দুলাল হোসেন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

বছরে ক্যান্সার আক্রান্ত তিন লাখেরও বেশি

বছরে ক্যান্সার আক্রান্ত তিন লাখেরও বেশি

ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ। বিশ্বে মানুষের মৃত্যুর দ্বিতীয় কারণ হিসেবে চিহ্নিত করা হয় এই মরণব্যাধিকে। প্রাথমিক অবস্থায় নির্ণয় করা গেলে ৫০-৬০ শতাংশ ক্ষেত্রে এই রোগ নিরাময় সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলেন, বর্তমানে এই মরণব্যাধির চিকিৎসায় অনেক উন্নতি হয়েছে। যদিও অসচেতনতা ও গুরুত্বহীনতার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ক্যান্সার রোগী বাড়ছে। দেশে প্রতিবছর ৩ লাখের বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, দেশে চিকিৎসা কেন্দ্রের স্বল্পতা, যন্ত্রপাতির অভাব ও প্রয়োজনীয় চিকিৎসক সংকটের কারণে ব্যাহত হচ্ছে এই রোগের চিকিৎসাসেবা। রোগী বাড়লেও দেশের জেলা হাসপাতালগুলোয় নেই ক্যান্সার চিকিৎসার কোনো ব্যবস্থা। এ পরিস্থিতিতে ৪ ফেব্রুয়ারি অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হবে বিশ্ব ক্যান্সার দিবস। মূলত এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতেই প্রতিবছর এদিন দিবসটি পালিত হয়। এবারের প্রতিপাদ্য—ক্যান্সার চিকিৎসায় সবাইকে সমান সুযোগ দিতে হবে।

বিশেষজ্ঞরা জানান, যেভাবে ক্যান্সার রোগীর সংখ্যা ও মৃত্যু বাড়ছে, তাতে এখনই যথাযথ ব্যবস্থা না নিলে ২০ থেকে ৪০ বছরের মধ্যে এ সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। বিশেষ করে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে ক্যান্সার রোগী বেশি বাড়ছে। বিশ্বে প্রতিবছর ১ কোটি ২৭ জন নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। একই সময়ে ৭৭ লাখ মানুষ মারা যাচ্ছেন।

বাংলাদেশ ক্যান্সার সোসাইটির তথ্যানুযায়ী, দেশে বর্তমানে ক্যান্সার বিশেষজ্ঞ আছেন ১৬০ জনের মতো। দেশের মেডিকেল কলেজগুলোতেও ক্যান্সার বিশেষজ্ঞ ও রোগীর শয্যাসংখ্যা প্রয়োজনের তুলনায় কম। এমনকি এই রোগীদের সেবা প্রদানে নেই প্রশিক্ষিত অনকোলজিস্ট টেকনোলজিস্ট ও নার্স।

ক্যান্সার সোসাইটির তথ্যমতে, দেশে এখন ক্যান্সার রোগীর সংখ্যা প্রায় ১৫ লাখ। প্রতিবছর এ সংখ্যার সঙ্গে আরও ৩ লাখ রোগী নতুন করে যোগ হচ্ছে। আবার আক্রান্তদের মধ্যে প্রতিবছর ১ লাখের মতো রোগী মারা যাচ্ছেন। আশঙ্কা করা হচ্ছে, যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে, এভাবে বাড়তে থাকলে ২০৩০ সাল নাগাদ দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে যেতে পারে।

