শফিকুল ইসলাম
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০২:২৬ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৮:২৬ পিএম
প্রিন্ট সংস্করণ

নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন নেতারা

ঈদ-রাজনীতি
নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন নেতারা

অন্তর্বর্তীকালীন সরকার আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলেও নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন রাজনৈতিক দলের নেতাসহ সম্ভাব্য প্রার্থীরা। ঈদে বাড়ি গিয়ে তারা সাধারণ মানুষকে নির্বাচনী ‘সালাম’ দিচ্ছেন। বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টি, ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) প্রায় সব দলের সম্ভাব্য প্রার্থীরা নিজেদের নির্বাচনী আসনে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। বেশ কয়েকদিন ধরেই তারা নিজ নিজ আসনের তৃণমূল মানুষের সঙ্গে নিবিড় এবং গভীর সম্পর্ক তৈরিতে ব্যস্ত। ভোটারদের দৃষ্টি কাড়তে এবং দলীয় মনোনয়ন নিশ্চিত করতে তৎপর সবাই।

ত্রয়োদশ সংসদ নির্বাচন মাথায় রেখে মনোনয়নপ্রত্যাশীরা রমজানজুড়ে ইফতার-রাজনীতি নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। ঈদ উপলক্ষে দলীয় নেতাকর্মীসহ নিজ নিজ নির্বাচনী এলাকার দুস্থ, অসহায় মানুষের জন্য উপহার এবং জাকাত-ফিতরা বিতরণ করেছেন। এখন ঈদের পর জেলা-উপজেলায় নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী করছেন তারা। যদিও বিএনপির হাইকমান্ড প্রার্থী বাছাইয়ে এবার কয়েক দফায় যাচাই-বাছাই করবে বলে জানা গেছে। তবে জামায়াতে ইসলামী প্রায় তিনশ আসনেই প্রার্থী ঠিক করে ফেলেছে।

পতিত আওয়ামী লীগের পতনের পর রাজনীতিতে ক্রমশই জোরালো হচ্ছে জাতীয় নির্বাচনের ইস্যু। দ্রুত নির্বাচনের দাবিতে রাজপথে সরব রয়েছে বিএনপি। একই ইস্যুতে কৌশলী জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্য দলগুলো। বিএনপি দাবি জানানোতে সীমাবদ্ধ। আর নির্বাচনের পোস্টার প্রচারণায় এগিয়ে জামায়াত এবং সাংগঠনিক তৎপরতায় ব্যস্ত এনসিপি।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনের ঈদ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। শফিকুল আলম বলেন, বর্তমান সরকার এখন অনেক গোছানো।

এ ছাড়া সব আসনে সম্ভাব্য প্রার্থী ঠিক করছে ইসলামী আন্দোলন বাংলাদেশও। একই চিন্তা এবি পার্টির। এককভাবে ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে একমত হয়েছে গণঅধিকার পরিষদ (জিওপি)। নির্বাচনী লড়াইয়ে মাঠে নামতে বসে নেই ডান, বাম ও অন্য ইসলামী দলগুলোও।

তৃণমূলে দৌড়াচ্ছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা: প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। তবে ডিসেম্বরে ভোট সম্ভব না হলে নতুন বছরের শুরুতে নির্বাচন হবে ধরে নিয়েই বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নিজ এলাকায় প্রচারে ব্যস্ত। সিনিয়র নেতারাও এখন ঘনঘন যাচ্ছেন নির্বাচনী এলাকায়। সভাসমাবেশ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। এখন ঈদ পুনর্মিলনী এবং সভাসমাবেশসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনের আবহ জনগণের মধ্যে আরও ছড়িয়ে দিতে চায় দলটি। এ নিয়ে কাজ করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত কয়েকজন নেতা। বিএনপির সিনিয়র নেতারা জানান, এবারের নির্বাচনে তরুণ, অভিজ্ঞ ও প্রবীণের সমন্বয়ে হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। বিশেষ করে এলাকায় যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং স্থানীয়দের কাছে জনপ্রিয়—এমন ব্যক্তিকেই প্রার্থী হিসেবে প্রাধান্য দেওয়া হবে। এ তালিকা করতে মাঠপর্যায়ে এরই মধ্যে কয়েকটি টিম কাজ করছে। যাদের এলাকায় জনপ্রিয়তা আছে, বিগত আন্দোলনে ছিলেন, দলের প্রতি আনুগত্য রয়েছে এবং দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন— এমন নেতাদের চূড়ান্ত প্রার্থী তালিকায় রাখতে চায় দলটির হাইকমান্ড। সেইসঙ্গে ১৯৯১ থেকে ২০১৮ সাল পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়া জনপ্রিয় প্রার্থীদের মূল্যায়নও করা হবে বলে জানা গেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, বিএনপি সরকার পরিচালনাকারী এবং একটি নির্বাচনমুখী দল। যে কোনো সময় নির্বাচন হলে বিএনপির প্রস্তুতি আছে। আমাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম চলছে। সম্ভাব্য প্রার্থীরা জনগণকে সঙ্গে নিয়ে এলাকায় কাজ করছেন। বাকি সব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে পরিষ্কার হবে।

