মো. জাফর আলী, ঢাবি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৪ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

মারধরের পর ভাত খাইয়ে ফের নির্যাতনে মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়
মারধরের পর ভাত খাইয়ে ফের নির্যাতনে মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে ওই হলের কিছু শিক্ষার্থী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজধানীর শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেছে। পাশাপাশি সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন, যার প্রতিবেদন আজ শুক্রবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে। গত বুধবার রাতের ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন, আল হোসাইন সাজ্জাদ, আহসানউল্লাহ এবং ওয়াজিবুল আলম।

জানা যায়, বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে ধরার পর কয়েক দফা মারধরের পর রাত পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। নিহত তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নে। প্রেমে ব্যর্থ হওয়ার পর তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এর কিছুদিনের মধ্যে বাবা, মা ও একমাত্র ভাইকে হারিয়ে উদ্ভ্রান্তের মতো পথেপ্রান্তরে ঘুরে বেড়াতেন বলে জানা গেছে।

হলটির শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সন্ধ্যায় হলে টুর্নামেন্ট চলছিল। এমন সময় হঠাৎ তোফাজ্জল হলে প্রবেশ করলে শিক্ষার্থীরা দুপুরে ছয়টি মোবাইল চুরির ঘটনায় চোর সন্দেহ করে মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে তাকে মারধর ও জেরা করতে থাকে। একপর্যায়ে তাকে নিয়ে হল ক্যান্টিনে খাওয়ানো হয় এবং ভিডিও করে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এরপর এক্সটেনশন ভবনের অতিথিকক্ষে নিয়ে দ্বিতীয় দফায় বুক, পিঠ, হাত ও পায়ে ব্যাপক মারধর করে একদল শিক্ষার্থী। এ সময় পা থেকে রক্ত প্রবাহিত হতে থাকে। এরপর পৌনে ১০টার ফের মূল ভবনের অতিথিকক্ষে নিয়ে মারা হয়। রাত ১০টার দিকে প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্যরা এলে মারধরকারী শিক্ষার্থীরা তোফাজ্জলকে তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানায়।

পরে কিছু উদ্যোগী শিক্ষার্থী ও কয়েকজন হাউস টিউটরের সহায়তায় তাকে প্রথমে শাহবাগ থানায় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদসহ কয়েকজন সহকারী প্রক্টর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ফজলুল হক হল পরিদর্শন করে বিস্তারিত খোঁজখবর নেন এবং হল প্রশাসনকে ঘটনায় জড়িতদের সন্ধ্যার আগে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। তবে, এ ঘটনায় ফজলুল হক হলের প্রাধ্যক্ষকে একধরনের নির্লিপ্ত ভূমিকায় দেখা যায়। ঘটনা চলাকালে তাকে শিক্ষার্থী ও সাংবাদিকরা বারবার কল দিলেও তিনি সাড়া দেননি। ঘটনার পর ভোরে তাকে ঘটনাস্থলে দেখা যায়।

এদিকে, পিটিয়ে হত্যার এ ঘটনাকে অমানবিক ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জনসংযোগ দপ্তর প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বলা হয়, বুধবার রাতে ফজলুল হক মুসলিম হলে সংঘটিত অমানবিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনাটির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখিত ও মর্মাহত। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। প্রক্টরিয়াল টিম বিষয়টি অবগত হওয়ার পরই ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে জানানো হয়, এই কমিটি দ্রুততম সময়ে প্রতিবেদন দেওয়ার জন্য এরই মধ্যে সাক্ষ্য গ্রহণ শুরু করেছে। সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের ও পুলিশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে ব্যবস্থা নেওয়া হয়েছে। সব মহলকে আশ্বস্ত করা যাচ্ছে, এ বিষয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর।

মো. শাহজালাল বারী নামে এক ঢাবি শিক্ষার্থী বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল, ছাত্রলীগের পোস্টধারী ওয়াজিবুল এবং ফজলুল হক হল ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপসম্পাদক জালাল আহমেদ। এরা হলে কীভাবে অবস্থান করছিল এখনো? আর হত্যার দায় কি শুধুই তাদের? তাদের যারা পুনর্বাসনের ব্যবস্থা করে দিল, তাদের প্রতি যারা সহানুভূতি প্রদর্শন করল, তাদের ওপর কি কোনোভাবেই এ হত্যাকাণ্ডের দায় বর্তায় না?

