বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১
আলী ইব্রাহিম
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:১১ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৬:৪৯ পিএম
প্রিন্ট সংস্করণ

সুবিধাভোগী ৭৫ ভিআইপির সম্পদ বিবরণী তলব

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত
সুবিধাভোগী ৭৫ ভিআইপির সম্পদ বিবরণী তলব

জুলাই-আগস্ট গণআন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৭৫ ভিআইপির স্থাবর-অস্থাবর সম্পদ বিবরণীর তথ্য চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে গঠিত তদন্ত সংস্থা। শেখ হাসিনা-জয়, ওবায়দুল কাদের, ইনু, মেননসহ এই তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী-আমলারা। পুলিশের সাবেক আইজিসহ অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের নামে-বেনামে কেনা স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ চেয়েছে। জরুরি ভিত্তিতে সাবেক সরকারের এসব সুবিধাভোগীর সম্পদের তথ্য দিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ (আরজেএসসি) ও নিবন্ধন অধিদপ্তরকে চিঠি দিয়েছেন তদন্ত সংস্থা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে সাবেক সরকারের আস্থাভাজন, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলার তদন্ত কার্যক্রম চলমান। তদন্তের স্বার্থে সরকারের এসব সুবিধাভোগীর নামে-বেনামে কেনা স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের তদন্ত সংস্থা। সরকারের ৫টি গুরুত্বপূর্ণ দপ্তর আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ, জাতীয় রাজস্ব বোর্ড, জয়েন্ট স্টক, বিএসইসি ও নিবন্ধন অধিদপ্তরের কাছে সম্পদের বিবরণের তথ্য পেতে চিঠি দিয়েছে সংস্থাটি। জরুরি ভিত্তিতে এসব তথ্য দিতে বলা হয়েছে। তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর মো. মাজহারুল হক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য চাওয়া হয়েছে।

সম্পদের বিবরণী চাওয়া মন্ত্রী-এমপিদের মধ্যে যারা রয়েছেন : সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সাবেক সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযোদ্ধামন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক জ্বালানি ও খণিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য ও সম্পচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক মন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক (ড. রাজ্জাক), সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও গোলাম দস্তগীর গাজী। এ ছাড়া রয়েছেন মন্ত্রী পদমর্যাদার সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে সালমান এফ রহমান, সাবেক বিদুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী। সাবেক এমপিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক এমপি আবুল হাসনাত আব্দুল্লাহ, ঢাকা-৭ আসনের সাবেক এমপি সোলায়মান সেলিম, ঢাকা-১৪ আসনের সাবেক এমপি ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, ঢাকা-১১ আসনের সাবেক এমপি ওয়াকিল উদ্দিন, ঢাকা-১৬ আসনের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা-২০ আসনের সাবেক এমপি বেনজীর আহমেদ, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

সম্পদ বিবরণীতে রয়েছে আরও যেসব নেতার নাম: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও বাহাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান মিয়া, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, যুবলীগের সভাপতি শেখ ফজলে শাসম পরশ, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সরকারি কর্মকর্তাদের তালিকায় রয়েছেন যারা: সাবেক বিচারপতি আ হ ম সামসুদ্দিন চৌধুরী মানিক, স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এ ছাড়া এনটিএমসির সাবেক প্রধান মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত আইজিপি এসবির প্রধান মো. মনিরুল ইসলাম, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত কমিশনার ডিবিপ্রধান হারুন অর রশিদ, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি নুরুল ইসলাম, সাবেক ডিআইজি আসাদুজ্জামান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও এসএম মেহেদী হাসান, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ার্দার, সাবেক পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী, মিরপুর জোনের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লা, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, ডিএমপির সাবেক এডিসি মির্জা সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন, সাবেক সহকারী পুলিশ কমিশনার নাহিদ ফেরদৌস, সাবেক এডিসি এসএম শামীম, ডেমরা জোনের সাবেক এডিসি মো. মাসুদুর রহমান মনির, সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহীল কাফি, ডিএমপির ওয়ারী জোনের সাবেক ডিসি ইকবাল হোসেন, গুলশান জোনের সাবেক ডিসি রিফাত রহমান শামীম, ডিবির সাবেক ওসি মো. আরাফাত হোসেন, উত্তরা পশ্চিম থানার সাবেক ওসি বিএম ফরমান আলী, পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব হাসান, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি (তদন্ত) জাকির হোসাইন, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবু সাঈদের ক্যাম্পাসে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল বঙ্গবন্ধুর ম্যুরাল

বুলডোজার দিয়ে শেখ মুজিবের বাড়ি ভাঙা শুরু

পাবিপ্রবিতে শেখ মুজিবুর ও শেখ হাসিনা হলের নামফলক ভেঙ্গে দিলেন শিক্ষার্থীরা

‘হাজারটা লাশ মাড়িয়েও যার একবিন্দু অনুশোচনা নেই...’

রাবিতে শেখ পরিবারের নাম মুছলো বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, নতুন নামে চার হল

সারজিস আলমের ফেসবুক স্ট্যাটাস

জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস

এবার আ.লীগ নিয়ে বিএনপির নতুন অবস্থান

সার বিক্রিতে আ.লীগ নেতার অনিয়ম, অতঃপর... 

এবার সুধা সদনেও আগুন

১০

সৌদি আরবে বাংলাদেশি যুবক খুন

১১

‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় খেতাব দেবে বিএনপি’

১২

সাংবাদিকদের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

১৩

কুষ্টিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো হানিফের বাড়ি

১৪

মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল, সম্পাদক মিন্টু

১৫

৩২ নম্বরের সর্বশেষ অবস্থা

১৬

১৫ বছরে ১৩ বার বদলি হন ডা. পলাশ

১৭

নির্বাচনের আগেই গণহত্যার বিচার সম্পন্ন করুন : জামায়াত নেতা রফিকুল

১৮

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর, খালেদা জিয়াকে স্মরণ করলেন ইলিয়াস

১৯

৩২ নম্বর ভেঙে মসজিদ নির্মাণের ঘোষণা পিনাকীর

২০
X