বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ০৮:০২ এএম
প্রিন্ট সংস্করণ

বাউফলে কিশোর গ্যাংয়ের হামলায় দুই স্কুলছাত্র নিহত

বাউফলে কিশোর গ্যাংয়ের হামলায় দুই স্কুলছাত্র নিহত

পটুয়াখালীর বাউফলে কিশোর গ্যাংয়ের হামলায় নাফিস ও মারুফ নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। পূর্ব বিরোধের জেরে গতকাল বিকেলে উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল উচ্চ বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

নিহত দুই ছাত্র ইউনিয়নের ইন্দ্রকুল এলাকার মো. মারুফ (১৫) এবং মো. নাফিস (১৫)। আহত হয়ে তাদের সহপাঠী মো. সিয়াম চিকিৎসাধীন। তারা সবাই ইন্দ্রকুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওই মাহফিল ঘিরে তুচ্ছ বিষয়ে মারুফ, সিয়াম, এনামুল ও নাফিসের সঙ্গে একই বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েক শিক্ষার্থীর বাগবিতণ্ডা হয়।

আহত সিয়াম জানায়, গতকাল বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল মারুফ, সিয়াম, এনামুল ও নাফিস। তারা বিদ্যালয়ের উত্তর পাশে পাঙ্গাশিয়া ব্রিজের কাছে এলে গায়ে ধাক্কা লাগা নিয়ে নবম শ্রেণির কয়েকজনের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মারুফ, সিয়াম, এনামুল ও নাফিসকে মারধর ও ছুরিকাঘাত করে তারা। এতে নাফিস ও মারুফ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিরাজুল ইসলাম বলেন, নাফিস ও মারুফের পেটে ধারালো অস্ত্রের আঘাত ছিল। সিয়ামের ঊরুতেও একই ধরনের আঘাত ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়েছে।

ইন্দ্রকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, এই মুহূর্তে এ বিষয়ে কথা বলার মতো আমার ভাষা জানা নেই।

বাউফল থানা ওসি আল মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাউফল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) সাহেদ আহমেদ চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে, এরা সবাই উঠতি বয়সী। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। আগেও তাদের মধ্যে ঝামেলা হয়েছে। সেই জেরে এটা হতে পারে। এ ঘটনায় এরই মধ্যে পাঁচজনের সম্পৃক্ততার বিষয়ে জানা গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার দিয়ে আইপিএল শেষ মোস্তাফিজের

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার : আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করল মুক্তিযুদ্ধ মঞ্চ

ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, অতঃপর...

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, বরিশালে মিষ্টি বিতরণ

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় উপজেলার চেয়ারম্যান হলেন অ্যাড. আব্দুস সালাম

এবার চাঁদের বুকে পা রাখবে পাকিস্তান

মিল্টনের বিরুদ্ধে কালবেলায় উঠে আসা সব অভিযোগ খতিয়ে দেখছে ডিবি

ডিবির ব্রিফিংয়ে উঠে এলো মিল্টনের কিডনি বিক্রির ইস্যু

দেশের মানুষ ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত : মির্জা ফখরুল 

গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে বাইডেনের দ্বারস্থ নেতানিয়াহু

১০

সারা দেশের স্কুল-কলেজ বন্ধ বৃহস্পতিবার

১১

নওগাঁয় ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

১২

সীমাবদ্ধতা সত্ত্বেও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি হচ্ছে

১৩

মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি

১৪

ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন : ডিবিপ্রধান

১৫

মিল্টন সমাদ্দারের আশ্রমে অভিযান চালাচ্ছে পুলিশ

১৬

পরিসংখ্যানে বেড়েছে ইলিশ, বাস্তবে তেলের টাকাও উঠছে না জেলেদের

১৭

মিল্টন সমাদ্দারকে রিমান্ডে নেবে ডিবি

১৮

চিকিৎসাসেবাকে মানুষের আস্থার জায়গায় পরিণত করার আহবান প্রাণিসম্পদমন্ত্রীর

১৯

মানবপাচার ও টর্চার সেল ইস্যু উঠে এলো ডিবির ব্রিফিংয়ে

২০
*/ ?>
X