নতুন বছরের পাঠ্যবইয়ে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের নেতা কিংবা অনুসারীদের তথ্য ও ছবি বাদ দেওয়া হয়েছে। সে কারণে পাঠ্যবই থেকে বাদ পড়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনও বাদ গেছেন। ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে তাদের জায়গায় স্থান পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং দাবা খেলার কিংবদন্তি ও দেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ। এ ছাড়া নতুন করে যুক্ত হয়েছেন জাতীয় দলের ফুটবলার জামাল ভূঁইয়া।
আবার ষষ্ঠ শ্রেণির তথ্যপ্রযুক্তির আগের বইয়ে বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনের সময় সাকিব আল হাসান রয়েছেন এমন একটি ছবি ব্যবহার করা হয়েছিল। নতুন বইয়ে সেটি বাদ দিয়ে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অলিম্পিকে মশাল বহনের ছবি ব্যবহার হয়েছে। নতুন বছরের পাঠ্যবই বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। এবার পুরোনো শিক্ষাক্রমের বইগুলোই পরিমার্জন করে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের হাতে।
বিশ্লেষণে দেখা গেছে, সপ্তম শ্রেণির ইংলিশ ফর টুডে বইয়ের ‘স্পোর্টস পার্সোনালিটি’ লেসনে কাজী সালাউদ্দিনের ছবি সরিয়ে রানী হামিদের এবং সাকিব আল হাসানের জায়গায় নিগার সুলতানা জ্যোতির ছবি বসানো হয়েছে। এ ছাড়া ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের ছবি সরিয়ে সেখানে জামাল ভূঁইয়ার ছবি বসানো হয়েছে। তবে পেলে, ম্যারাডোনা, ব্রায়ান লারার মতো অন্যদের ছবি আগের মতোই রাখা হয়েছে।
এই বইয়ের ‘আওয়ার গোল্ডেন বয়েজ অ্যান্ড গার্লস’ লেসনে লোকাল ফুটবল হিরো আখ্যা দিয়ে কাজী সালাউদ্দিনের নামে লেখা অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে। সেখানে ‘আওয়ার উইনারস ইন গ্লোবাল এরানা’ নামে একটি লেসন যুক্ত হয়েছে, যেখানে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। বাদ দেওয়া হয়েছে গোল্ডেন বয় আখ্যা দিয়ে লেখা সাকিবের তথ্যগুলোও।
এই শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের ‘সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ পাঠে সাকিব আল হাসানের টুইটার প্রোফাইলের ছবি সরিয়ে সেখানে জাতীয় দলের অন্যতম জ্যেষ্ঠ ক্রিকেটার মুশফিকুর রহিমের প্রোফাইলের ছবি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ড্রোনের ছবি যুক্ত করা সহ বেশকিছু ছবিতে পরিবর্তন আনা হয়েছে।
পাঠ্যবইয়ে জুলাই গণঅভ্যুত্থানের গৌরবগাথা
এ বছরের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন পাঠ্যবইয়ে নানাভাবে উঠে এসেছে জুলাই গণঅভ্যুত্থানের কথা। গল্প-কবিতা, সংকলন এবং ছবি ও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয়েছে ছাত্র-জনতার অভ্যুত্থানের বিষয়বস্তু।
এনসিটিবি সূত্রমতে, পঞ্চম শ্রেণি থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি বইয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মোট আটটি কনটেন্ট বা বিষয় স্থান পেয়েছে। বইয়ের পেছনের পৃষ্ঠায় গণঅভ্যুত্থানের নানা ছবি ও গ্রাফিতি যুক্ত করা হয়েছে। পঞ্চম শ্রেণির বাংলা বইয়ে ‘আমরা তোমাদের ভুলব না’, ষষ্ঠ শ্রেণির চারুপাঠ বইয়ে ‘কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা’ সপ্তম শ্রেণির ‘সপ্তবর্ণা’ বইয়ে হাসান