মাসুদ রানা
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০২:৫৬ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৮:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

এমপি সেজে সংসদ ভবনে বসে প্রতারণা

স্ত্রীসহ প্রতারক গ্রেপ্তার
এমপি সেজে সংসদ ভবনে বসে প্রতারণা

শামীমুর রহমান নিজেকে সংসদ সদস্য পরিচয় দেন। তাকে কল দিলে ফোনের ট্রুকলারে ভেসে ওঠে ‘এমপি মিজানুর’। অথচ তিনি সংসদ সদস্যই নন। সংসদ সদস্য সেজে সরকারিভাবে চাকরি দিয়ে ৪০ জনকে কসোভো পাঠানোর কথা বলেন। পরে সংসদ ভবনে ডেকে এনে তাদের রক্তের নমুনা সংগ্রহ করেন। নিজের স্ত্রী মৌটুসীকে কসোভো দূতাবাসের ডেলিগেট সাজিয়ে সাক্ষাৎকার বোর্ডেও পাঠান। সংসদ ভবনের ভেতরেই চাকরিপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন। মেডিকেল ফি ও পুলিশ ক্লিয়ারেন্স বাবদ হাতিয়ে নেন টাকা। একপর্যায়ে তাদের কাজকর্মে সন্দেহ জাগে ভুক্তভোগী চাকরিপ্রত্যাশীদের। খোঁজ নিয়ে দেখেন তারা প্রতারণার শিকার হচ্ছেন। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরে পুলিশ সংসদ ভবনের ভেতর থেকে ভুয়া এমপি মিজানুর, তার স্ত্রী মৌটুসী রহমান ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের কম্পিউটার অপারেটর রাহুল হোসেনকে আটক করে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, শামীমুর রহমান নিজেকে এমপি পরিচয়ে একটি ম্যানপাওয়ার এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন। পরে এজেন্সির প্রতিনিধিকে সংসদ ভবনে ডেকে নিয়ে তিনি আলোচনা করেন। এ সময় তিনি সরকারের বিভিন্ন উচ্চপদস্থদের কথা বলে বিশ্বাসযোগ্যতা তৈরি করেন। এজেন্সি তাদের ৪০ গ্রাহককে কসোভোতে পাঠাতে আগ্রহী হয়। শামীমুরের কথামতো ৩৯ জনের পাসপোর্ট জমা দেন। পার্লামেন্ট মেম্বারস ক্লাবের কম্পিউটার অপারেটর রাহুলের সংগ্রহ করা গেট পাস দিয়ে গত ২ মার্চ বিদেশ গমনেচ্ছুরা সংসদ ভবনে প্রবেশ করেন। ওইদিন তাদের সাক্ষাৎকার নেওয়া হয়। এরপর এজেন্সি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর দারস্থ হয়। পরে সংসদ ভবন থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে শেরেবাংলা নগর থানায় মামলা করেন ভুক্তভোগীদের একজন মেহেদী হাসান। ওই মামলায় গত সোমবার তিন আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন খান। আদালত শামীমুর রহমান ও রাহুল হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে শামীমুরের স্ত্রী মৌটুসীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৯ ফেব্রুয়ারি রাহুল হোসেনের মাধ্যমে পার্লামেন্ট মেম্বারস ক্লাবের কম্পিউটার রুমে বিদেশে গমনেচ্ছুদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। তখন মেডিকেল ফি বাবদ ৪০ জনের কাছ থেকে ৬ লাখ ৬০ হাজার টাকা নেওয়া হয়। একই সময়ে ২৩ জনের জরুরি পুলিশ ক্লিয়ারেন্স বাবদ আরও ৯২ হাজার টাকা নেন ভুয়া এমপি মিজানুর। কসোভো দূতাবাস থেকে একটা টিম চাকরিপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিতে আসবে বলেও জানানো হয়। গত ২ মার্চ সিলেকশন করে দেওয়ার কথা বলে সংসদ ভবনের মেটসেফ রেস্টুরেন্টে বসে ১৫ জনের কাছে থেকে নেন ৯ লাখ ৪০ হাজার টাকা।

