মাহমুদুল হাসান
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৪:২২ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

অযোগ্য প্রতিষ্ঠানকে কর্মচারী হাসপাতালের কাজ দিতে বাহানা

যন্ত্রপাতি সরবরাহ
সরকারি কর্মচারী হাসপাতাল। ছবি: সংগৃহীত
সরকারি কর্মচারী হাসপাতাল। ছবি: সংগৃহীত

দরপত্রের শর্ত পূরণ না করলেও পছন্দের প্রতিষ্ঠানকে সরকারি কর্মচারী হাসপাতাল সম্প্রসারণ প্রকল্পের একটি প্যাকেজের কাজ দিতে উঠেপড়ে লেগেছেন কিছু কর্মকর্তা। নির্ধারিত যোগ্যতা না থাকায় দরপত্র বাতিলের কথা থাকলেও তা না করে ওই প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য মতে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষায়িত হাসপাতাল সম্প্রসারণ প্রকল্পের একাধিক প্যাকেজের দরপত্রে অনিয়মের অভিযোগ রয়েছে। সর্বশেষ জিডি-১২ (এসকেএইচইউপি) প্যাকেজের আওতায় ৩৯ ধরনের ৩৭৪টি গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি কেনাকাটার দরপত্রের ক্ষেত্রে নিয়মনীতির তোয়াক্কা না করে প্রকল্প সংশ্লিষ্টদের পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, ৩৭৪টি গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ক্রয়ের দরপত্র আহ্বানের পর বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের প্রস্তাব জমা দেয়। গত ২০ নভেম্বর দরপত্রের বাক্স খোলা হয়। সেখানে আনিফকো হেলথকেয়ার নামের একটি প্রতিষ্ঠানও অংশ নিয়েছে। তবে প্রতিষ্ঠানটি দরপত্র বিজ্ঞপ্তিতে উল্লিখিত অভিজ্ঞতার শর্ত পূরণ করতে পারেনি। সরকারি কর্মচারী হাসপাতাল সম্প্রসারণ প্রকল্পের জিডি-১১, ১২, ১৩ ও ১৪ (এসকেএইচইউপি) প্যাকেজে বলা হয়েছে, শুধু যেসব প্রকল্পের কাজ শেষ হয়েছে সেসব কাজের কমপ্লিশন সার্টিফিকেট বা কার্য সম্পাদন সনদ জমা দিতে হবে। কিন্তু আনিফকো হেলথকেয়ার কেন্দ্রীয় ঔষধাগারের কভিড (জিডি)-২১০২ প্যাকেজে ১৫টি অক্সিজেন প্লান্ট স্থাপনের নোটিফিকেশন অব অ্যাওয়ার্ডের (এনওএ) কাগজ জমা দিয়েছে। অথচ প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ওই কাজের বিল উত্তোলন করতে পারেনি।

সূত্রমতে, দরপত্রের শর্ত ভঙ্গ করে আনিফকো হেলথকেয়ার আবেদন করেছে। কার্য সম্পাদন সনদের পরিবর্তে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড বা চুক্তিপত্রের কাগজ জমা দিয়েছে। স্বচ্ছভাবে যাচাইয়ে তাদের আবেদন বাতিল হওয়ার কথা। তবে একাধিক সূত্রের দাবি,

আনিফকোকে কাজ পাইয়ে দিতে কর্মকর্তাদের একটি যোগসাজশ রয়েছে।

দরপত্রের নথি বিশ্লেষণ করে দেখা গেছে, সরকারি কর্মচারী হাসপাতাল সম্প্রসারণ প্রকল্পের দরপত্র জিডি-১২ (এসকেএইচইউপি) প্যাকেজের আওতায় ১০টি অ্যানেসথেসিয়া মেশিন সঙ্গে ভেন্টিলেটর, ৫টি মটোরাইজ সি-আর্ম কম্পাটিবল ওটি টেবিল, একটি ল্যাপরোস্কপি সেট, একটি ফাউন্ডেশন এন্ডোসকপি সাইনাস সার্জারি (এফইএসএস) সেট, একটি সি-আর্ম ফর অর্থোপেডিক্স, একটি সি-আর্ম ফর ইউরোলজি সেট, একটি ডিফিব্রিলেটরসহ ৩৯ ধরনের ৩৭৪টি জীবনরক্ষাকারী যন্ত্রপাতি কেনাকাটা করা হবে। জিডি-১১, ১২, ১৩ ও ১৪ (এসকেএইচইউপি) প্যাকেজের ১৫ দশমিক ১-এর শর্তে বলা হয়েছে, দরপত্র দাখিলের আগে শুধু সফলভাবে কাজ শেষ হয়েছে—এমন কাজের কমপ্লিশন সার্টিফিকেট বা কার্য সম্পাদন সনদ জমা দিতে হবে। চলমান কিংবা আংশিক শেষ হয়েছে এমন কোনো কাজের সনদ গ্রহণ করা হবে না।

