সানাউল হক সানী
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩, ০৮:২০ এএম
প্রিন্ট সংস্করণ

অনিয়ম করেও বড় পুরস্কার পাচ্ছেন কৃষির উপপরিচালক!

অনিয়ম করেও বড় পুরস্কার পাচ্ছেন কৃষির উপপরিচালক!

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি) ফেজ-২ প্রকল্পে ব্যয় ৬০৭ কোটি টাকা। এই প্রকল্পে ঘটেছে অনিয়ম। কাজ না করলেও ঠিকাদারকে পরিশোধ করা হয়েছে বিশাল অঙ্কের টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অভ্যন্তরীণ তদন্তে এসব অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

এমন সব তুঘলকি ঘটনায় প্রকল্প পরিচালক মো. শাখাওয়াত হোসেন শরিফের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল ওই কমিটি। তবে শাস্তি তো দূরের কথা, বরং পুরস্কৃত হয়েছেন এই কর্মকর্তা। কৃষি মন্ত্রণালয়ের ৭ হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নে তাকে ফোকাল পয়েন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে পণ্যের দাম বেশি ধরা, বিদেশ ভ্রমণ এবং গাড়ি কেনায়ও বিপুল অঙ্কের টাকা চাওয়ার মতো বিষয় আঁচ করতে পেরে অস্বাভাবিক দাম এবং ব্যয় কমিয়ে প্রকল্পটি সংশোধন করতে বলেছে পরিকল্পনা কমিশন।

নথি ঘেঁটে দেখা যায়, এনএটিপি ফেজ-২ প্রকল্পের আওতায় নির্মাণকাজ না করে ভূতুড়ে পরিমাপ (বিল অব কোয়ানটিটি) প্রদর্শনের মাধ্যমে অভ্যন্তরীণ রাস্তা নির্মাণে ৪২ লাখ ৫৫ হাজার এবং কারশেড নির্মাণের জন্য ১২ লাখ ৫৫ হাজার টাকা পরিশোধ করা হয়। যদিও এসব কাজ সম্পন্ন করা হয়নি। এমন অনিয়মের পরিপ্রেক্ষিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তদন্ত কমিটি গঠন করে। অনিয়মের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং বিভাগীয় মামলার সুপারিশ করে ওই কমিটি। তবে তদন্ত রিপোর্টের পরও অধিদপ্তরের কিছু প্রভাবশালী কর্মকর্তা বিষয়টি ধামাচাপা দিয়ে রাখেন।

এদিকে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন অর নিউট্রিয়েশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রিসাইলেন্স (পার্টনার) নামের একটি প্রকল্প হাতে নেওয়া হয়। এতে সরকার, বিশ্বব্যাংক ও ইফাদ অর্থায়ন করবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি উন্নয়ন করপোরেশন, কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ৭ হাজার ১৯৪ কোটি টাকা।

এই প্রকল্পের ফোকাল পারসন বানানো হয়েছে ড. মো. শাখাওয়াত হোসেন শরীফকে। দুর্নীতির দায়ে অভিযুক্ত কোনো কর্মকর্তাকে এমন বৃহৎ একটি প্রকল্পের ফোকাল পারসন করায় প্রশ্ন তুলেছেন অনেক কর্মকর্তা। তারা বলছেন, সাধারণত ফোকাল পারসনই পরে প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্টদের মতে, পুরো প্রকল্পই অবাস্তব ধ্যান-ধারণার ওপর তৈরি করা হয়েছে। সবক্ষেত্রে বাড়তি ব্যয় ধরার পাশাপাশি সব পণ্যের দামও বেশি ধরা হয়েছে। অনেক অপ্রয়োজনীয় বিষয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও প্রকল্পটি পরিকল্পনা কমিশনে জমা দেওয়ার পরে তারা আপত্তি তুলেছেন।