তদন্ত সংশ্লিষ্টরা আরও জানান, সাক্ষাৎকারের সময় কোনো ডেলিগেট না থাকায় বিদেশ গমনেচ্ছুদের সন্দেহ হয়। তখন তারা খোঁজ নিয়ে জানতে পারেন শামীমুর রহমানের এমপি পরিচয়টা ভুয়া। সাক্ষাৎকার বোর্ডে ডেলিগেট পরিচয়ে থাকা নারী ভুয়া এমপি শামীমুরের স্ত্রী। এ ছাড়া রাহুল পার্লামেন্ট মেম্বারস ক্লাবে মাস্টাররোলে নিয়োগপ্রাপ্ত কম্পিউটার অপারেটর। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে বিদেশ গমনেচ্ছুরা ‘এমপি মিজানুর’-এর সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাদের বাকি টাকা নিয়ে আসতে বলেন। গত ৩ মার্চ সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে গিয়ে শামীমুরের প্রতারণার বিষয়টি সংসদ ভবনের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের জানান বিদেশ গমনেচ্ছুরা। পুলিশ সঙ্গে সঙ্গে তাকেসহ তিনজনকে আটক করে।

মামলার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান কালবেলাকে বলেন, প্রধান আসামি ভুয়া এমপি শামীমুরের নির্দিষ্ট কোনো পেশা নেই। মূলত প্রতারণাই তার পেশা। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও তিনি মুখ খুলছেন না। অন্য আসামি রাহুলের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে।

মামলার বাদী মেহেদী হাসান কালবেলাকে বলেন, ‘এমপি ভেবে এবং ভালো কাজের অফার পেয়ে শামীমুরকে বিশ্বাস করেছিলাম। কিন্তু এখন ঝামেলায় পড়ে গিয়েছি। এমপি পরিচয়ে আমাদের কাছে থেকে ১৬ লাখ ৯২ হাজার টাকা ও ৩৯ জনের পাসপোর্ট নিয়েছে। এখন পর্যন্ত পাসপোর্ট উদ্ধার হয়নি। আমরা সবার পাসপোর্ট ও টাকা ফেরত চাই।’

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আহাদ আলী বলেন, প্রতারণার ঘটনায় মামলা হয়েছে। মামলার পর গ্রেপ্তার দেখিয়ে দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের মধ্যে এমপি পরিচয় দেওয়া শামীমুর কখনো এমপি ছিল কি না, এমন তথ্য আমাদের জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার: এক অপূর্ণ সম্ভাবনার জন্মদিন

সোনালি অধ্যায়ের ৪০ বছরে ক্রিশ্চিয়ানো রোনালদো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের জেসিনার পদ স্থগিত

দৌলতদিয়া-পাটুরিয়ায় ৫ ঘণ্টা পর কেটে গেল কুয়াশা

ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু

গাজা উপত্যকার দখল নেবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প

দুপুর ১২টায় দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত

সুইডেনের শিক্ষাকেন্দ্রে গুলি, নিহত ১১

সাংবাদিক মিরনকে কুপিয়ে বাসার সামনে ফেলে গেল দুর্বৃত্তরা

চট্টগ্রামে ডিসি পার্কে ভাঙচুর

১০

মনে হচ্ছে বিবিসি বাংলা খুনি শেখ হাসিনার ভক্ত : প্রেস সচিব

১১

আজও বায়ুদূষণে বিশ্বচ্যাম্পিয়ন ঢাকা

১২

বন্ধ ফটকের নিচ দিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকলেন কলেজছাত্রী, ভিডিও ভাইরাল

১৩

২০ বিশ্ববিদ্যালয় নিয়ে হবে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা

১৪

সারসহ ট্রলি আটক, অভিযোগের তীর দুই বিএনপি নেতার দিকে

১৫

১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় আজ 

১৬

মেডিকেলে সুযোগ পেয়েও পড়াশোনা অনিশ্চিত শয়নের

১৭

৫ ফেব্রুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা 

১৯

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

২০
X