মো. মাজহারুল পারভেজ, নরসিংদী
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ০৮:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

অবশেষে গ্রেপ্তার দেখানো হলো সেই আরিফকে

অবশেষে গ্রেপ্তার দেখানো হলো সেই আরিফকে

নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ খানকে গুলির ঘটনায় মামলার প্রধান আসামি আরিফ সরকারকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান। পুলিশ বলছে, গত মঙ্গলবার পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে আরিফ ও তার সহযোগী ফরহাদকে আটক করা হয়। যদিও আরিফের পরিবারের দাবি ছিল, ঘটনার দিন ২৫ ফেব্রুয়ারি রাতে ঢাকায় বোনের বাসা থেকে আটক করে আরিফকে। ফরহাদকেও ২৮ ফেব্রুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার পাইসকা মহল্লার তার বোনের বাড়ি থেকে ডিবি পরিচয়ে নিয়ে যাওয়া হয়।

মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যমতে চেয়ারম্যানকে করা গুলির দুটি খোসাসহ ৬ রাউন্ড গুলি এবং দুটি রিভলভার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মতিঝিল গোয়েন্দা শাখার এসআই খান মো. মনিরুজ্জামান বাদী হয়ে গত মঙ্গলবার মতিঝিল থানায় অস্ত্র আইনে ফরহাদকে ১ নম্বর ও আরিফকে ২ নম্বর আসামি করে মামলা করেছেন।

গরুর হাট নিয়ে দ্বন্দ্বে চেয়ারম্যান হারুন অর রশীদ খানকে হত্যার চেষ্টা করা হয় জানিয়ে ডিবির কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফরহাদ ও আরিফ গুলি চালানো তিনজনের নাম-ঠিকানা ডিবিকে বলেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শিবপুরের পুটিয়া বাজারের গরুর হাটের আড়াই কোটি টাকার ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে গুলি করা হয়।

এদিকে এর আগে আরিফ ও ফরহাদকে গ্রেপ্তারের সুস্পষ্ট তথ্য কালবেলার হাতে থাকলেও পুলিশ কোনোভাবেই তাদের গ্রেপ্তারের কথা স্বীকার করেনি। গ্রেপ্তার আরিফের ভাই মাসুদ জানিয়েছিলেন, গুলি করার দিন ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় তার বোনের বাসা থেকে আটক করে আরিফকে। অন্যদিকে ফরহাদের ভাই লিটন সরকার জানান, গত ২৮ ফেব্রুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার পাইসকা মহল্লার তার বোন শাহীনুরের বাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায় ফরহাদকে। এরপর তারা আর ফরহাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি।

তাদের গত মঙ্গলবার গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার চিফ মেট্রোপলিট্রন ম্যাজিস্ট্রেট ঢাকার আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পার্থ্ব জানান, তিনি আদালতকে অবহিত করেন পুলিশ আরিফকে গত ২৫ ফেব্রুয়ারি ও ফরহাদকে ২৮ ফেব্রুয়ারি আটক করে। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তার কথার বিরোধিতা করে তিনি আদালতকে বলেন, আসামিদের মঙ্গলবারই গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে আহত উপজেলা পরিষদ চেয়ারম্যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ প্রতিবেদককে জানান, পুটিয়া গরুর হাট ইজারা নিয়ে তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। তিনি কখনো এ বাজার ইজারার সঙ্গে সম্পৃক্তও ছিলেন না।

গত ২৫ ফেব্রুয়ারি সন্ত্রাসীরা সকাল সোয়া ৬টার দিকে শিবপুর পৌর এলাকার বাজার সড়কসংলগ্ন হারুন অর রশীদ খানের বাসায় ঢুকে তাকে গুলি করে আহত করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওইদিন দুপুরেই তার পিঠে (মেরুদণ্ডসংলগ্ন) বিদ্ধ হওয়া দুটি গুলি অপসারণ করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ

নাটোরে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৭

ছাত্র ইউনিয়নের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

ভোট দেওয়ার শর্তে কোরআন ছুয়ে নিতে হবে টাকা, কল রেকর্ড ভাইরাল

‘বাংলাদেশের গণমাধ্যম ভয়াবহ সঙ্কটকাল পার করছে’

 ছেলের কিল-ঘুষিতে শিক্ষক পিতার মৃত্যু

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ১০ বছর আজ

‘ভয়াল ২৯ এপ্রিল, ১৯৯১ স্মরণ ও প্যারাবন নিধন প্রতিবাদ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

শাহ আমানতে ৯০ হাজার দিরহামসহ যাত্রী আটক

১০

আবুধাবিতে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি, ৩০ মিনিটেই দুবাই

১১

গরু চোরাচালানে জড়িত ছাত্রলীগ নেতা ও জনপ্রতিনিধি

১২

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ চায় খেলাফত মজলিস

১৩

বাংলাদেশ এসএসসি ৯৮ ফ্রেন্ডস ফাউন্ডেশন যাত্রা শুরু

১৪

চিকিৎসার জন্য আমেরিকায় গেলেন আমির খসরু 

১৫

উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়ে চীনা বন্দরে রুশ জাহাজ

১৬

বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় নিহতের ঘটনায় ব্যবস্থা : তাপস

১৭

বর্ণিল আয়োজনে রূপায়ণ সিটি উত্তরায় সামার ফেস্ট-২০২৪ অনুষ্ঠিত

১৮

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

১৯

বিসিএস পরীক্ষার্থীর আঁকুতি / ‘পরীক্ষা দিতে না পারলে আমি মরে যাব স্যার’

২০
*/ ?>
X