আতাউর রহমান
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০২:০২ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৭:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

মধ্যপ্রাচ্যে বসে নব্য জেএমবি জাগানোর চেষ্টায় আবু বকর

হলি আর্টিসানে হামলার ৮ বছর
মধ্যপ্রাচ্যে বসে নব্য জেএমবি জাগানোর চেষ্টায় আবু বকর

আট বছর আগে রাজধানীর গুলশানে হলি আর্টিসান বেকারিতে ভয়াবহ হামলায় জড়িত নব্য জেএমবি আপাতত ঝিমিয়ে পড়েছে বলে ধারণা করা হলেও তলে তলে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এরই মধ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির আমিরের দায়িত্ব নিয়েছে মাওলানা আবু বকর নামে এক জঙ্গি। ওই ব্যক্তি মধ্যপ্রাচ্যের একটি দেশে অবস্থান করে বাংলাদেশে নব্য জেএমবিকে সক্রিয় করার চেষ্টা করছে। জঙ্গি ও উগ্রবাদ দমন এবং নজরদারির দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে এ তথ্য মিলেছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, এই আবু বকর এক সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা ছিল। নব্য জেএমবির আমির মোহাম্মদ কামরুল হাসান ওরফে মাহাদী হাসান জন ওরফে আবু আব্বাস আল বাঙালী তুরস্কে গ্রেপ্তার হলে এক বছর আগে সংগঠনটির দায়িত্ব পায় আবু বকর। দুটি সংগঠনে এক সময়ে মতের অমিল থাকলেও জঙ্গি সংগঠনগুলোর এক ছাতার নিচের আসার অংশ হিসেবে আবু বকর নব্য জেএমবির দায়িত্ব পায়।

জঙ্গি ও উগ্রবাদ দমনে দায়িত্বরত ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের দায়িত্বশীল একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, গত বছর সিটিটিসির তথ্যের ভিত্তিতে তুরস্কে নব্য জেএমবির আমির মাহাদী হাসান জন গ্রেপ্তার হয়। তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি রয়েছে। জন গ্রেপ্তার হওয়ার পর সংগঠনের সিদ্ধান্তে আবু বকর আমিরের দায়িত্বে নেয়। তার ভিন্ন কোনো নাম থাকতে পারে।

সূত্র জানায়, আবু বকর দায়িত্ব নেওয়ার পর নব্য জেএমবি বেশ সক্রিয় হয়ে উঠেছে। অনলাইনসহ নানা মাধ্যমে নতুন কর্মী সংগ্রহের পাশাপাশি পুরোনো কর্মীদেরও খোঁজ নেওয়া শুরু হয়েছে। তা ছাড়া কারাগারে থাকা নব্য জেএমবির জঙ্গিদেরও জামিনে মুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে এবং এতে তারা বেশ সফলও হচ্ছে।

কাউন্টার টেররিজম ইউনিটের দায়িত্বশীল এক কর্মকর্তা কালবেলাকে বলেন, গত বছরের জুন থেকে চলতি বছরের ৩ জুন পর্যন্ত দেশের বিভিন্ন আদালত থেকে ৩১৫ জঙ্গি জামিনে মুক্ত হয়। তাদের মধ্যে ৭০ জঙ্গিই নব্য জেএমবির। এ থেকে ধারণা নেওয়া যায়, তারা বেশ সক্রিয়। তবে জামিনে থাকা সবাই নজরদারিতে রয়েছে।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, সিটিটিসি অভিযান চালিয়ে নব্য জেএমবিকে বিধ্বস্ত করে দিয়েছে। তার পরও তারা থেমে নেই। অনেকেই গ্রেপ্তার হয়নি, শনাক্ত করতে পারিনি। তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। সংগঠিত হওয়ার আগেই আমরা তাদের চিহ্নিত করায় বড় করে শক্তি সঞ্চার করতে পারছে না।

জঙ্গি কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, নব্য জেএমবির বাইরে অন্য জঙ্গি সংগঠনগুলোও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। নেত্রকোনায় আনসার আল ইসলামের আস্তানা থেকে এমন আভাস পাওয়া যাচ্ছে। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রিত রয়েছে। ২০২১ সালের পরে দেশে জঙ্গি হামলা হতে পারেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত তৎপরতায় জঙ্গি ও উগ্রবাদ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

জঙ্গি কার্যক্রম নজরদারি করা পুলিশের সূত্রগুলো বলছে, নব্য জেএমবির অন্তত পাঁচটি গ্রুপ বেশ সক্রিয় রয়েছে। প্রতি গ্রুপে কয়েকশ সদস্য রয়েছে। যদিও তারা এখনো অপারেশনাল কার্যক্রমের মতো সক্ষমতা অর্জন করতে পারেনি। এখনো সংগঠন গোছানোর মতো কাজ করছে।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানে অবস্থিত হলি আর্টিসান বেকারি রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলা হয়, যা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় হয়। আন্তর্জাতিক একটি জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করে। অবশ্য পুলিশের তদন্তে বেরিয়ে আসে বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি থেকে বেরিয়ে আসা অতি উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী ‘নব্য জেএমবি’ ওই নৃশংসতা চালায়। ওই হামলায় পুলিশের দুই কর্মকর্তাসহ দেশি-বিদেশি ২২ জন নিহত হন। নিহত ১৭ বিদেশির মধ্যে ৯ জন ইতালিয়ান, সাতজন জাপানিজ এবং একজন ভারতীয়। অন্য তিনজনের মধ্যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এবং অন্য দুজন বাংলাদেশি। নিহত অপর দুজন পুলিশ কর্মকর্তা।