স্বাস্থ্যখাতের দরদাতা আরপি এন্টারপ্রাইজ, ইউনিমেড হেলথ কেয়ার এবং বায়োটেক ইনোভেশনসহ একাধিক প্রতিষ্ঠান অভিযোগ করে, তাদের ১০ থেকে ৪০ কোটি টাকার কাজের চুক্তিপত্র বা নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড রয়েছে। চুক্তিপত্র অনুযায়ী যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। বিলও উত্তোলন করা হয়েছে। কিন্তু কার্য সম্পাদন সনদ না থাকায় সরকারি কর্মচারী হাসপাতাল সম্প্রসারণ প্রকল্পের জিডি-১১, ১২, ১৩ ও ১৪ (এসকেএইচইউপি) প্যাকেজের দরপত্রে অংশগ্রহণ করতে পারেনি। কিন্তু এই শর্ত আনিফকো হেলথকেয়ারের বেলায় বদলে গেছে। তাদের চুক্তিপত্র বা নোটিফিকেশন অব অ্যাওয়ার্ডকে দরপত্র আহ্বানকারী প্রতিষ্ঠান অভিজ্ঞতা সনদ হিসেবে সত্যায়নের জন্য কেন্দ্রীয় ঔষধাগারে পাঠিয়েছে। শর্ত ভঙ্গের জন্য আবেদনপত্র বাতিল না করে আনিফকো হেলথকেয়ারের অনুকূলে প্রকল্প সংশ্লিষ্টদের সায় রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কেন্দ্রীয় ঔষধাগারের কভিড জিডি-২১০২ প্যাকেজের আওতায় ৩৩ কোটি ৩০ লাখ টাকার ১৫টি অক্সিজেন প্লান্ট স্থাপনের কাজ করেছে আনিফকো হেলথকেয়ার। এ প্যাকেজের কাজ এখনো শেষ হয়নি। অনিফকো হেলথকেয়ার কাজের বিলও তুলতে পারেনি। আনিফকো হেলথকেয়ারের জমা দেওয়া নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড বা চুক্তিপত্রকে অভিজ্ঞতা সনদ হিসেবে যাচাইয়ের জন্য কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক বরাবর গত ২ জানুয়ারি একটি আবেদনপত্র পাঠায় সরকারি কর্মচারী হাসপাতাল সম্প্রসারণ প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) শরীফ মো. ফরহাদ হোসেন। ওই চিঠিতে তিনি লেখেন, সরকারি কাজের স্বার্থে বর্ণিত কাজটির সমাপ্তকরণের তারিখ এবং আর্থিক অগ্রগতির তথ্য প্রয়োজন। কেন্দ্রীয় ঔষধাগার আনিফকোর অক্সিজেন প্লান্ট স্থাপন কাজের সর্বশেষ অবস্থা ফিরতি চিঠিতে গত ১৫ জানুয়ারি সরকারি কর্মচারী হাসপাতাল সম্প্রসারণ প্রকল্প পরিচালককে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, বিলের ব্যয় মঞ্জুরি না পাওয়ায় বিল পরিশোধ করা হয়নি। এসব কাগজপত্র কালবেলার হাতে এসেছে।

কেন্দ্রীয় ঔষধাগারের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আব্দুল হাকিম কালবেলাকে বলেন, ‘সরকারি কর্মচারী হাসপাতাল সম্প্রসারণ প্রকল্প থেকে একটি কাজের অভিজ্ঞতা সনদ যাচাইয়ের জন্য আমাদের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে সংযুক্তিতে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ডের কাগজ পাঠানো হয়। কাজের এখনো বিল পায়নি আনিফকো। সংযুক্তি হিসেবে যে কাগজ পাঠানো হয় আমরা সে কাগজের সত্যতা ও অগ্রগতি বিষয়ে