প্রকল্পে ১ কোটি ৮০ লাখ কৃষককে স্মার্টকার্ড দেওয়ার পরিকল্পনার কথা বলা হয়েছে। এ জন্য খরচ হবে ৫৪০ কোটি টাকা। অর্থাৎ একটি স্মার্টকার্ডের পেছনে খরচ হবে ৩০০ টাকা। যদিও কৃষকদের স্মার্টকার্ড দেওয়ার একটি পাইলট প্রকল্প চলমান রয়েছে। ‘স্মার্ট কৃষি কার্ড ও ডিজিটাল কৃষি (পাইলট)’ নামের সেই প্রকল্পে প্রতিটি স্মার্টকার্ডের দাম ধরা হয়েছে মাত্র ৬০ টাকা। তবে অজানা কারণে সেই প্রকল্প নতুন নেওয়া এই প্রকল্পের সঙ্গে একীভূত করার প্রস্তাব করা হয়েছে। আর এতে ব্যয় ধরা হয়েছে কয়েকগুণ।

কৃষি সংশ্লিষ্টরা জানান, দেশের প্রায় ১ কোটি ৬২ লাখ কৃষকের ডিজিটাল প্রোফাইল তৈরি ও ১ কোটি ৯ লাখ কৃষককে স্মার্টকার্ড দিতে গত বছরের ফেব্রুয়ারিতে একনেকে বিল পাস হয়। কাজ শুরু হয় এপ্রিল মাস থেকে। প্রায় ১০৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি শেষ হওয়ার কথা ২০২৫ সালে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ ১৪টি কৃষি অঞ্চলের গোপালগঞ্জ, সুনামগঞ্জ, টাঙ্গাইল, বরিশাল, যশোর, দিনাজপুর, রাজশাহী, বান্দরবান ও ময়মনসিংহ জেলার সব উপজেলা ও মেট্রোপলিটন এলাকায় প্রকল্পটি বাস্তবায়িত হবে।

এ প্রকল্পের জন্য প্রেষণ ও আউট সোর্সিংয়ের মাধ্যমে বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, দুটি গাড়ি ভাড়া, মাঠপর্যায় কর্মকর্তাদের প্রশিক্ষণ, আঞ্চলিক পর্যায়ে কর্মকর্তাদের কর্মশালা, প্রয়োজনীয় আসবাবপত্র, প্রিন্টার, ফটোকপি মেশিন কেনা, ডকুমেন্টারি এবং লিফলেট তৈরি ও প্রচার এবং বেতনভাতা বাবদ প্রায় দুই কোটি টাকার কাছাকাছি খরচ হয়েছে। এরই মধ্যে প্রকল্পের মূল কাজ কৃষি স্মার্টকার্ড দেওয়ার জন্য টেন্ডারও আহ্বান করা হয়। এভাবে নানা খাতে দুই কোটি টাকা খরচ করার পরে উদ্যোগ নেওয়া হয় একীভূত করার।

প্রকল্পটিতে বৈদেশিক প্রশিক্ষণের নামে ব্যাপক বিদেশ ভ্রমণের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের প্রস্তাবে ৫০০ কর্মকর্তার বিদেশ ভ্রমণের কথা উল্লেখ করেছেন। এর জন্য খরচ হবে ৫০ কোটি টাকা। কৃষি বিপণন অধিদপ্তরের (ড্যাম) প্রস্তাবনায় ১০০ জনের প্রস্তাব করেছে। খরচ ধরা হয়েছে ২১ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে কৃষি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, আইএমইডি ও ইআরডির কর্মকর্তাদের প্রশিক্ষণ বাবদ খরচ ধরা হয়েছে ৬ কোটি টাকা। বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের (বিএআরসি) প্রস্তাবনায় এ খাতে ব্যয় ধরা হয়েছে ১০১ কোটি টাকা। এ ছাড়া অন্যান্য সংস্থাও তাদের প্রস্তাবনায় বৈদেশিক প্রশিক্ষণের অংশ রেখেছে। এই বৈদেশিক প্রশিক্ষণে পরিকল্পনা কমিশন, আইএমইডি ও ইআরডি এবং কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও রাখা হয়েছে।