ওই নৃশংসর পর হলি আর্টিসানে ‘অপারেশন থান্ডারবোল্ড’ নামে সেনা অভিযানে সরাসরি হামলায় যুক্ত পাঁচ জঙ্গি নিহত হয়। পরে পুলিশি তদন্তে হামলায় নানাভাবে যুক্ত আরও ২১ জঙ্গির সম্পৃক্ততা মেলে। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টানা অভিযানে বিভিন্ন আস্তানায় ১৩ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। বিচার কার্যক্রম শেষে ২০১৯ সালের ২৭ নভেম্বর নিম্ন আদালত নব্য জেএমবির জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র্যাশ, হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, আব্দুস সবুর খান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ রিপনকে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন ধারায় বিভিন্ন মেয়াদে সাজা দেন। অন্য আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দেন আদালত। উচ্চ আদালতও ওই জঙ্গিদের শাস্তি বহাল রাখেন।

জঙ্গিবাদ নির্মূল ও নজরদারির দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সূত্র জানায়, আবু বকর সংগঠনের দায়িত্ব নেওয়ার পর নব্য জেএমবি অনলাইনসহ নানা মাধ্যমে কর্মী সংগ্রহের চেষ্টা করছে। এই সংগঠনটির চেয়ে এখন বড় মাথাব্যথার কারণ হয়ে উঠেছে আরেক নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম, যেটি শুরুতে আনসারুল্লাহ বাংলাটিম (এবিটি) নামে দেশে ভয়ংকর নাশকতা চালিয়েছে।

ওই সূত্রটি জানায়, সম্প্রতি নরসিংদীতে আধা স্বয়ংক্রিয় টুটু রাইফেলসহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়। থানা পুলিশ ওই ঘটনায় অস্ত্র আইনে মামলা নিলেও জঙ্গিবাদ দমনে যুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত হয়, ওই ব্যক্তি আনসার আল ইসলামের সদস্য। এর পরই নেত্রকোনায় সংগঠনটির একটি আস্তানায় অভিযান চালানো হয়। সেখান থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সিটিটিসির দায়িত্বশীল একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, ওই আস্তানায় পাওয়া কিছু আলামত বিশ্লেষণ করে তারা ধারণা করছেন, আনসার আল ইসলাম এখন অস্ত্র সংগ্রহ করছে। তা ছাড়া এই সংগঠনের আধ্যাত্মিক নেতা বা মাস্টারমাইন্ড সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর (বরখাস্ত) জিয়া, কারাগার থেকে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি এখনো পলাতক।

ওই কর্মকর্তা বলেন, সংগঠনটি বেশ পরিকল্পিতভাবে এগোচ্ছে। সাম্প্রতিক অভিযানগুলোতে সংগঠনটির মাঠ পর্যায়ের প্রথম স্তর বা দ্বিতীয় স্তরের কর্মীদের গ্রেপ্তার করা গেলেও তৃতীয় স্তরের বিষয়ে তারা তথ্য দিতে পারছে না। ফলে দায়িত্বশীল নেতারা ধরাছোঁয়ার বাইরে থাকায় আনসার আল ইসলাম নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর, খালেদা জিয়াকে স্মরণ করলেন ইলিয়াস

৩২ নম্বর ভেঙে মসজিদ নির্মাণের ঘোষণা পিনাকীর

টেকনাফে ৫ কাঠুরিয়াকে অপহরণ, মুক্তিপণ দাবি

মেডিকেলে চান্স পাওয়া জয়ের পাশে দাঁড়ালেন ইউএনও

সারজিস আলম আহত

হাসনাত বললেন ঐক্যবদ্ধ বাংলাদেশ

ফেনী জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা

ডাকসু নির্বাচনে কারচুপির বিষয়ে ঢাবি উপাচার্যকে অবহিত করলেন রাশেদ

গাড়ি ভাঙচুর চেষ্টা ও হুমকি দেওয়া নারী প্রভাষক গ্রেপ্তার

‘সৌদিতে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানো হবে না’

১০

রোমাঞ্চ ছাপিয়ে ফাইনালে চিটাগং

১১

ধানমন্ডি ৩২ নিয়ে জুলকারনাইন সায়েরের পরামর্শ

১২

‘জুলাই-আগস্ট অভ্যুত্থানে আলেম সমাজের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য’

১৩

হুমকির পর জিডি, ক্যাম্পে আনা হলো মনোবিদ

১৪

হেলিকপ্টারে চড়ে কর্মচারীর বাড়িতে সৌদি মালিক

১৫

খালি পায়ে বিদ্যালয়ে যাওয়ায় ছাত্রীকে পিটুনি প্রধান শিক্ষকের, হাসপাতালে ভর্তি

১৬

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ‘শেখ বাড়ি’

১৭

এবার ‘স্যারকাণ্ডে’ আলোচনায় এসপি আনোয়ার

১৮

ছাত্র-জনতার উদ্দেশে নুরের বার্তা

১৯

আ.লীগকে নিষিদ্ধ করতে না পারা সরকারের ব্যর্থতা : শাকিল উজ্জামান

২০
X