কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০২ পিএম
প্রিন্ট সংস্করণ

দেশে ২৫ বছরে বাস্তুচ্যুত হবে সোয়া কোটি মানুষ

দেশে ২৫ বছরে বাস্তুচ্যুত হবে সোয়া কোটি মানুষ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামী ২৫ বছরে বাংলাদেশে ১ কোটি ৩৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে অভিবাসনে বাধ্য হবে। ওই সময়ে বন্যা, ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়াসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষতি দাঁড়াবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ। এতে দারিদ্র্য বিমোচন কার্যক্রম গতি হারাবে।

বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের অভিঘাত নিয়ে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে দেওয়া ঋণ ছাড়ের পরে যে নথি প্রকাশ করেছে, সেখানে বিশ্বব্যাংকের এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। গত ৩১ জানুয়ারি এক খবর বিজ্ঞপ্তিতে আইএমএফ জানায়, ৪২ মাস মেয়াদে বাংলাদেশের জন্য মোট ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে এক্সটেন্ডেন্ট ক্রেডিট

ফ্যাসিলিটি (ইসিএফ) বা সম্প্রসারিত ঋণ সুবিধার আওতায় দেওয়া হবে ৩৩০ কোটি ডলার। রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় আরও ১৪০ কোটি ডলার দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়ায় প্রথম দেশ হিসেবে বাংলাদেশ এই আরএসএফ তহবিলের ঋণ পাচ্ছে। স্বল্প ও মধ্য আয়ের যেসব দেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে তাদের জন্য এই তহবিল গঠন করেছে আইএমএফ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই প্রথম এই তহবিলের ঋণ পেল। ২ ফেব্রুয়ারি এই ঋণের প্রথম কিস্তি ছাড় করেছে আইএমএফ।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে তাতে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাংলাদেশের তাপমাত্রা গত কয়েক দশক ধরে বাড়ছে এবং আগামীতে আরও বাড়বে। ২১০০ সাল নাগাদ বাংলাদেশের তাপমাত্রা ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তাপমাত্রা বৃদ্ধির ফলে বৃষ্টিপাত ও গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় বেড়ে যাবে। বাড়বে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এতে উপকূলীয় অঞ্চলের অবকাঠামো, মানুষ ও অন্যান্য প্রাণী ক্ষতির মুখে পড়বে। বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সমস্যা হবে অনেক বেশি।

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের আর্থিক খাতও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্যাপক বন্যার কারণে বাংলাদেশের প্রতিবছর ৩০০ থেকে ৫০০ কোটি ডলার ক্ষতির আশঙ্কা রয়েছে, যা বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের প্রায় ৫ শতাংশ। পরবর্তী সময়ে এ ক্ষতির পরিমাণ আরও বাড়বে। গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়ে বাংলাদেশে প্রতিবছর ১০০ কোটি ডলারের ক্ষতি হতে পারে, যা জিডিপির শূন্য দশমিক ৭ শতাংশ। যদিও ২০০৭ সালে সিডরে ৩৮০ কোটি ডলারের এবং ১৯৯১ সালে ঘূর্ণিঝড় গোর্কিতে ৩০০ কোটি ডলারের ক্ষতি হয়। তীব্র বন্যায় বাংলাদেশের ফসলের ক্ষতির পাশাপাশি মানুষ ও প্রাণিসম্পদের ক্ষতি হয়। প্রতিবছর প্রায় ৮০ লাখ মানুষ ক্ষতির মুখে পড়ে। খাদ্যমূল্য ও আমদানি ব্যয় বেড়ে যায়। যা চলতি হিসাবে ৭৫ কোটি ডলারের ঘাটতি বাড়িয়ে দেয়। লেনদেনে ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলে। বন্যার কারণে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের ২ হাজার ৫৩০ কোটি ডলারের ক্ষতি হতে পারে। এই সময়ে তাপমাত্রা ও সমৃদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে জিডিপির ২ শতাংশ ক্ষতি হবে। এতে দারিদ্র্য বিমোচন প্রক্রিয়া গতি হারাবে।