রোবায়েতের ‘সিঁথি’, অষ্টম শ্রেণির ‘সাহিত্য কণিকা’ বইয়ে ‘গণঅভ্যুত্থানের কথা’, ইংলিশ ফর টুডে বইয়ে ‘উইমেনস রোল ইন আপরাইজিং’, নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ বইয়ে ‘আমাদের নতুন গৌরবগাথা’ এবং ইংলিশ ফর টুডে বইয়ে ‘গ্রাফিতি’ নামে একটি অধ্যায় যুক্ত হয়েছে। এ ছাড়া, ষষ্ঠ শ্রেণির ইংলিশ ফর টুডে বইয়ের ‘আ নিউ জেনারেশন’ নামে একটি পাঠে আলোচিত দুই তরুণ র্যাপার সেজান ও হান্নানের গানের ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। এ ছাড়া ‘আওয়ার উইনার ইন দ্য গ্লোবাল এরেনা’ নামে আরেকটি লেসনও যুক্ত করা হয়েছে।
আরও যেসব পরিবর্তন এসেছে
নতুন পাঠ্যবই থেকে বেশকিছু গদ্য, পদ্য, অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে। বেশকিছু অধ্যায়, অনুচ্ছেদ কিংবা পাঠের নাম পরিবর্তন করা হয়েছে। লেখা সংশোধন করা হয়েছে। ছবিতে পরিবর্তন আনা হয়েছে কিংবা বাদ দেওয়া হয়েছে। ‘পহেলা বৈশাখ’ শীর্ষক গদ্যের নাম ‘নববর্ষ’ করা হয়েছে। মঙ্গল শোভাযাত্রার ছবি পরিবর্তন করে বেশিরভাগ বইয়ে গ্রামবাংলার নববর্ষ উদযাপনের ছবি ব্যবহার করা হয়েছে। ঊনসত্তরের গণঅভ্যুত্থান অংশে অসহযোগ আন্দোলনের নেতৃত্বে মওলানা ভাসানীর নাম যুক্ত হয়েছে। এ ছাড়া, মুজিবনগর সরকারের উপদেষ্টা হিসেবেও তার নাম ব্যবহার করা হয়েছে। ‘ধর্ম যার যার উৎসব যেন সবার’ এর বদলে লেখা হয়েছে ‘আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি’। ‘জয় বাংলা, বাংলার জয়’ এর পাশাপাশি মানুষের পছন্দের গানের তালিকায় ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ ও ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’ গান দুটিকে যুক্ত করা হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের সময় মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকারের নামও উল্লেখ করা হয়েছে। ভারতের লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরাকে নিয়ে দেওয়া শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের কাজ বাদ দেওয়া হয়েছে।
সব শ্রেণির ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বইয়ের নাম পরিবর্তন করে ‘ইসলাম শিক্ষা’ করা হয়েছে। সপ্তম ও অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং নবম-দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা বই থেকে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ অধ্যায়টি বাদ দেওয়া হলেও নবম-দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ বইয়ে থাকছে এই অধ্যায়টি।
বিশ্লেষণে দেখা গেছে, প্রথম শ্রেণির বাংলা বইয়ে ‘পিঁপড়া ও পায়রার গল্প’, দ্বিতীয় শ্রেণির বাংলা বইয়ে ‘সিংহ আর ইঁদুরের গল্প’, তৃতীয় শ্রেণির বাংলা বইয়ে ‘ঘাসফড়িং ও পিঁপড়ার গল্প’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছেলেবেলা’ নতুন করে যুক্ত হয়েছে। চতুর্থ শ্রেণির বাংলা বই থেকে ‘মোবাইল ফোন’ নামক গদ্য বাদ দিয়ে যুক্ত হয়েছে ‘বই পড়তে অনেক মজা’; পঞ্চম শ্রেণির বাংলা বইয়ে যুক্ত হয়েছে ‘আমরা তোমাদের ভুলব না’, ‘সবার আমি ছাত্র’, ‘জলপরী ও কাঠুরের গল্প’, ‘নোলক’, ‘কুমড়ো ও পাখির কথা’ এবং ‘দৈত্য ও জেলে’; বাদ গেছে ‘ফেব্রুয়ারির গান’, ‘মাটির নিচে যে শহর’, ‘দেখে এলাম নায়াগ্রা’, ‘রৌদ্র রেখে জয়’, ‘মাওলানা আবদুল হামিদ খান ভাসানী’, ‘শহিদ তিতুমীর’ এবং ‘অপেক্ষা’।
