আমজাদ হোসেন হৃদয়
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০২:৩৭ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১২:২৩ পিএম
প্রিন্ট সংস্করণ

বিলুপ্ত নয়, বৈষম্যবিরোধীদের নতুন কমিটি চলতি সপ্তাহে

নাম দেওয়া হতে পারে বৈষম্যবিরোধী আন্দোলন
বিলুপ্ত নয়, বৈষম্যবিরোধীদের নতুন কমিটি চলতি সপ্তাহে

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ করার পর শীর্ষ পদগুলো ফাঁকা হয়েছে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ)। এনসিপিতে পদ পেয়েছেন সংগঠনটির শীর্ষ তিন নেতাসহ অনেকেই। এ পরিপ্রেক্ষিতে সংগঠনটি ফের ঢেলে সাজানোর চিন্তা করছেন নীতিনির্ধারকরা। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে চলতি সপ্তাহের যে কোনো সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা হতে পারে। সংগঠনটির নাম পরিবর্তন নিয়েও আছে বিভিন্ন আলোচনা। একই সঙ্গে জাতীয় নাগরিক কমিটিরও নতুন কমিটি গঠন করার বিষয়ে আলোচনা চলছে, যা ‘সিভিল-পলিটিক্যাল প্ল্যাটফর্ম’ হিসেবে থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সম্প্রতি ‘বৈষম্যবিরোধী’ ও ‘সমন্বয়ক’ পরিচয়ের এখন আর অস্তিত্ব নেই বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার এমন বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির বিলুপ্তির আলোচনা উঠলেও তা নাকচ করে দিয়েছেন সংগঠনটির অধিকাংশ নেতা।

নাহিদের বক্তব্যের পর বৈছাআর অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে উল্লেখ করেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি।’ তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশীদার ছাত্রদের সবাই নতুন রাজনৈতিক দল বা নতুন ছাত্রসংগঠনে যুক্ত হয়নি। অংশীদারদের আলোচনা ছাড়া প্ল্যাটফর্ম বিলুপ্ত হবে না। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান।

সাবেক সমন্বয়করা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে সমন্বয়কদের নেতৃত্বে গঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদে দপ্তর সম্পাদক জাহিদ আহসানসহ অনেক নেতাকর্মী যোগ দিয়েছেন। আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল এবং মুখ্য সংগঠক হান্নান মাসউদসহ অনেক নেতা পদ পেয়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে। এতে অচলাবস্থা দেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। এমন পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি করার আলোচনা চলছে। এ ছাড়া সংগঠনের কাজের ধরন ও নামেও পরিবর্তন আনার চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সূত্রে জানা যায়, চলতি সপ্তাহের যে কোনো সময়েই ঘোষণা করা হতে পারে নতুন কমিটি। এরই মধ্যে কারা নেতৃত্বে আসবেন, সেটিও অনেকটা পরিষ্কার হচ্ছে। শীর্ষ পদে কারা থাকছেন বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। শীর্ষ চারটি পদের জন্য আলোচনায় আছেন সংগঠনটির বর্তমান মুখপাত্র উমামা ফাতেমা, অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য মইনুল ইসলাম, সিনথিয়া জাহীন আয়েশা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মালিহা নামলা। এর মধ্যে আহ্বায়ক এবং সদস্য সচিব হওয়ার দৌড়ে এগিয়ে আছেন উমামা ফাতেমা, হাসান এনাম এবং মইনুল ইসলাম। মুখপাত্র হতে পারেন সিনথিয়া জাহীন আয়েশা অথবা মালিহা নামলা।

সূত্রটি আরও জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে পরিবর্তন আসতে পারে। ছাত্র শব্দটি বাদ দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন রাখারও প্রস্তাব এসেছে। তবে সংগঠনটির অনেকে মূল নামে থাকার পক্ষে। তারা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানের মূল স্টেক। এই নাম বাদ দেওয়া কোনোভাবেই উচিত না। নাম পরিবর্তনের পক্ষের ব্যক্তিরা বলছেন, ‘আন্দোলনের এ ব্যানারটি ছিল বাংলাদেশের সব মানুষের। এটি সবার জন্যই উন্মুক্ত রাখতেই নাম পরিবর্তনের আলোচনা এসেছে। তাই ছাত্র শব্দটি বাদ দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন নাম দেওয়ার প্রস্তাব করেন তারা।

