রাজকুমার নন্দী
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৩:৩৫ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৭:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

সুস্থতা বোধ করলেই জনসমক্ষে ফিরবেন ‘মুক্ত’ খালেদা জিয়া

চিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার বিএনপির
সুস্থতা বোধ করলেই জনসমক্ষে ফিরবেন ‘মুক্ত’ খালেদা জিয়া

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিঃশর্ত মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার বিকেলে বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, গত সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে ‘মুক্তি’ দেওয়া হয়েছে। চিকিৎসকদের কাছে এ খবর শুনে হেসেছেন হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া।

‘মুক্ত’ খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার বলেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি যখনই সুস্থতা বোধ করবেন, তখনই জনগণের সামনে উপস্থিত হবেন।’

জানা গেছে, মুক্তির পর দলীয় চেয়ারপারসনের উন্নত চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বিএনপি। তাকে বিদেশে নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে দলটি। এর অংশ হিসেবে বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে খালেদা জিয়ার মুক্তিতে বিএনপির সারা দেশের নেতাকর্মীরা দারুণ উচ্ছ্বসিত। তাদের প্রত্যাশা, পুরোপুরি সুস্থ হয়ে তিনি আবার রাজনীতিতে সক্রিয় হবেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিসের পাশাপাশি ডায়াবেটিস, আর্থ্রাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। খালেদা জিয়ার চিকিৎসকরা এর আগে একাধিকবার জানিয়েছেন, বিদেশে উন্নত মাল্টিডিসিপ্লিনারি সেন্টারে নিয়ে লিভার প্রতিস্থাপন ছাড়া খালেদা জিয়া পুরোপুরি সুস্থ হবেন না। কেবল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির বিশেষায়িত হাসপাতালে এ রোগের চিকিৎসা সম্ভব। গত তিন বছরে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে কয়েক দফা অনুমতি চাইলেও সাময়িক মুক্তির শর্তের যুক্তি দেখিয়ে প্রতিবারই তা নাকচ করেছে সরকার।

খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে বলেন, ‘ম্যাডাম এখন এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন। উনার চিকিৎসকরা যেভাবে বলবেন, আমরা এখন সে অনুযায়ী ব্যবস্থা নেব।’

দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স কালবেলাকে বলেন, ‘খালেদা জিয়ার উন্নত চিকিৎসা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ নিয়ে সোমবার থেকেই ম্যাডামের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন এ বিষয়ে কাজ করছেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চিকিৎসার জন্য ম্যাডাম কোন দেশে যাবেন, সেটা পরিস্থিতি এবং ম্যাডামের পরিবারিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।’

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দণ্ড মওকুফ-পূর্বক মুক্তির বিষয়ে আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে বাংলাদেশের সংবিধানের ৪৯ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল আপিল নং-১৬৭৬/১৮ (বিশেষ আদালত নং-৫, ঢাকা এর বিশেষ মামলা নং- ১৭/২০১৭ থেকে উদ্ভূত) এবং বিশেষ আদালত নং-৫, ঢাকা এর বিশেষ মামলা নং-১৮/২০১৭-এ প্রদত্ত দণ্ডাদেশ মওকুফ-পূর্বক নির্দেশক্রমে মুক্তি প্রদান করা হলো।’

খালেদা জিয়াকে ইতোমধ্যেই তার মুক্তির খবর দেওয়া হয়েছে জানিয়ে ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কালবেলাকে বলেন, ‘খবরটা শোনার পর ম্যাডামকে স্মাইলিং ফেসে দেখা গেছে। অন্য চিকিৎসকরাও তখন ম্যাডামের কেবিনে ছিলেন। ম্যাডাম তখন বলেন, এখন চিকিৎসকরা কবে মুক্তি দেবে সেটাই হলো কথা।’

বিদেশে চিকিৎসার বিষয়ে তিনি বলেন, ‘আমরা সবে ম্যাডামের মুক্তির প্রজ্ঞাপন পেয়েছি। এখন প্রয়োজনীয় সব ডকুমেন্টস তৈরি করে বাইরের বিশেষায়িত হাসপাতালে যোগাযোগ করব।’

দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। যদিও বিএনপির দাবি, মিথ্যা মামলায় তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। তিনি সরকার ও সরকারি দলের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তবে দীর্ঘ আইনি লড়াই এবং রাজপথের আন্দোলনে খালেদা জিয়াকে মুক্ত করতে ব্যর্থ হয় বিএনপি। পরে করোনাভাইরাস মহামারির শুরুতে পরিবারের আবেদনে খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং দেশের বাইরে না যাওয়ার শর্তে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয়। তার সেই সাময়িক মুক্তির মেয়াদ প্রতি ছয় মাস পরপর বাড়ানো হচ্ছে।

সাময়িক মুক্তির পর থেকে খালেদা জিয়া হাসপাতালে আসা-যাওয়ার মধ্যে গুলশানের বাসভবন ফিরোজায় থাকছেন। বিএনপির দাবি, খালেদা জিয়া সাময়িক কারামুক্ত হলেও কার্যত তিনি গৃহবন্দি। তিনি বর্তমানে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ‘হঠাৎ অসুস্থ বোধ করায়’ গত ৮ জুলাই ভোররাতে তাকে ‘ফিরোজা’ থেকে এই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত ২২ জুন গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে এভারকেয়ারের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। পরদিন তার হৃদযন্ত্রে বসানো হয় পেসমেকার। চিকিৎসা শেষে ২ জুলাই হাসপাতাল থেকে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন।

এদিকে খালেদা জিয়া এতদিন সরকারের নির্বাহী আদেশে সাময়িক কারামুক্ত হলেও দীর্ঘ অসুস্থতা ও আইনি বাধ্যবাধকতায় রাজনীতির মাঠের বাইরে রয়েছেন। এ কারণে দল পরিচালনায় কোনো বিষয়ে তিনি সাধারণত কোনো সিদ্ধান্ত দেন না। দলের মহাসচিব মাঝে-মধ্যে সাক্ষাৎ করে দলীয় ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি অবহিত করেন। তবে অন্য নেতাদের সেই সুযোগ সীমিত। এখন বঙ্গভবনের প্রজ্ঞাপনে ‘মুক্ত’ হওয়ায় খালেদা জিয়া জনসমক্ষে আসবেন বলে প্রত্যাশা নেতাকর্মীদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিংহ্যামের রেকর্ড ভাঙলেন ইয়ামাল

হবিগঞ্জে নাশকতার মামলায় আসামি ৫ সাংবাদিক

বিবিসির প্রতিবেদন / ইউক্রেন যুদ্ধে ৭০ হাজারের বেশি রুশ সেনা নিহত

আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ সদরদপ্তর

মোনাকোর কাছে হারের পর নিজের দোষ স্বীকার করলেন বার্সা গোলকিপার 

গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানকে চিনেন না মামলার বাদীরা!

তোফাজ্জল হত্যা নিয়ে আশফাক নিপুণের আবেগাপ্লুত পোস্ট

চেন্নাইয়ে হাসানের ইতিহাস

তোফাজ্জল হত্যা নিয়ে যা বললেন মৌসুমী 

ঢাবি ও জাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় জামায়াতের বিবৃতি

১০

ভারতের পেসারদের তোপে প্রথম সেশন শেষে বিপদে বাংলাদেশ

১১

বৃষ্টি হবে কবে, জানাল আবহাওয়া অফিস

১২

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

১৩

লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা

১৪

বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফাজ্জল

১৫

দুপুর থেকে চলবে মেট্রোরেল, খুলছে কাজীপাড়া স্টেশন 

১৬

জাবিতে পিটিয়ে হত্যা, ৮ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

১৭

টাইগার পেসারদের দৃঢ়তায় দ্বিতীয় দিনের শুরুতেই অলআউট ভারত

১৮

যশোরে সন্ত্রাসীদের হামলায় নিহত ১

১৯

কেন কিনবেন আইফোন ১৬, যেসব কারণে সেরা এ মডেল

২০
X