ষষ্ঠ শ্রেণির চারুপাঠ বইয়ে যুক্ত হয়েছে ‘কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা’ এবং কামরুল হাসানের লেখা ‘আমাদের লোকশিল্প’। বাদ দেওয়া হয়েছে সৈয়দ শামসুল হকের লেখা ‘কত দিকে কত কারিগর’ রোকনুজ্জামান খানের লেখা ‘মুজিব’ কবিতাটি বাদ দিলেও তার আরেক কবিতা ‘চিঠি বিলি’ যুক্ত করা হয়েছে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে অধ্যায় কমিয়ে ১৩টি থেকে ৮টি করা হয়েছে।
সপ্তম শ্রেণির ‘সপ্তবর্ণা’ বই থেকে সেলিনা হোসেনের লেখা ‘রোকেয়া সাখাওয়াত হোসেন’ ও সুনির্মল বসুর লেখা ‘সবার আমি ছাত্র’ বাদ দেওয়া হয়েছে। তবে হাসান রোবায়েতের লেখা ‘সিঁথি’ নামে একটি কবিতা যুক্ত হয়েছে। আনন্দ পাঠ বইয়ে সেলিনা হোসেনের লেখা ভ্রমণকাহিনি ‘সুইজারল্যান্ডের দিনগুলি’ বাদ গেছে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা’ অধ্যায়টি বাদ দেওয়া হয়েছে।
অষ্টম শ্রেণির সাহিত্য কণিকা বইয়ে মোতাহের হোসেন চৌধুরীর ‘লাইব্রেরি’ এবং জুলাই বিপ্লবের ওপর লেখা সংকলিত গদ্য ‘গণঅভ্যুত্থানের কথা’ যুক্ত হয়েছে। বাদ গেছে কামরুল হাসানের ‘আমাদের লোকশিল্প’ গদ্যটি। আনন্দ পাঠ বই থেকে জাফর ইকবালের লেখা ‘আমড়া ও ক্র্যাব নেবুলা’ উপন্যাসটি বাদ দেওয়া হয়েছে। ইংলিশ ফর টুডে বইয়ে ‘উইমেন’স রোলস ইন আপরাইজিং’ এবং ‘হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট’ নামে দুটি অধ্যায় যুক্ত করা হয়েছে।
নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে ‘একুশের গল্প’ এবং ‘আমাদের নতুন গৌরবগাথা’ যুক্ত করা হয়েছে। তবে জহির রায়হানের ‘বাঁধ’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনাপাওনা’, মোতাহের হোসেন চৌধুরীর ‘লাইব্রেরি’, কবীর চৌধুরীর ‘পয়লা বৈশাখ’, সেলিনা হোসেনের ‘রক্তে ভেজা একুশ’, হুমায়ূন আহমেদের ‘নিয়তি’ এবং জাফর ইকবালের লেখা ‘তথ্যপ্রযুক্তি’ বাদ দেওয়া হয়েছে। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘১৯৭১’ যুক্ত করা হয়েছে। বাদ গেছে সেলিনা হোসেনের ‘কাকতাড়ুয়া’ উপন্যাসটি। এ ছাড়া নির্মলেন্দু গুণের স্বাধীনতা, কাজী নজরুল ইসলামের ‘আজ সৃষ্টি-সুখের উল্লাসে’, সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ এবং কামাল চৌধুরীর ‘সাহসী জননী বাংলা’ বাদ দেওয়া হয়েছে। জসিমউদ্দীনের পল্লীজননী বাদ দিলেও তার কবিতা ‘যাব আমি তোমার দেশে’ যুক্ত করা হয়েছে। ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে ‘সেন্স অব সেলফ’, ‘লোনলিনেস’ এবং ‘গ্রাফিতি’ নামে নতুন তিনটি অধ্যায় যুক্ত হয়েছে।
পৌরনীতি ও নাগরিকতা বইয়ে জাতীয় চেতনা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় অধ্যায়টি বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা অংশে সবকিছু আগের মতো থাকলেও একটি লাইন বাদ দেওয়া হয়েছে। সেটি হলো, ভারতের বহু সৈন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণ হারান।
পরিমার্জন কমিটির অন্যতম সদস্য রাখাল রাহা কালবেলাকে বলেন, স্কুলের ও মাদ্রাসার পাঠ্যবইগুলো থেকে অনেক অতিরঞ্জিত বিষয় বাদ দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের বিষয়গুলো সংরক্ষণের অংশ হিসেবে গ্রাফিতি যুক্ত করা হয়েছে। তবে স্বল্প সময়ে সবকিছু নিখুঁত করে করা হয়েছে এমনটি নয়। এরই মধ্যে কিছু ভুল ধরা পড়ার বিষয়টি শুনেছি। এনসিটিবি সেগুলোর সংশোধনী দেবে বলে আশা করছি।