সংশ্লিষ্টরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাজের পদ্ধতিতেও পরিবর্তন আনা হবে। নতুন করে তারা আর কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক সংগঠন গঠনের উদ্যোগ নেবে না। জুলাইয়ের স্মৃতি রক্ষায় সভা, সেমিনার, শহীদ এবং আহতদের নিয়ে কাজ করবে সংগঠনটি। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখাই মূলত সংগঠনটির কাজ হবে। তবে আন্দোলনের সময় যেভাবে সব দলমত নির্বিশেষে তারা সমর্থন পেয়েছিল, এখন বিভিন্ন কারণে সীমিত হওয়ায় নতুন নেতৃত্বকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ কালবেলাকে বলেন, ‘এক সপ্তাহের মধ্যে নতুন কমিটি পাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ ছাড়া নাম পরিবর্তন নিয়েও আলোচনা আছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো আসেনি।’

এদিকে গতকাল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ‘বৈষম্যবিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই’ বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত হচ্ছে বলে প্রচারণা দেখা যায়। যদিও সংগঠনটির বেশ কয়েকজন নেতা তার প্রতিবাদ জানিয়েছেন এবং স্পষ্ট ঘোষণা দিয়েছেন তা হওয়ার কোনো সুযোগ নেই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য সিনথিয়া জাহীন আয়েশা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি এবং তা হওয়ার কোনো সুযোগ নেই। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করেই পরিচালিত হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এর আগে রাজনৈতিক দলের গঠনের আগে প্রধান চারটি পদ বহাল রেখে বাকি সব সেল ও শাখা বিলুপ্ত ঘোষণা করে জাতীয় নাগরিক কমিটি। সে সময় কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র, মুখ্য সংগঠক ছাড়া জাতীয় নাগরিক কমিটির বাকি সব নেতৃত্ব কাঠামো, নির্বাহী কমিটি, সেল ও সার্চ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তারা নতুন দল গঠনের পরবর্তী ১৫ দিন অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করবেন। তাদের উদ্যোগে জাতীয় নাগরিক কমিটির ফোরাম পরবর্তী নেতৃত্ব কাঠামো নির্ধারণ করবেন।

এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার কালবেলাকে বলেন, দ্রুত সময়ের মধ্যে জাতীয় নাগরিক কমিটির নতুন কমিটি ঘোষণা করা হবে। জাতীয় নাগরিক কমিটি ‘সিভিল-পলিটিক্যাল প্ল্যাটফর্ম’ হিসেবে থেকে যাবে। আর কোনো দল গঠনের উদ্যোগ নেবে না। আগামী দিনে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের স্বার্থে জাতীয় নাগরিক কমিটি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ ও সক্রিয়ভাবে কাজ করে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার প্রত্যর্পণসহ যেসব বিষয় আলোচনা হলো ড. ইউনূস-মোদির

আসিয়ান সদস্যপদের জন্য থাই বিশিষ্টজনদের সমর্থন চাইলেন ড. ইউনূস

দুদিনেও জ্ঞান ফেরেনি প্রেমার, স্কয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে আরাধ্যকে

রাত থেকে বন্ধ অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি

মাদারীপুরে ভয়াবহ আগুনে পুড়ল ২৫ দোকান

চিকেন’স নেক নিয়ে দুশ্চিন্তায় ভারত, ভারী অস্ত্র মোতায়েন

পাঁচ বছরের জেল হতে পারে আনচেলত্তির!

টর্চের আলো চোখে পড়ায় পুলিশ কনস্টেবলকে কোপালেন স্বেচ্ছাসেবক দল নেতা

ড. ইউনূস-মোদির বৈঠক চলছে

বাসে ডাকাতদের তাড়া, যাত্রীদের বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন চালক

১০

৬৪ দলের বিশ্বকাপের বিপক্ষে উয়েফা সভাপতি

১১

ভারতে ওয়াকফ বিল পাসের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিবৃতি

১২

হেডফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

১৩

ভারতে বহুল বিতর্কিত বিলটি পাস হলে মুসলিমদের লাভ না ক্ষতি

১৪

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ২১ পয়েন্ট যেন মৃত্যুফাঁদ

১৫

জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের এজেন্ডার শীর্ষে : ড. ইউনূস

১৬

থাই বিশিষ্টজনদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

১৭

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে আদালতের রায়

১৮

বিএনপি নেতা বাশারকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

১৯

পুলিশের সামনে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা

২০
X