জানা গেছে, সারা দেশে রোজার মধ্যে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন রকমের কর্মসূচি নিয়ে সরব ছিলেন। তারা এখন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করছেন। ঠাকুরগাঁওয়ে সদর আসনে নিজের নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে মতবিনিময়কালে বলেন, আমরা কখনই এটা বলছি না—আগে নির্বাচন, পরে সংস্কার। আমরা বলে আসছি; প্রথমত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মিনিমাম সংস্কার যেটুকু দরকার, তা করতে হবে। যেমন নির্বাচন ব্যবস্থাকেন্দ্রিক যে সংস্কার, তা করতে হবে; দ্বিতীয়ত, আইনশৃঙ্খলা ব্যবস্থার সংস্কার করতে হবে; তৃতীয়ত, বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে। এই তিনটি বিষয়ে সংস্কার অবশ্যই করতে হবে। আজ যে সংস্কার দাবি উঠেছে, তা বিএনপিরই দাবি।

একাদশ নির্বাচনে নেত্রকোনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, তিনি এক দিনের জন্যও এলাকা ছাড়েননি। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে জেল-জুলুম মোকাবিলা করে এলাকার মানুষের পাশে ছিলেন। এখনো তিনি জনগণের সঙ্গে কাজ করছেন। ময়মনসিংহ-৯ আসনে দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগ করছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মামুন বিন আব্দুল্ল মান্নান। তিনি বলেন, রোজার মধ্যে ১৩টি ইউনিয়নেই ইফতার মাহফিল করেছি। দলীয় নেতাকর্মীসহ স্থানীয় গরিব-অসহায় মানুষের জন্য ঈদ উপহার বিতরণ করা হয়েছে। তিনি এলাকাবাসীর সুখে, দুঃখে ছিলেন দাবি করে বলেন, আগামীতে সুযোগ পেলে বড় পরিসরে এলাকার জন্য কিছু করতে আগ্রহী।

অবশ্য বিএনপির তরফে বলা হচ্ছে, নির্বাচনের সময় যখন আসবে, তখন যে পরিস্থিতি বিরাজ করবে, সেই পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত দেওয়া হবে। এককভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে কি না, তা এখনই বলার সুযোগ নেই। তবে সবদিকেই নজর দেওয়া হচ্ছে।

নির্বাচনী প্রচারে ব্যস্ত জামায়াত: জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন ও সংস্কার চায়। সরকারের সঙ্গে বৈঠকে এবং দলীয় কর্মকাণ্ডে এমন দাবি জানালেও তৃণমূলে উল্টো। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছে জামায়াত। নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করা এবং নির্বাচনী জয়ের লক্ষ্যে তৃণমূলে ছুটছে জামায়াতে ইসলামী। এরই মধ্যে ঠিক করে ফেলেছে প্রার্থীদের তালিকাও। আবার জোট গঠনের জন্য বিভিন্ন ইসলামী দলের সঙ্গে অব্যাহত রয়েছে দৌড়ঝাঁপ। দল গোছানোর পাশাপাশি নির্বাচন ঘিরে সারা দেশে মাঠে সরব দলটির নেতাকর্মীরা। সব মিলিয়ে নির্বাচনের মাঠে এবার বেশ কৌশলী ও সরব ভূমিকায় দেখা যাচ্ছে জামায়াতকে।

জামায়াতের সংশ্লিষ্ট নেতারা বলছেন, আগামী নির্বাচনে ইতিহাস সৃষ্টি করাই তাদের লক্ষ্য। সেজন্য বিএনপি দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে রাজপথে মাঠে সরব থাকলে প্রচারণায় এগিয়ে জামায়াত। মাঠ চষে বেড়াচ্ছেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে এখন থেকেই মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনমত তৈরির সর্বোচ্চ চেষ্টা করছে দলটি। এরই মধ্যে তাদের দুই শতাধিক আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে। বাকি আসনের প্রার্থী তালিকা বাছাইয়ের প্রক্রিয়া চলছে। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় নানা দলীয় ও সামাজিক কর্মকাণ্ড চালাচ্ছেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ কালবেলাকে বলেন, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন করেছি, এগুলো ছাড়া সব নির্বাচনে আমরা অংশগ্রহণও করেছি। নির্বাচনমুখী দল হিসেবে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। রয়েছে সার্বিক প্রস্তুতি। বিষয়টি জামায়াতে ইসলামীর আমির পরিষ্কার করেছেন, ন্যূনতম যে সংস্কার দরকার, আমরা চাই এ সংস্কারগুলো দ্রুত করা দরকার। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত। ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন কালবেলাকে বলেন, তিনি এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ করছেন এবং তাদের আপদ-বিপদে পাশে থাকার চেষ্টা করেন। এখন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করছেন। এলাকার মানুষ তাকে এমপি হিসেবে দেখতে চায় বলে তিনি জানান।

