বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
আবেদ খান
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০২:২২ এএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৯:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

লুণ্ঠিত চেতনা ভূলুণ্ঠিত বিশ্বাস

লুণ্ঠিত চেতনা ভূলুণ্ঠিত বিশ্বাস

বাঙালি জাতির জীবনে আগস্ট মাস স্থায়ী কলঙ্কের মাস হিসেবে পরিগণিত হবে ইতিহাসের পাতায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করার ভেতর দিয়ে যে কৃষ্ণকাল নেমে এসেছিল এই ভূখণ্ডে, তা কখনো বিস্মৃত হবে না বাঙালি চিত্ত থেকে। এটা শুধু ব্যক্তি বা পরিবারের বিনাশ নয়, বাঙালি জাতির সুদীর্ঘকালের অর্জনকে ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন করার সুপরিকল্পিত ষড়যন্ত্র বললেও তা যথেষ্ট হবে না। একটি জাতিগোষ্ঠীর আবহমান কালের সংস্কৃতি, মূল্যবোধ, আত্মপরিচয়ের সন্ধানের প্রয়াসকে নির্দয়ভাবে ধ্বংস করার হিংস্র কার্যক্রম চলেছিল ১৯৭৫ সালের এই মাসে। যদি পঁচাত্তরের আগস্ট মাস আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব—এর দুটি অংশ। প্রথম অংশ আগস্টের সূচনা থেকে ১৫ তারিখ এবং দ্বিতীয় অংশ ১৫ আগস্ট থেকে একটা গোটা সময়, যা চলেছিল সুদীর্ঘ দুই দশকের অধিককাল পর্যন্ত। শুধু তাই নয়, বাঙালি জাতিকে এ অভিশাপ বহন করতে হবে আর কতকাল, কে জানে!

আগস্টের প্রথমাংশ ঘাতক ও দেশি-বিদেশি চক্রান্তকারীদের নৃশংস আয়োজনের প্রস্তুতি পট। এ সময়টায় তারা নিজেদের পরিকল্পনা সাজিয়েছে, প্রশাসনে গুপ্তচরদের দায়িত্ব বণ্টন করেছে, রাজনীতিতে ব্যাপক অদৃশ্য মুখোশ ছড়িয়ে দিয়েছে, বঙ্গবন্ধুর উদারতার রন্ধ্রপথে প্রবিষ্ট করেছে মৃত্যুবাণ। আন্তর্জাতিক চক্রান্তকারী ব্যক্তিগুলোকে করেছে সংহত এবং নির্ধারিত সময়ে ইতিহাসের কলঙ্কজনক নৃশংসতা প্রদর্শন করে বাঙালির শ্রেষ্ঠ অর্জন রক্তরঞ্জিত করেছে।

আজ আমরা যদি ইতিহাসের কাঠগড়ায় আগস্ট মাসকে দাঁড় করাই, তাহলে দেখব—আরও শিহরন সৃষ্টিকারী পরিস্থিতির উদ্ভব। বাঙালি জাতিসত্তার স্থান দখল করল এক অদ্ভুত মিশ্রিত জাতিচিন্তা। ধর্মের নামে এমন এক কুসংস্কারের কৃষ্ণকায় নেকাবে জাতিকে জড়িয়ে দেওয়া হলো; যার ফলে বাঙালি জাতির আত্মপরিচয় নিকষ কালো অন্ধকারের আবর্তে ক্রমশ নিমজ্জিত হতে থাকল। মূল্যবোধ ধীরে ধীরে অন্তর্হিত হলো। এভাবে ক্রমাগত ক্ষয় হতে শুরু করেছে বাঙালির সহস্র বৎসরের সংস্কৃতি, ঐতিহ্য।

প্রতিবার আগস্ট মাস এলেই যেন সাময়িক উত্তেজনা নিয়ে আমরা স্মৃতির ভান্ডার সাজাই। মুখস্থ বাক্য চয়ন করে যে পুষ্পমাল্য রচনা করি, তাতে তো হৃদয়ের স্পর্শ থাকে না, বিশ্বাসের প্রকাশ থাকে না, চেতনার প্রতিফলন থাকে না—থাকে শুধু সংকীর্ণ আত্মপ্রচার। এটা তো প্রকারান্তরে আগস্টের ঘাতকদেরই জয়ধ্বনি হয়ে যায়।

আমরা কি শোককে শক্তিকে পরিণত করতে পেরেছি? আমরা কি বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক জাতি ও রাষ্ট্র নির্মাণের জন্য যথাযথ ত্যাগ নিশ্চিত করতে পেরেছি? আমরা কি মানুষের অন্তরের মানুষটাকে জাগিয়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ হতে পারছি?

যখন আমরা আত্মাকে অন্বেষণ করে এর উত্তর খুঁজে পাব, সেদিনই বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে আমরা খুঁজে পাব।

লেখক : প্রধান সম্পাদক, দৈনিক কালবেলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টেট ইউনিভার্সিটিতে মাইক্রোপ্লাস্টিক ও স্বাস্থ্যঝুঁকি সেমিনার

রাজশাহীতে নারী উত্ত্যক্তকারী ৪ যুবকের খোঁজে পুলিশ

রানা প্লাজা ধসের ১২ বছর / নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণার দাবি

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ‘ঠিকাদারি লাইসেন্স’ নিয়ে জুলকারনাইনের স্ট্যাটাস

নেত্রকোনায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, অন্যজনের যাবজ্জীবন

‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে’

বালু উত্তোলনে হুমকির মুখে ৫০ কোটি টাকার সেতু

অনিয়ম-দুর্নীতি তদন্তে ১৫ বিচারকের নথি তলব

এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতে সিটি ব্যাংকে দুই নতুন ডিএমডি

১০

অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে : তারেক রহমান

১১

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৫ বড় সিদ্ধান্ত

১২

পাকিস্তানিদের বিশেষ ভিসা সুবিধা বাতিল, ভারত ছাড়ার নির্দেশ

১৩

জনগণের প্রতিনিধির সরকার হওয়া জরুরি : আমির খসরু

১৪

মুরাদনগরে শ্রমিক নেতার মুক্তিতে আনন্দ মিছিল

১৫

মোহাম্মদপুরে খাল দখল করে নির্মিত ভবন গুঁড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন

১৬

ডিপিএল ঝলকে বিজয়ের টেস্ট প্রত্যাবর্তন

১৭

ক্যাম্পাসগুলোতে ফ্যাসিবাদমুক্ত পরিবেশ বিরাজ করছে : শিবির সভাপতি

১৮

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ব্যাংকের ১০ কোটি টাকা ফ্রিজ

১৯

পাকিস্তানিদের ওপর চড়াও মোদি, সিন্ধু পানিচুক্তি বাতিল

২০
X