বিশ্বব্যাংক আশঙ্কা প্রকাশ করে বলেছে, ২০৫০ সালে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ হবে সবচেয়ে বেশি অভ্যন্তরীণ অভিবাসনের দেশ। ওই সময়ে ১ কোটি ৩৩ লাখ মানুষ অভিবাসনে বাধ্য হবে অর্থাৎ দেশের এক স্থান থেকে অন্যস্থানে চলে যাবে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে নারীরা। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সাল পর্যন্ত দেশের ৪১ লাখ মানুষ স্থানান্তরিত হতে বাধ্য হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বেশকিছু উদ্যোগও নিয়েছে। গ্রিনহাউস গ্যাস কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বন্ধ করা হচ্ছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। পার্শ্ববর্তী দেশ থেকে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ আমদানিরও চেষ্টা রয়েছে। ২০৪১ সালের মধ্যে বিদ্যুতের ৪০ ভাগ নবায়নযোগ্য উৎস থেকে আনার পরিকল্পনা রয়েছে। এ খাতে সরকারের বাজেট বরাদ্দও বাড়িয়েছে সরকার। ২০২১-২২ অর্থবছরের বাজেটে বিভিন্ন মন্ত্রণালয়ের বিপরীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ২৯০ কোটি ডলার বরাদ্দ ছিল। যা ওই সময়ের বাজেটের ৭ দশমিক ৩ শতাংশ। চলতি অর্থবছরের বাজেটেও যথেষ্ট বরাদ্দ রাখা হয়েছে।

বিশ্বব্যাংকের এই প্রতিবেদনে বলা হয়েছে ২০৩০ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ৮ হাজার ৯৭০ কোটি ডলার বিনিয়োগের প্রয়োজন হবে। যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ১৮ শতাংশ।

শেখ আবদুল্লাহ/শব্দ-৫৬৫

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তারেও অটল শিক্ষার্থীরা

বৃষ্টির জন্য কাঁদলেন ঠাকুরগাঁওয়ের মুসল্লিরা

আ.লীগ সরকারকে ক্ষমতায় রেখে সমস্যার সমাধান হবে না: আব্দুস সালাম 

দিলারার নতুন মিশন

ইউরোর আগে নিষিদ্ধ হওয়ার পথে স্পেন!

পঞ্চগড়ে বৃষ্টির জন্য কাঁদলেন হাজারো মুসল্লি

আ.লীগ সম্পাদককে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ভিপি মনির 

‘জাতীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে মানবিক উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে’

+৯২ বা +৯৯ নম্বরের কল রিসিভ করলে কি ফোন হ্যাক হয়?

ব্যাংক একীভূতকরণ ও ব্যাংকিং শিল্পের পুনর্গঠন

১০

বিআরটিএর অভিযানে ৪০৬ মামলায় ৭ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা 

১১

জাপার দু’পক্ষের কর্মসূচি নিয়ে উত্তেজনা

১২

গাজায় এবার মার্কিন সেনা, তৈরি হচ্ছে অস্থায়ী সমুদ্রবন্দর

১৩

হিটস্ট্রোকে পেপার বিক্রেতার মৃত্যু

১৪

শ্রমিকদের ভিসা সহজ করতে যুক্তরাজ্য সরকারের প্রতি প্রবাসী প্রতিমন্ত্রী আহ্বান

১৫

মাদকদ্রব্যের অপব্যবহারবিষয়ক সম্মেলনে যোগ দিলেন তথ্য প্রতিমন্ত্রী 

১৬

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১৭

খেলা দেখা নিয়ে অবাক তথ্য মোস্তাফিজের

১৮

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

১৯

মিরসরাইয়ে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

২০
*/ ?>
X