নিজ হলে সংঘটিত এ ঘটনায় হল প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে জানতে চাইলে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. শাহ মো. মাসুম বলেন, আমাকে ঘটনার শুরুর দিকে কিছু জানানো হয়নি। যখন কয়েকজন কল দিয়েছেন, তখন আমি ঘুমিয়েছিলাম, রিং বুঝতে পারিনি। পরে সকালে উঠে জানতে পারলাম মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তদন্ত করছি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, ভিডিও দেখে আমরা প্রাথমিকভাবে চারজনকে শনাক্ত করতে পেরেছি। তদন্ত কমিটি মনে করে আরও কিছু দুষ্কৃতকারী রয়েছে। তাই কমিটি আমাদের কাছে বৃহস্পতিবার রাত পর্যন্ত সময় চেয়েছে। আমরা আশা করি কালকে (শুক্রবার) তারা চূড়ান্ত প্রতিবেদন দেবেন।

তিনি বলেন, এ ঘটনায় এত দ্রুত মামলা হয়েছে, এ নজির আমার মনে হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল। আমাদের শিক্ষার্থী এবং পুলিশ প্রশাসনের অভূতপূর্ব সহযোগিতায় আমরা চারজনকে শনাক্ত করতে পেরেছি। কোনো দুষ্কৃতকারী ছাড়া পাবে না। যাদের থানায় পাঠানো হয়েছে, তাদের ব্যাপারে আমাদের ভিডিও ফুটেজ আছে। তারা যখন হল প্রাধ্যক্ষের রুমে নিজেদের জবানবন্দি দিতে আসে, তখন তারা নিজেরাই নিশ্চিত করেছে ফুটেজের ছবিটি তাদের। তারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল, এ ধরনের ফুটেজও আমাদের কাছে আছে।

এই প্রক্টর আরও বলেন, এ ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে একজন ছাত্রলীগের সাবেক নেতা ছিল। তাদের মধ্যে দীর্ঘ ১৫ বছরের একটি চর্চা আছে। তাদের মধ্যে একটা উন্মাদনা আছে। শিক্ষার্থীদের মধ্যেও যে কিছু বিপথগামী শিক্ষার্থী রয়েছে, সেটি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে প্রকাশিত হলো।

পরে অবশ্যই পুলিশ ছয়জনকে গ্রেপ্তারের কথা জানায়।

এদিকে তোফাজ্জলের পক্ষে আইনিভাবে সহযোগিতা চেয়েছেন ঢাবির সাবেক শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আল ইমরান। তিনি গতকাল ফেসবুকে এ সংক্রান্ত এক স্ট্যাটাসে এই ইচ্ছার কথা জানিয়েছেন।

পিটিয়ে হত্যার এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন বাম সংগঠন গতকাল বিভিন্ন ধরনের প্রতিবাদী কর্মসূচি পালন করেছে। হত্যায় জড়িতদের চিহ্নিত করে অতিদ্রুত বিচারের দাবিতে বিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ছাত্রদল। এ ছাড়া জাতীয় নাগরিক কমিটি, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলনসহ অন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠন পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ

মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যায় প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

রাতে দেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে : হাসনাত

‘তিস্তা বর্ষায় অভিশাপ, শুষ্কে গলার কাঁটা’

এক শর্তেই হতে পারে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, জানাল সৌদি

মামলার ভয় দেখিয়ে হুমকি, বনের রেঞ্জ কর্মকর্তার অডিও ফাঁস!

শেখ হাসিনার ভাষণ গণমাধ্যমে প্রচারিত হলেই বুঝতে হবে তাকে সহযোগিতা করা হচ্ছে: হাসনাত

আ.লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না : সালাহউদ্দিন আহমেদ

ভোগবিলাসে ব্যস্ত কোনো কোনো উপদেষ্টা : আসাদুজ্জামান রিপন

ডিসি-ইউএনওর পদবি পরিবর্তন ও উপজেলায় এএসপির প্রস্তাব

১০

ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান

১১

ট্রাম্পের ঘোষণার পর সীমান্তে ন্যাশনাল গার্ড পাঠাল মেক্সিকো

১২

নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রেস সচিব

১৩

শিবলী রুবাইয়াত কারাগারে

১৪

ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আলমগীর কারাগারে

১৫

ছবি ছাড়াই জাতীয় পরিচয়পত্র দাবি

১৬

সারকাণ্ডে বিএনপি-যুবদলের ৫ নেতা বহিষ্কার

১৭

অবৈধ ভারতীয়দের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো শুরু

১৮

শেষ হলো খালেদা জিয়ার নাইকো মামলার সাক্ষ্যগ্রহণ

১৯

উত্তরাঞ্চলে পেট্রল পাম্প ধর্মঘট প্রত্যাহার

২০
X