জাতীয় ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান ও হাসপাতালের সাবেক পরিচালক এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মোল্লাহ ওবায়েদুল্লাহ বাকী বলেন, প্রাথমিক অবস্থায় ক্যান্সার শনাক্ত করা গেলে ৫০ শতাংশ রোগী চিকিৎসায় ভালো হবেন। তবে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থায় অনেক ঘাটতি রয়েছে। ফলে ক্যান্সার আক্রান্ত সব রোগী চিকিৎসার ক্ষেত্রে সমান সুযোগ পান না। অনেক রোগী সঠিক চিকিৎসা না পেয়ে মারা যান। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী বিশ্বের প্রতিটি দেশে ১০ লাখ মানুষের বিপরীতে একটি ক্যান্সার সেন্টার থাকতে হবে। কিন্তু বাংলাদেশে মোট জনসংখ্যা বিবেচনায় ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ। আমাদের দেশের মানুষ অনুযায়ী কমপক্ষে ১৬০টি (প্রতি ১০ লাখ লোকের হিসাবে) ক্যান্সার সেন্টার থাকার কথা। অথচ সেখানে আছে মাত্র ২৫টির মতো। আবার এসব সেন্টারে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয়, তার অধিকাংশই অকার্যকর। দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে রেডিও থেরাপি মেশিন নেই। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দু-একটিতে অত্যাধুনিক কিছু যন্ত্রপাতি ও চিকিৎসার ব্যবস্থা থাকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। এ কারণে রোগ ধরা পড়লেও চিকিৎসা পেতে বিলম্ব হওয়ায় ক্যান্সার অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে। আবার অ্যাডভান্স স্টেজের রোগীদের চিকিৎসা দিয়েও বাঁচানো সম্ভব হয় না।

ক্যান্সার প্রতিরোধ :

ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও দৈনন্দিন জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে ৫০-৬০ শতাংশ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। এজন্য মানুষের ফাস্টফুড গ্রহণ না করা, মদপান, লাল মাংস ও ভেজাল খাদ্য গ্রহণ না করা, তামাক সেবন না করা, কম বয়সে মেয়েদের বিয়ে না দেওয়া, এইচপিভি ভ্যাকসিন গ্রহণ করা। এ ছাড়া আঁশযুক্ত খাবার, ফলমূল, শাকসবজি জাতীয় খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম ও কায়িক পরিশ্রম করা এবং হাঁটার অভ্যাস গড়ে তোলা।

ক্যানসারের লক্ষণ :

ক্যান্সারের প্রাথমিক লক্ষণ দীর্ঘস্থায়ী জ্বর, বদহজম, পেটব্যথা ও আলসার। আবার প্রস্রাবের সঙ্গে অথবা অন্য যে কোনো সময় কারণ ছাড়া রক্তপাত, হঠাৎ গলার স্বরের পরিবর্তন, কফের সঙ্গে রক্ত, খাবার গলাধঃকরণে হতে পারে সমস্যা। কখনো শরীরের বিভিন্ন অংশে ব্যথা ও চাকা চাকাও হতে পারে। কারও এসব সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবুধাবিতে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি, ৩০ মিনিটেই দুবাই

গরু চোরাচালানে জড়িত ছাত্রলীগ নেতা ও জনপ্রতিনিধি

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ চায় খেলাফত মজলিস

বাংলাদেশ এসএসসি ৯৮ ফ্রেন্ডস ফাউন্ডেশন যাত্রা শুরু

চিকিৎসার জন্য আমেরিকায় গেলেন আমির খসরু 

উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়ে চীনা বন্দরে রুশ জাহাজ

বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় নিহতের ঘটনায় ব্যবস্থা : তাপস

বর্ণিল আয়োজনে রূপায়ণ সিটি উত্তরায় সামার ফেস্ট-২০২৪ অনুষ্ঠিত

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

বিসিএস পরীক্ষার্থীর আঁকুতি / ‘পরীক্ষা দিতে না পারলে আমি মরে যাব স্যার’

১০

শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১১

ইউরোপজুড়ে চীন-রাশিয়া ও আরব রাষ্ট্রের ফাঁদ

১২

বাংলাদেশের ধুলায় মাইক্রোপ্লাস্টিক, বেশি স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

১৩

এবার মিল্টন সমাদ্দারের আরেক প্রতারণা ফাঁস!

১৪

বগুড়া জার্নালিস্ট ফোরামের সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক হাবিব

১৫

গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে : জাতিসংঘ

১৬

নিয়োগ পরীক্ষার আগেই প্রার্থী চূড়ান্তের অভিযোগ

১৭

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে : সংসদ সদস্য কল্পনা

১৮

৪৬তম বিসিএসে ‘ভয়াবহ’ প্রশ্ন আসছে

১৯

রাজশাহীগামী ট্রেনে আগুন,  আহত ১০

২০
*/ ?>
X