয়ার অনুমতি ছিল। যেমন, হজরত আয়েশা (রা.) বলেন, আমার ওপর রমজানের যে কাজা রোজা বাকি থাকত, তা পরবর্তী শাবান মাস ব্যতীত আমি আদায় করতে পারতাম না। (বোখারি: ১৯৫০; মুসলিম: ১১৪৬)। সুতরাং বোঝা গেল ভাংতি রোজাগুলো পরবর্তী রোজা আসার পূর্বে যে কোনো সময় রাখা যাবে। তাই শাওয়ালের ছয়টি রোজা কাজা রোজা আদায়ের আগেও রাখা যাবে। তবে সম্ভব হলে ফরজ রোজার কাজা আগে আদায় করা উত্তম।

শাওয়াল মাসের ঐতিহাসিক ঘটনা: এ মাসে অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল। তৃতীয় হিজরির ৭ শাওয়াল (২৩ মার্চ ৬২৫ খ্রি.) ঐতিহাসিক উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই মাসে হজরত লুত (আ.)-এর জাতি ধ্বংস হয়েছিল, হজরত আদ (আ.)-এর জাতি বায়ুতে ধ্বংস হয়েছিল, হজরত সালিহ (আ.)-এর জাতির ওপর আসমানি শাস্তি অবতীর্ণ হয়েছিল। আর আখেরি জামানার পয়গাম্বর হজরত মুহাম্মদ (সা.)-এর উম্মতের মধ্যে যারা রমজানের রোজা পালন করেন তারা সবাই আল্লাহর মেহমান হয়ে যান। শাওয়ালের প্রথম দিন সবাইকে আল্লাহতায়ালা মেহমানদারি করেন। ফলে ওইদিন রোজা রাখা নিষিদ্ধ।

শাওয়াল মাস বিয়ের জন্য উত্তম: এ মাসে প্রিয় নবী (সা.)-এর সঙ্গে আম্মাজান হজরত আয়েশা (রা.)-এর বিয়ে হয়েছিল। আর তিনি নবীজির ঘরেও আগমন করেছিলেন এই মাসে। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) আমাকে বিয়ে করেছেন শাওয়াল মাসে, শাওয়াল মাসেই আমাদের বাসর হয়। আর হজরত আয়েশা তার (সম্পর্কীয়) মেয়েদের বাসর হওয়া পছন্দ করতেন শাওয়াল মাসে। ইসলাম-পূর্ব যুগে কোনো কোনো লোকের ধারণা ছিল শাওয়াল মাসে বিয়ে অশুভ ও অকল্যাণকর। উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.) এ ধারণাকে খণ্ডন করে বলেন, রাসুল (সা.) আমাকে শাওয়াল মাসেই বিয়ে করেছেন, শাওয়াল মাসেই বিয়ে-রজনী উদযাপন করেছেন। অথচ তার অনুগ্রহ লাভে আমার চেয়ে সৌভাগ্যবতী স্ত্রী আর কে আছে? (মুসলিম: ১৪২৩)। হজরত খাদিজা (রা.)-এর ইন্তেকালের দুই বছর পর শাওয়াল মাসে নবীজি (সা.) হজরত সাওদা বিনতে জামআ (রা.)-এর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন।

আল্লাহতায়ালা আমাদের শাওয়ালের ছয় রোজা ও অন্যান্য সব ফজিলত অর্জনের তওফিক দান করুন।

লেখক: ইমাম ও খতিব

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরের তলে অদ্ভুত এক কাঠামো, অবাক বিজ্ঞানীরা

জুলাই গণঅভ্যুত্থান উজ্জীবিত আশার প্রতীক : রাষ্ট্রদূত মুশফিক

আমেরিকানদের বোকা বানাচ্ছেন জাকারবার্গ, মেটার সাবেক কর্মীর অভিযোগ

৪০০ জন নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী

নারীকে নিয়ে ভারতের হোটেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অতঃপর...

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পাগলা মসজিদের সিন্দুক খুলে ২৮ বস্তা টাকা, চলছে গণনা

জানা গেল পাগলা মসজিদের অ্যাকাউন্টে কত টাকা আছে

চারুকলায় শোভাযাত্রার ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন

নাইটক্লাবের ছাদ ধস, আরও মরদেহ উদ্ধার

১০

আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

১১

‘মার্চ ফর গাজা’ আজ, প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান

১২

গাজার মানুষ না খেয়ে আছে, চিকিৎসা পাচ্ছে না: ডব্লিউএইচও

১৩

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

১৪

‘বর্বরতা’ / গাজায় বেছে বেছে নারী ও শিশুর ওপর হামলা: জাতিসংঘ

১৫

১২ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

টিভিতে আজকের খেলা

১৭

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

১৮

সিলেটে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পেটাল ছাত্রলীগ

১৯

উপজেলা বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

২০
X