যাচাই-বাছাই করে থাকি।’

তিনি বলেন, ‘কমপ্লিকেশন সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ কাজ শেষে দেওয়া হয়। আর এনওএ বা নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড চলমান কাজের জন্য দেওয়া হয়। দুটি ভিন্ন বিষয়। ফিরতি চিঠিতে প্রকল্প পরিচালককে আমরা এ বিষয়ে জানিয়েছি।’

এ বিষয়ে জানতে অনিফকো হেলথকেয়ারের স্বত্বাধিকারী আব্দুল বাতেনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির ম্যানেজার সুধীর ফোন রিসিভ করেন। তিনি জানান, ‘প্রতিষ্ঠানের মালিক দেশের বাইরে আছেন। জরুরি কিছু জানার থাকলে তার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন।’

এরপর আব্দুল বাতেনের হোয়াটসঅ্যাপে সুনির্দিষ্টভাবে মেসেজ পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

সরকারি কর্মচারী হাসপাতাল সম্প্রসারণ প্রকল্পের পরিচালক শরীফ মো. ফরহাদ হোসেন কালবেলাকে বলেন, ‘কেউ যদি দরপত্রের শর্ত ভঙ্গ করে, তাহলে আমাদের একটা কমিটি আছে তারা যাচাই-বাছাই করে দেখবে। দরপত্রে যারা অংশগ্রহণ করেছে তাদের সবার কাগজপত্র যাচাই-বাছাই চলছে। প্রক্রিয়াধীন বিষয় নিয়ে এখন কথা বলতে চাই না।’

কেউ শর্ত ভঙ্গ করলে আবেদন বাতিল করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবকিছু যাচাই-বাছাই শেষে জানানো হবে।’

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) পরিচালক (যুগ্ম সচিব) মো. নাসিমুর রহমান শরিফ কালবেলাকে বলেন, ‘দরপত্রের শর্তে যদি থাকে কাজের কমপ্লিশন সার্টিফিকেট বা কার্য সম্পাদন সনদ জমা দিতে হবে, তাহলে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে অবশ্যই কমপ্লিশন সার্টিফিকেট জমা দিতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় গ্রন্থকেন্দ্রের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে সৃজনশীল প্রকাশক সমিতির সাক্ষাৎ

ঢাকায় মধ্যরাতে বজ্রসহ শিলাবৃষ্টি

ভাঙাচোরা অর্থনীতির দায়িত্ব নিয়েছে সরকার : সালাউদ্দিন আহমেদ

সময় দরকার, তা যেন ফখরুদ্দীন-মইনুদ্দিনের মতো সময় না হয় : ফারুক

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না করা পর্যন্ত নেতাকর্মীরা রাজপথে থাকবে : ডা. জাহিদ

ঢাবির ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলের সুপারিশ

‘মাওলানা সাদ গোমরাহী বক্তব্য থেকে ফিরে না এলে দেশে আসতে দেওয়া হবে না’

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

যুগান্তরের সম্পাদক, প্রকাশকসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

উখিয়া ক্যাম্প পরিদর্শনে দুই দেশের ১২ জনের প্রতিনিধি দল

১০

ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ মাদক কারবারি আটক

১১

নাফ নদী থেকে ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

১২

হবিগঞ্জে হত্যা মামলায় সহোদরের কারাদণ্ড

১৩

বিয়ের দুই মাসের মাথায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

১৪

আফগানদের বিপক্ষে নতুন চ্যালেঞ্জের সামনে টাইগাররা

১৫

মা হারালেন জ্যেষ্ঠ সাংবাদিক সুমন মাহমুদ

১৬

হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হলেন সুদীপ রঞ্জন সেন

১৭

ঝিনাইদহে অপসারিত কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৮

মার্কিন নির্বাচনের ব্যালট কেমন, কত সময় লাগে ভোট দিতে?

১৯

মন্দিরের এসির পানিকে অলৌকিক ভেবে খাওয়ার হিড়িক

২০
X