প্রকল্পের আওতায় ২৫৩টি মোবাইল ক্রপ ক্লিনিক ভেহিকল কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে খরচ হবে ১৭৭ কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৬টি জিপ, ড্যাম ৯টি জিপ, ৫টি পিকআপ এবং ২৫০টি বাইক কেনার প্রস্তাব দিয়েছে। গাড়ি কেনা বাবদ ৩০ কোটি টাকা এবং বিএডিসি ৩৩ কোটি টাকা এবং ১০০টি মোটরসাইকেল মেরামতে ব্রি আলাদা করে আবদার করেছে ৩ কোটি টাকা।

এ প্রকল্পের দুর্নীতির বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন ক্রপস উইংয়ের সাবেক পরিচালক জাহিদুল আমীন। তিনি কালবেলাকে বলেন, এনএটিপি ফেজ-২ প্রকল্পে অনিয়মের ঘটনা ঘটেছিল। প্রমাণ পেয়েছিলাম। কাজ না করেই বিল দেওয়া হয়েছে। আমরা শাস্তির সুপারিশ করেছিলাম।

দুর্নীতির বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাখাওয়াত হোসেন শরীফ বলেন, আমি প্রকল্পের দায়িত্বে ওই সময়ে ছিলাম না। আমাকে কোনো চিঠিও দেওয়া হয়নি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস কালবেলাকে বলেন, কর্মকর্তা কাজটি করছেন, এটা ধরলে ধরা যেতে পারে। এখনো পার্টনার প্রকল্প মিটিংয়ে উপস্থাপনের পর্যায়েই আছে। সংশ্লিষ্ট কর্মকর্তা ড্রাফট করেছে, উপস্থাপনে কাজ করছে বলে ফোকাল পারসন হিসেবে আছে। তবে একটা পর্যায়ে যখন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হবে, তখন তার বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংকিং খাতে নৈরাজ্যের উদাহরণ সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

নারী চোরের ভেল্কি, দিনদুপুরে হাওয়া স্মার্টফোন-ল্যাপটপ

পানিশূন্য যমুনা নদী, যতদূর চোখ যায় বালু আর বালু

‘২০১৯ সালের চেয়ে ২০২৩-এ ঢাকায় ডেঙ্গুরোগী ৪২ হাজার কম ছিল’

বিকেলে টাইগারদের সঙ্গে ডোনাল্ড লু’র সাক্ষাৎ

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৪ নেতাকে শোকজ

নতুন শিডিউলে চলবে মেট্রোরেল

উদ্ভাবনে কৃষকরা উপকৃত হবেন ও ফসলের উৎপাদন বাড়বে : কৃষিমন্ত্রী

লিফট ছিঁড়ে নিহত ১, আটকা ১৪

১০

এসএসসি পাসেই ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে চাকরির সুযোগ

১১

পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পে দুদকের হানা

১২

কুরকুরে চিপস না আনায় ডিভোর্স চাইলেন স্ত্রী

১৩

মাতৃমৃত্যু রোধে বাংলাদেশের উন্নতি অকল্পনীয় : ইউএনএফপিএ

১৪

আবারও চমক দেখিয়ে প্রযুক্তির এলিট ক্লাবে ঢুকল ইরান

১৫

আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই : প্রধানমন্ত্রী

১৬

ভোটারকে চড় মেরে পাল্টা চড় খেলেন এমপি

১৭

কনকা ও হাইকোর ক্যাম্পেইন, ঘষা দিলেই গোল্ড অফার শুরু

১৮

ইউরোপকে যেভাবে দুই ভাগ করছে চীন

১৯

জয়পুরহাটে কৃষক হত্যায় ৩ জনের যাবজ্জীবন

২০
X