দলটির আমির ডা. শফিকুর রহমান এরই মধ্যে প্রায় সব জেলা এবং গুরুত্বপূর্ণ উপজেলা সফর করেছেন। এসব সফর থেকে দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। জামায়াতের একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, যেসব আসনে প্রার্থী ঘোষণা হয়েছে এসব আসনে সভা-সমাবেশের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। অবশ্য নির্বাচনের আগে ইসলামী দলগুলোর ঐক্য কিংবা জোটবদ্ধ নির্বাচন হলে পরিস্থিতি কিছুটা বদলাবে। এদিকে সারা দেশে প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণার পর স্থানীয় পর্যায়ে জামায়াত ও ছাত্রশিবির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা প্রার্থীদের ছবি দিয়ে প্রচার শুরু করেছেন।

দুই কাজে ব্যস্ত এনসিপি নেতারা: নয়া রাজনৈতিক দল এনসিপি দুটি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। দল গোছানোর পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা। রোজার মধ্যে ইফতার রাজনীতি আর দলীয় সভা করলেও এখন ঈদ পুনর্মিলনী করছেন নেতারা। একই সঙ্গে নির্বাচনের সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা দেওয়া হচ্ছে। সে হিসেবে দলের আহ্বায়কের দায়িত্ব নিতে সরকারের উপদেষ্টা পদ ছেড়ে আসা নাহিদ ইসলাম ঢাকা-১১ (রামপুরা-বনশ্রী) আসনে, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ আসনে প্রার্থী হতে চান। ঈদের আগে তিনি গাড়িবহর নিয়ে এলাকায় শোডাউন করেছেন। আরেক মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন ঢাকা-৯ আসনে প্রার্থী করা হতে পারে। ঢাকা-১৭ আসনে দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, ঢাকা-১৩ আসনে যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করে রাজনীতিতে যোগ দিলে তিনি ঢাকা-১০ অথবা কুমিল্লা-৩ আসনে লড়বেন। উপদেষ্টা মাহফুজ আলমের ভাই যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির লক্ষ্মীপুরে নির্বাচন করতে পারেন। সরকার ছেড়ে মাহফুজ রাজনীতিতে যোগ দিলে ঢাকা-১৮ আসনে প্রার্থী হতে পারেন। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার ঢাকা-৫, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ঢাকা-১৪, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন ঢাকা-৯ এবং সংগঠক মো. রাসেল আহমেদ ঢাকা-১ থেকে লড়তে পারেন। সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ আসনে প্রার্থী হবেন। এলাকায় নিয়মিত যাচ্ছেন সাবেক এ ডাকসু নেতা। মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) কিংবা ঢাকায় দেখা যেতে পারে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, অনেকেই স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্য, সম্মানিত। ফ্যাসিবাদবিরোধী ভূমিকায় ছিলেন যেসব মানুষ, তারা যুক্ত হবেন এনসিপিতে। সিনিয়র সিটিজেনরাও যুক্ত হবেন। অনেকেরই নিজ নিজ এলাকায় জনসমর্থন রয়েছে। এখনো সারা দেশে এনসিপি বিস্তৃত নয়। বিস্তৃতি ঘটলে আরও অনেকে যুক্ত হবেন। বিচার ও সংস্কার শেষে তাদের সবাইকে নিয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে এনসিপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য, কড়া বার্তা দিল রাশিয়া

ফেসবুক পোস্টে কমেন্টস নিয়ে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ 

আগে মেসে থাকতেন, এখন কোটি টাকার গাড়িতে চড়েন : বুলু

অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে আশার আলো দেখছে পাকিস্তান

প্রয়োজন হলে অন্য দলের সঙ্গে জোট হতেও পারে : আখতার

‘আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে’

চট্টগ্রামে আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

জানাজায় ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

ঈদের চতুর্থ দিনেও পর্যটকে মুখরিত সোনারগাঁয়ের বিনোদন কেন্দ্রগুলো

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক শুক্রবার

১০

ময়মনসিংহে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

১১

এসিসির নতুন চেয়ারম্যান হলেন মহসিন নকভি

১২

নৈশভোজের টেবিলে পাশাপাশি ড. ইউনূস ও মোদি

১৩

সংসদ সদস্য হলে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর করা হবে : ফারুক

১৪

জব্দ ৫০০ কেজি জাটকা গেল এতিমখানায়

১৫

গণঅভ্যুত্থানের শহীদরা বাংলার চেতনার বাতিঘর : বরকত উল্লাহ বুলু

১৬

চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত যুবদল কর্মীর মৃত্যু

১৭

পৈতৃক ব্যবসা ছেড়ে দিচ্ছেন শ্রীমঙ্গলের মৃৎশিল্পের কারিগররা

১৮

‘একটা গোষ্ঠী নির্বিঘ্নে চাঁদাবাজি-দখলদারির জন্য দ্রুত নির্বাচন চাচ্ছে’

১৯

সরু রেলগেটে বাড়ছে যানজট, ভোগান্তিতে হাজার পথচারী

২০
X