কালবেলা প্রতিবেদক, ঢাকা ও গাজীপুর
প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ০৮:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

দেশে ফিরেই গ্রেপ্তার মাহি, আট ঘণ্টা পর মুক্ত

দেশে ফিরেই গ্রেপ্তার মাহি, আট ঘণ্টা পর মুক্ত

পবিত্র ওমরাহ করতে গিয়ে ফেসবুকে পুলিশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও বিষোদ্গার করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর তার বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সৌদি থেকে ঢাকায় হযরত শাহজালাল

আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছতেই ওতপেতে থাকা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এরপর দুপুরে গাজীপুরে আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করে জিএমপির বাসন থানা পুলিশ। তবে তিনি সন্তানসম্ভবা হওয়ায় কোর্ট পুলিশ শেষ পর্যন্ত রিমান্ড আবেদন করেনি। জামিনের আবেদন না থাকায় আদালত তাকে কারাগারে পাঠান। তবে বিকেলে একই আদালতে আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেন। গ্রেপ্তারের আট ঘণ্টা পর গতকাল রাত পৌনে ৮টার দিকে তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হন।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করিম জানান, আদালত থেকে পাঠানো জামিনের কাগজপত্র যাচাই করে অন্য কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় রাত পৌনে ৮টার দিকে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারামুক্ত করা হয়।

পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মাহি ছাড়াও তার স্বামী রকিব সরকার। স্ত্রীর সঙ্গে তিনিও ওমরাহ পালনে গিয়েছিলেন। তবে মামলার পর দেশে ফেরেননি বলে জানা গেছে। রকিব গাজীপুর মহানগরীর বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০২১ সালে মাহির সঙ্গে তার বিয়ে হয়।

এদিকে, গতকাল রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে করা মাহির অভিযোগ সঠিক কি না, তা তদন্তে বেরিয়ে আসবে। তিনি বলেন, আমি শুনেছি গাজীপুরের কমিশনার মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে মাহি কিছু বক্তব্য দিয়েছেন। এ জন্য মামলা হয়েছে। আমি সবকিছু জানি না, শুনেছি। এটা ভালো করে জেনে আমি বলতে পারব। মাহির অভিযোগ তদন্ত করা হবে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন একটা অভিযোগ আসে তখন তদন্ত করতে হয়। তদন্তে সবকিছু বেরিয়ে আসবে। মাহির বক্তব্য সঠিক কি না কিংবা পুলিশ যেটা করেছে সেটিও সঠিক কি না, তা তদন্তে বেরিয়ে আসবে।

গত শুক্রবার ফেসবুক লাইভে এসে মাহি ও তার স্বামী দাবি করেন, ‘গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার দেড় কোটি টাকার বিনিময়ে তাদের গাড়ির শোরুম, ব্যবসা প্রতিষ্ঠান প্রতিপক্ষকে দখল করে দেবেন বলে চুক্তি করেছেন। সে অনুযায়ী আজ (শুক্রবার) ভোর ৫টায় ডিবি পুলিশ ও সন্ত্রাসীরা সেখানে হামলা করেছে।’

ওই লাইভের পর জিএমপির বাসন থানা পুলিশ মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। ওই মামলায় অপমান-অপদস্থ ও হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, আক্রমণাত্মক, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া একই দিন কোটি টাকা মূল্যের জমি জোর করে দখলের অভিযোগে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারকে হুকুমের আসামি করে বাসন থানায় মামলা করেন ইসমাইল হোসেন নামে স্থানীয় এক ব্যবসায়ী।

