কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৩:২৫ এএম
আপডেট : ২৭ মে ২০২৪, ০৯:০১ এএম
প্রিন্ট সংস্করণ
মানবাধিকার বিষয়ে করবে সংবাদ সম্মেলন

তিন ইস্যুতে জাতিসংঘে চিঠি দেবে বিএনপি

তিন ইস্যুতে জাতিসংঘে চিঠি দেবে বিএনপি

দেশে ব্যাংকিং খাতসহ অর্থনীতির নানা সংকট, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে বিদেশিদের মনোযোগ আকর্ষণ করতে চায় বিএনপি। এরই মধ্যে অর্থনৈতিক সংকট ও সরকারের বিভিন্ন খাতের দুর্নীতির তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দলটি। এ লক্ষ্যে গঠিত একটি কমিটি কাজ করছে। যত দ্রুত সম্ভব কাজটি সম্পন্ন করে তা দেশবাসীর কাছে তুলে ধরা হবে। সেইসঙ্গে সরকারকে চাপে ফেলতে এসব তথ্য জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছেও পৌঁছানো হবে। পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে।

বিএনপি মনে করে, ক্ষমতাঘনিষ্ঠদের লাগামহীন লুটপাট, অব্যবস্থাপনা এবং অযোগ্যতার কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। দলটির দাবি, সেবা খাতসহ প্রায় সব ক্ষেত্রে দুর্নীতিতে নিমজ্জিত। দলটির নেতারা বলছেন, সরকারের লুটপাট, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে তারা আগে থেকেই সোচ্চার। বিষয়টিতে বিদেশিরাও অবগত। দুর্নীতির অভিযোগে সম্প্রতি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া আদালত সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে তথ্যচিত্র প্রচারিত হয়েছে। এসব বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলে আরও স্পষ্ট তথ্য-প্রমাণ তুলে ধরতে চায় বিএনপি। এরই মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন বিচার-বিশ্লেষণ করছে বিএনপি। বিষয়টি নিয়ে গত শুক্র ও শনিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করে বিএনপির হাইকমান্ড। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ কয়েকজন উপস্থিত ছিলেন। সেখানে পর্যালোচনা শেষে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে জাতিসংঘে চিঠি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনও করবে বিএনপি। আলোচনা হয়েছে একটি সেমিনার করার বিষয়েও। সংবাদ সম্মেলনের বক্তব্য ও চিঠির খসড়া তৈরি করতে দলের স্থায়ী কমিটির একজন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপির কোনো নেতাই জাতিসংঘে চিঠি দেওয়ার উদ্যোগের বিষয়টি স্বীকার করেননি। দলটির মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ কালবেলাকে বলেন, এমন কিছু সম্পর্কে তিনি অবগত নন। দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে তাকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কালবেলাকে বলেন, ‘বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সে ব্যাপারে দল বিভিন্ন সময় দেশবাসীকে জানিয়েছেন। এ ছাড়া ‘মায়ের ডাক’ নামে একটি সংগঠন আছে—তারাও গুম হওয়াদের ব্যাপারে বিভিন্ন দেশের বুদ্ধিজীবী ও মানবাধিকার কমিশনের কাছে তথ্য তুলে ধরেছে। সেটা সারা পৃথিবী যাচাই করছে। সুতরাং এ ব্যাপারে সারা বিশ্ব অত্যন্ত সচেতন। এর পরও নতুন করে আমাদের আর কোনো ডকুমেন্টারি দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না।’

জাতিসংঘে চিঠি দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়েছে কি না—সে সম্পর্কে তিনি অবগত নন বলে আলাল জানান।

বিএনপি নেতাদের অভিযোগ, ক্ষমতা ধরে রাখার জন্য আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, অত্যাচার-নির্যাতন অব্যাহত রেখেছে। শান্তিপূর্ণ আন্দোলন দমাতে অনেককে গুম করা হয়েছে। এম ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু, চৌধুরী আলম, হুমায়ন পারভেজ, সাজেদুল ইসলাম সুমন, জাকিরসহ অনেক নেতাকর্মী গুমের শিকার হয়েছেন।

গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে গতকাল এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সবার চোখের সামনে থেকে ব্যক্তিকে তুলে নিয়ে গুম করা হলেও আওয়ামী লীগ সরকার বরাবরই বিষয়টি সব আন্তর্জাতিক ফোরামে নির্লজ্জের মতো অস্বীকার করে আসছে। অথচ বাংলাদেশসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে।’

তিনি গুম নিয়ে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার হিসাব তুলে ধরে বলেন, ‘২০০৯ থেকে ২০২৪-এর মার্চ পর্যন্ত বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রায় ৬৬৬ জন ব্যক্তি গুম হয়েছেন। এদের মধ্যে কাউকে মৃত অবস্থায় পাওয়া গেছে, কাউকে অনেকদিন পর গ্রেপ্তার দেখানো হয়েছে, আবার অনেকের কোনো তথ্যই পাওয়া যায়নি। বিএনপির পক্ষ থেকে আমরা জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে আহ্বান জানাচ্ছি, তারা যেন অবিলম্বে বাংলাদেশ সরকারকে গুমের ঘটনা বন্ধ করতে এবং গুমের শিকার সবার ভাগ্য ও অবস্থান সম্পর্কে তাদের পরিবারকে তথ্য দেয় ও ফিরিয়ে দেওয়ার নির্দেশনা প্রদান করে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানি-নাতি মিলে করতেন মাদকের ব্যবসা

পিলার আছে সেতু নেই, ঠিকাদার বললেন টাকা শেষ

শেরপুরের চাঞ্চল্যকর গৃহবধূ হত্যার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া কিয়ার স্টারমারের জীবনী

কক্সবাজারে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের সভা

দিবুর মহানুভবতা দেখল বিশ্ব

ভেঙে গেল কাঠের পুল, ভোগান্তিতে ১০ হাজার মানুষ

বিদ্যুতের দুই কর্মচারীকে পেটানোর অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

টাইব্রেকে জয়ের পর যা বললেন আর্জেন্টিনা কোচ

‘মহসিন বিয়ে না করলে, এ বাড়িতেই আত্মহত্যা করব’

১০

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন / টানা পাঁচবার বিজয়ী রুশনারা

১১

পেনাল্টি মিস আর চোট নিয়ে কী বললেন মেসি

১২

স্ত্রীর সামনে কৃষকলীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

১৩

অধ্যক্ষের ছেলের বিয়ে / ৫০০ টাকা উপহার প্রসঙ্গে শিক্ষকদের প্রতিবাদ

১৪

শ্রীমঙ্গলে বাড়ছে আগাম জাতের আনারস চাষ

১৫

এত দ্রুত বাড়ি ফিরতে চান না দিবু

১৬

লেবার পার্টির নিরঙ্কুশ জয়

১৭

প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পদ্মায় জেলেদের থেকে চাঁদা উত্তোলন!

১৮

টাইব্রেকে হার মানেন না মার্তিনেজ

১৯

নৌকা ডুবে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

২০
X