বাসন থানা পুলিশ জানায়, ডিজিটাল মামলার পরই তারা দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসামি মাহির উপস্থিতি নিশ্চিত হয়ে গতকাল সকাল সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামি রকিব সরকার পলাতক। তবে তাদের প্রতিপক্ষের মামলায় শুক্রবার রাতেই সাজ্জাদ হোসেন সোহাগ, আশিকুর রহমান, ফাহিম হোসেন হৃদয়, জুয়েল রহমান, জমশের আলী, মোস্তাক আহমেদ, খালিদ সাইফুল্লাহ জুলহাস, সুজন মণ্ডল ও মাহবুব হাসান সাব্বির নামে আটজনকে গ্রেপ্তার করা হয়।

আদালতের চিত্র—দুপুরে কারাগারে, রাতে জামিনে মুক্তি :

মাহিকে গ্রেপ্তারের পর গতকাল দুপুর ১টা ২০ মিনেটের দিকে তাকে কড়া পুলিশ পাহারায় গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ওই সময় মাহি কালো বোরকা পরা ছিলেন। বিচারক রিমান্ড আবেদন ও জামিন আবেদন না থাকায় অল্প সময়ে শুনানি শেষ করে মাহিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তখন মাহির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এরপর তাকে কারাগারে নিতে গাড়িতে তোলার সময় মাহি দাবি করেন, ‘বিচারক তার কথা শোনেননি।’ গাড়িতে তোলার পর বলেন, ‘আমি অন্তঃসত্ত্বা, ওরা আমাকে টর্চার করছে।’

এদিকে, গতকাল বিকেলে একদল আইনজীবী একই আদালতে মাহির জামিন আবেদন করেন। তারা বলেন, আসামি সন্তানসম্ভবা, তাকে জামিন দেওয়া যায়। তখন শুনানি শেষে আদালত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের মামলায় জামিন মঞ্জুর করেন। পরে একই আদালত স্থানীয় এক ব্যবসায়ীর দায়ের করা মামলায়ও মাহিকে জামিন দেন।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আহসানুল হক জানান, আগে কোনো জামিন আবেদন ছিল না। তবে বিকেল সাড়ে ৫টার দিকে মাহিয়া মাহির আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন দুটি মামলাতেই আসামির জামিন মঞ্জুর করেন।

মাহির আইনজীবী আনোয়ার সাদত সরকার বলেন, দুপুরে মাহির জামিন আবেদন ছিল না। তবে বিকেলে তারা জামিন চাইলে বিচারক তা মঞ্জুর করেন। সেই আবেদন কারাগারে পৌঁছানোর পর রাতে তার জামিন হয়। ওই সময় ভক্তরা মাহিকে ফুল দিয়ে বরণ করে নেন।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার অপমান, অপদস্থ ও হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, আক্রমণাত্মক, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর অপরাধ করেছেন। এ কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের নামে মামলা করা হয়েছে।

যে কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা মাহির বিরুদ্ধে :

শুক্রবার ভোরে ফেসবুক লাইভে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেছিলেন মাহি। যেখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তোলেন তিনি। লাইভে তিনি দাবি করেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে সনিরাজ কার প্যালেস নামে তার স্বামীর গাড়ির শোরুমে ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।

লাইভে মাহি বলেছিলেন, ‘আমি এবং আমার হাজব্যান্ড ওমরাহ পালনে সৌদি আরবে রয়েছি। বিষয়টি হচ্ছে, গাজীপুর পুলিশ কমিশনারকে নিয়ে আমি কমপ্লেইন (অভিযোগ) করতে চাই। আমাদের একটি গাড়ির শোরুম আছে—ভাওয়াল কলেজের পাশে সনিরাজ কার প্লেস। এই শোরুম নিয়ে অনেক দিন ধরে অনেকে প্রবলেম করছে। ...তো, তিনি দেড় কোটি টাকা ঘুষ খেয়ে আমাদের শোরুম দখল করে দেওয়ার জন্য তার অতিরিক্ত কমিশনার দেলোয়ারের মাধ্যমে টাকা নিয়েছেন, আমাদের শোরুমটি দখল করে দেবেন এই মর্মে।’

অবশ্য পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, ফেসবুক লাইভে এসে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে মিথ্যাচার করেছেন মাহি। জমি-সংক্রান্ত ঘটনায় পুলিশ বিভাগ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ব্যাপারে ফেসবুক লাইভে মিথ্যা মন্তব্য করেন। এভাবে একটি প্রতিষ্ঠানের ব্যাপারে তিনি মন্তব্য করার অধিকার রাখেন না। তার বিরুদ্ধে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। তার প্রতিপক্ষের লোকজন জমি-সংক্রান্ত ঘটনায় আইনশৃঙ্খলা অবনতি সংক্রান্ত মামলা করেছেন।

পুলিশ কমিশনার বলেন, মাহির স্বামী রকিব সরকারের বিরুদ্ধে অস্ত্র, হত্যা ও ধর্ষণের অভিযোগে পুরোনো তিনটি মামলা রয়েছে। এই আসামির বিরুদ্ধে প্রতিনিয়ত নানা অভিযোগ আসছে।

মোল্যা নজরুল বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিত্রনায়িকা মাহিয়া মাহি পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন, মিথ্যা বলে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছেন। অথচ তিনি বা তার স্বামী জমি-সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আমার কাছে আসেননি। যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, তাদেরও আমি চিনি না।’

মাহিয়া মাহির যত বিতর্কিত কাণ্ড:

মাহিয়া মাহির সিনেমায় অভিষেক ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। এরপর তার বেশকিছু সিনেমা মুক্তি পেলেও নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সমালোচিত এই নায়িকা। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালে ব্যবসায়ী রকিবকে বিয়ে করেন মাহি। এর পরই রাজনীতির পথে পা বাড়ান তিনি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়ে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরমও কিনেছিলেন।

বিতর্ক নিয়ে চলা মাহি ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন। ২০২১ সালের জুনে তারা ডিভোর্সের ঘোষণা দেন। ওই বছরেরই সেপ্টেম্বরে বিয়ে করেন রকিব সরকারকে। গুঞ্জন আছে, অপু ও রকিবের আগে শাহরিয়ার ইসলাম শাওন নামে এক যুবককে বিয়ে করেন মাহি। ২০১৫ সালের ১৫ মে ম্যারেজ রেজিস্ট্রারের মাধ্যমে শাওন নামের একজনকে বিয়ে করেন মাহি। ২০১৬ সালে অপুকে বিয়ের পর শাওনের সঙ্গে বিয়ের বিষয়টি আলোচনায় আসে। শাওনের সঙ্গে মাহির ছবিও ফাঁস হয়। এ নিয়ে পাল্টাপাল্টি মামলাও হয় তখন। এ ছাড়া একাধিক প্রযোজকসহ চলচ্চিত্রাঙ্গনের একাধিক ব্যক্তির সঙ্গে তার প্রেমের সম্পর্ক সব সময়েই থাকে আলোচনায়।

২০২১ সালের শেষের দিকে এই নায়িকার সঙ্গে ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারাতে হয়েছিল ডা. মুরাদ হাসানকে। এ ছাড়া শিডিউল ফাঁসানোর মতো অনেক অভিযোগ তার বিরুদ্ধে। অপেশাদার আচরণেরও অভিযোগ করেছিলেন ‘আশীর্বাদ’ সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌস। ২০১৯ সালে ‘অবতার’ সিনেমার পরিচালক মাহমুদ হাসান শিকদার মাহির বিরুদ্ধে ‘টাকা হাতিয়ে’ নেওয়াসহ নানা ধরনের অভিযোগ করেছিলেন। এ ছাড়া প্রযোজক-পরিচালক মোহাম্মদ হোসেন জেমী মাহির বিরুদ্ধে অভিযোগ তুলে এই নায়িকাকে কঠোর সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন।

‘আমি মোল্লা নজরুলের বিরুদ্ধে বলেছি, পুলিশের বিরুদ্ধে নয়’

এদিকে জামিনে মুক্তি পাওয়ার পর শনিবার রাতে গাজীপুর শহরের তেলিপাড়া এলাকায় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন মাহিয়া মাহি। এ সময় তার আইনজীবীরাও উপস্থিত ছিলেন। মাহি বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই দেশে একজন পুলিশ কমিশনার একটা অন্যায় করে পার পেয়ে যেতে পারবেন না। আমি কিন্তু পুলিশ বাহিনিকে নিয়ে কথা বলি নাই। আমার অনেক পুলিশের সঙ্গে পরিচয় আছে। অনেক ফোর্সের প্রধানের সঙ্গে আমার কথা হয়েছে। আমি শুধু একজন ব্যক্তির কথা বলছি বারবার, যিনি মোল্যা নজরুল (গাজীপুরের পুলিশ কমিশনার)। আমি কিন্তু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যাইনি।’

তিনি বলেন, ‘আমি লাইভে পুলিশের বিরুদ্ধে বলে ভুল করেছি। একজন পুলিশ কমিশনার আমাদের পুলিশ প্রশাসনকে রিপ্রেজেন্ট করে। তাই আমার লাইভে বলাতে পুরো বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বিতর্কিত করেছে হয়তো। আমি সেটার জন্য দুঃখিত, আমি দুঃখ প্রকাশ করছি। তবে আমি যে দেড় কোটি টাকার কথা বলেছি, সেটা অবশ্যই তদন্ত হবে। আমি ন্যায়বিচারের জন্য সবার কাছে যাব।’

গ্রেপ্তার ও কারাগারে যাওয়ার ঘটনা বর্ণনা করে এই চিত্রনায়িকা বলেন, ‘আমাকে এয়ারপোর্টের ইমিগ্রেশন পুলিশ থেকে শুরু করে গাজীপুরের পুলিশ কারাগারে দিয়েছে—এ পর্যন্ত আমার অভিজ্ঞতা অনেক খারাপ। তারা আমাকে যেভাবে ট্রিট করেছে তাতে মনে হয়েছে, আমি একজন যুদ্ধাপরাধী। হ্যাঁ, আমি একটা লাইভ করেছি, আমি একজনের বিরুদ্ধে কথা বলেছি, সে ডিজিটাল আইনে মামলা করেছে; কিন্তু আমি তো কোনো রাষ্ট্রদ্রোহী নই। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। আমাকে গাড়িতে নেওয়ার সময় ওয়্যারলেসেও কথা বলছিলেন না পুলিশ সদস্যরা। গাড়িতে আমার শ্বাসকষ্ট হচ্ছিল। আমি পানি চেয়েছিলাম, তারা আমাকে পানিও দিয়েছেন এক ঘণ্টা পর।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

২৬ এপ্রিল : নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারল কৃষককে

বাবার বাড়ি যাওয়ায় স্ত্রীকে ২৭টি কোপ দিলো স্বামী

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ব্যারিস্টার খোকনের দলীয় পদ নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি 

বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের

বাংলাদেশের দাবদাহ নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

অনুষ্ঠিত হলো বিইউএইচএস -এর প্রথম সমাবর্তন

১০

ইউরোপ ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে : ম্যাখোঁ

১১

ছেলেদের দোষে ডুবছেন মাহাথির মোহাম্মদ

১২

হিজাব আইন না মানায় ইরানে ব্যাপক ধরপাকড়

১৩

তীব্র তাপপ্রবাহে বৃষ্টি চেয়ে হাজারো মুসল্লির কান্না

১৪

মানব পাচারের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

১৫

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

১৬

কারিগরির ফাঁকা সনদ মিলল তোষকের নিচে, গ্রেপ্তার কম্পিউটার অপারেটর

১৭

ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

১৮

ভোট দিলে যে শহরে মিলবে ফ্রি বিয়ার, ট্যাক্সিসহ নানা সুবিধা

১৯

কুমিল্লায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

২০
*/ ?>
X